বহরমপুরের নাট্যসংস্থা ‘যুগাগ্নি’র শনিবার থেকে শুরু হচ্ছে দুই বাংলার শিল্পী সমন্বয়ে তিন দিনের ‘লোকনাট্য ও নগরনাট্যের মিলন মেলা’। পনেরোতম বছরের ওই মেলা এ বারও অনুষ্ঠিত হবে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে। ওই তিন দিনের মেলায় প্রতি দিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। ওই মিলন মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক শক্তিনাথ ঝা।
উদ্বোধনী সন্ধ্যায় বাংলাদেশের নাট্যগোষ্ঠী ‘জীবন সংকেত’ মঞ্চস্থ করবে নাটক ‘রয়্যাল বেঙ্গল টাইগার’। মধ্যমগ্রামের নাট্যসংস্থা ‘অলটারনেটিভ লিভিং থিয়েটার’ মঞ্চস্থ করবে নাটক ‘কৃষ্ণকলি’। রাতেই রাজ্যের এক মাত্র মহিলা কবিয়াল মুর্শিদাবাদের দুলালি চিত্রকরের সঙ্গে কবি গানের আসরে নামবেন বর্ধমানের বিখ্যাত কবিয়াল সনৎ বিশ্বাস। অধুনা ভারত খ্যাত খড়গ্রামের ‘নবোদয় রায়বেশে দল’ লাঠি সহযোগে পরিবেশন করবে শারীরিক কসরতের শৈল্পিক প্রযোজনা। উদ্বোধনী সন্ধ্যায় যুগাগ্নির পক্ষ থেকে ‘বহরমপুর রেপার্টরি থিয়েটার’-এর কর্ণধার প্রদীপ ভট্টাচার্য ও কবিয়াল দুলালি চিত্রকরকে সর্ম্বধনা দেওয়া হবে। ‘সন্তাপ’ নাটকের জন্য বহরমপুরের নাট্যগোষ্ঠী ‘রঙ্গাশ্রম’-কে এ বারের ‘কমল সমাজদার স্মৃতি পুরস্কার’-এ সম্মানিত করা হবে।
দ্বিতীয় দিনে পরিবেশিত হবে কলকাতার ‘আয়না’ গোষ্ঠীর নাটক ‘লাপিস লাজুলি’ ও বহরমপুরের ‘যুগাগ্নি’র নতুন নাটক ‘সেলফোন’-এর প্রথম শো। বাংলাদেশের ‘কিষান গম্ভীরা দল’ পরিবেশন করবে গম্ভীরা, বেলডাঙার কাজল দাস ও সম্প্রদায় পরিবেশন করবেন ঢাক বাদন।
তৃতীয় দিন মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘রাজশাহি থিয়েটার’-এর নাটক ‘শকুন’ ও বর্ধমানের ‘এবং আমরা’ নাট্যগোষ্ঠীর নাটক ‘মহাকাব্যের পরে’। ওই দিন লালমোহন দাস ও সম্প্রদায় পরিবেশন করবেন ঢোল বাদন। নদিয়ার গোড়ভাঙা গ্রামের প্রথিতযশা পাঁচ বাউল সংগীত শিল্পী গোলাম ফকির, আরমান ফকির, শ্যাম ফকির, নুর ফকির ও গোপেন ফকির পরিবেশন করবেন সুফি গান।
যুগাগ্নির সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “বিলুপ্ত-প্রায় লোকসংস্কৃতির পুনরুজ্জীবনের কথা মাথায় রেখে দেড় দশক আগে ‘লোকনাট্য ও নগরনাট্যের মিলন মেলা’ শুরু করা হয়। তার ফলে কবিয়াল দুলারি চিত্রকর, আলকাপ শিল্পী করুণাকান্ত হাজরা ও নবোদয় রায়বেশে দলের খ্যাতি রাজ্য ছাড়িয়ে বর্তমানে দেশময়।”
|