নয়াদিল্লিকে বোঝাবেন ক্যামেরন |
ভারতকে মাঝারি ওজনের যুদ্ধবিমান বেচার ব্যাপারে এখনও হাল ছাড়তে রাজি নয় ব্রিটেন। গতকালই ভারতের তরফে জানানো হয়েছে, ফ্রান্সের দাসো সংস্থার রাফাল যুদ্ধবিমান কিনবে তারা। শেষ পর্যায়ে যে ইউরোফাইটার সংস্থার টাইফুন বিমানকে টেক্কা দিল রাফাল, সেই সংস্থায় লগ্নি রয়েছে ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেনের। খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, চুক্তি এখনও হয়নি। ভারত শুধু সিদ্ধান্ত নিয়েছে, কম দরের ভিত্তিতে কোন সংস্থার সঙ্গে তারা যুদ্ধবিমান কেনার জন্য আলোচনা চালাবে। ফলে তিনি ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করবেন। তাঁর কথায়, টাইফুন বিমান কার্যকারিতার দিক থেকে রাফালের থেকে অনেক এগিয়ে। নয়াদিল্লির কর্তাদের তাঁর সরকার এ কথাই বোঝানোর চেষ্টা করবে। টাইফুন এই বরাত পেলে ব্রিটেনে অন্তত পাঁচ হাজার কর্মসংস্থান হত এবং আর্থিক দিক থেকেও লাভবান হত ক্যামেরনের দেশ। ২০১০ সালে প্রধানমন্ত্রীর হওয়ার পরেই এক বিরাট বাণিজ্যপ্রতিনিধি দল নিয়ে ভারতে এসেছিলেন ক্যামেরন। যার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল, টাইফুন কেনার জন্য ভারতকে বোঝানো। জি-২০ সম্মেলনের সময়েও এ নিয়ে তদ্বির করেন ব্রিটেনের কর্তারা।
|
বৌদ্ধ মঠে আরও কড়া নিয়ন্ত্রণ চিনে |
তিব্বতের বৌদ্ধ মঠগুলির উপরে নিয়ন্ত্রণ ও নজরদারি আরও বাড়াচ্ছে চিন। কমিউনিস্ট পার্টিও তাদের ক্যাডারদের বৌদ্ধ মঠ পরিচালনার নিয়মকানুনে বদল আনার জন্য যথাসম্ভব সক্রিয় হতে বলেছে। দলাই লামাকে ধর্মশালা থেকে তিব্বতে আনার দাবিতে সিচুয়ান প্রদেশে বিক্ষোভ ও আত্মাহুতির ঘটনা বেড়ে যাওয়াতেই বাড়তি সতর্ক বেজিং। দালাই লামাকে ফেরানোর দাবিতে গত কয়েক মাসে মোট ১৬ জন বৌদ্ধ ভিক্ষু-ভিক্ষুণি আত্মাহুতির চেষ্টা করেছেন তিব্বতে। ২৩ জানুয়ারি এমনই তিন ভিক্ষুর মৃত্যুকে কেন্দ্র করে লুয়োমো জেলায় বিক্ষোভ তীব্র হয়ে উঠলে পুলিশ গুলি চালায় বিক্ষোভকারীদের উপরে। সরকারি সংবাদমাধ্যম তার সমর্থনে বলেছে, পুলিশ ঠিক কাজই করেছে। অশান্তিতে ইন্ধন জোগাচ্ছে ধর্মশালা। সমস্যা সৃষ্টিকারীদের তিব্বতে ঢোকা রুখতে তাই কড়া পদক্ষেপ করছে সরকার।
|
পাক-তালিবান যোগসূত্র প্রকাশ্যে |
পাকিস্তান সরাসরি তালিবান জঙ্গিদের সাহায্য করে, এই অভিযোগ আবার প্রকাশ্যে এল। ন্যাটোর এক গোপন নথিতে এই তথ্য প্রকাশিত হয়েছে বলে দাবি একটি ব্রিটিশ সংবাদ সংস্থার। ধৃত ৪ হাজার তালিবান জঙ্গি, আল-কায়দা ও অন্যান্য জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে ন্যাটো এই রিপোর্ট তৈরি করেছে। পাকিস্তান তালিবান জঙ্গিদের হালহকিকত সম্পর্কে পুরোটাই জানে বলে এতে উল্লেখ রয়েছে। হক্কানির মতো দলের শীর্ষ নেতারা ইসলামাবদে আইএসআই-এর সদর দফতরের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক বজায় রাখে বলেও জানানো হয়েছে।
|
হামলার ছক, দোষী ভারতীয় বংশোদ্ভূত |
মুম্বইয়ের ধাঁচে লন্ডনের স্টক এক্সচেঞ্জ এবং মার্কিন দূতাবাস-সহ বেশ কিছু জায়গায় হামলার ছক কষার অপরাধে দোষী সাব্যস্ত হল এক ভারতীয় বংশোদ্ভূত-সহ চার ব্রিটিশ নাগরিক। স্টক এক্সচেঞ্জের শৌচাগারে আইইডি-এর সাহায্যে বিস্ফোরণ ঘটানো ছাড়াও বিভিন্ন জায়গায় চিঠি বা পার্সেলে বোমা পাঠানোর ছক কষেছিল তারা। ওই ব্যক্তিদের নাম মহম্মদ চৌধুরি, শাহ রহমান, গুরুকান্ত দেশাই এবং আবদুল মিঞা। আল-কায়দার আদর্শে উদ্বুদ্ধ এই চার জনের মধ্যে গুরুকান্ত দেশাই ভারতীয় বংশোদ্ভূত। ২০১০-এর ডিসেম্বরে এই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের।
|
ভারতীয় সেনা নিয়ে মার্কিন রিপোর্ট |
সীমান্ত সমস্যা নিয়ে চিনের সঙ্গে ‘ছোটখাটো সংঘাত’ সামলাতে তৈরি হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা সূত্রে এই খবর জানা গিয়েছে। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান জেমস ক্ল্যাপার এ বিষয়ে সেনেটে একটি রিপোর্ট পেশ করেন। রিপোর্টে বলা হয়েছে, সীমান্ত সমস্যা-সহ বিভিন্ন বিষয়ে চিনের ভূমিকায় ভারত চিন্তিত। তবে এ নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই বলেই মত ভারতীয় সেনার। তবুও ‘ছোটখাটো সংঘাত’ সামলাতে তৈরি হচ্ছে তারা।
|
ফুকুশিমায় ফের তেজস্ক্রিয়তা |
জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রে ফের তেজস্ক্রিয়তা। পাইপ লিক করে চার নম্বর চুল্লি থেকে প্রায় সাড়ে আট টন তেজস্ক্রিয় জল বেরিয়েছে বলে টোকিও বিদ্যুৎ সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম। তবে ওই জন পরমাণু কেন্দ্রের বাইরে আসেনি। গত কাল রাতে ওই ‘লিক’ ধরা পড়ার পরেই মেরামত করা হয়। |