পাকিস্তানে জাতি দাঙ্গায় নিহত ১০ |
গত ২৪ ঘন্টায় দক্ষিণ সিন্ধ প্রদেশে জাতি দাঙ্গায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। গৃহমন্ত্রী মনজুর ওয়াসান সাংবাদিক বৈঠকে জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মোটরবাইকে একজনের বেশি আরোহীর উপরও। এদিকে,শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে ৫০-৬০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ও আধাসামরিক বাহিনী। গতকাল রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গিজরি সেতুর কাছে একদল বন্দুকবাজের গুলিতে নিহত হন বালুচিস্তানের আইন প্রণেতা মীর বখত। প্রাণ হারান তাঁর গাড়ির চালক,স্ত্রী ও মেয়ে। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। অন্যদিকে, দিনেরবেলায় নাজিমাবাদের জনবহুল এলাকায় বন্দুকবাজদের গুলিতে নিহত হন ৩ জন। একই দিনে গুলবর্গায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন শিয়া নেতা তাসির আব্বাস জায়িদি। প্রতিবাদে তাঁর সমর্থকেরা রাস্তা অবরোধ করে, ভাঙচুর চালায়। রাজনৈতিক ও প্রশাসনিক মহল এই সমস্ত ঘটনার পিছনে জাতিদাঙ্গাকেই মূল কারণ হিসাবে দেখছে।
|
দিল্লি-ঢাকা সম্পর্কে আঁচ পড়বে না |
মুর্শিদাবাদে বিএসএফ-জওয়ানদের হাতে এক বাংলাদেশি নাগরিকের মার খাওয়ার ঘটনায় দু’দেশের সম্পর্কে আঁচ পড়বে না বলে মনে করে দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের বলেন, দোষীদের শাস্তি হবে বলে বাংলাদেশ সরকারকে তিনি আশ্বস্ত করেছেন। ঘটনাটি জানার পর দিনই অভিযুক্তদের সাসপেন্ড করে তদন্ত শুরু হয়েছে। চিদম্বরমের যুক্তি, তাঁর বাংলাদেশ সফরের পরে বিএসএফের গুলিতে আর কোনও অনুপ্রবেশকারীর মৃত্যু হয়নি।
|
নেপালের মাওবাদী নেতা প্রচণ্ডকে এখন ‘সামন্ততান্ত্রিক’ বলছে তাঁরই দেশের সংবাদমাধ্যম। বিতর্কের মূলে ১৫০০ বর্গমিটারের একটি বাড়ি! এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা ব্যয়ে যেটি কিনেছেন প্রচণ্ড। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বাসভবনের কাছেই। সংবাদমাধ্যম বলছে ‘লাল সামন্ততন্ত্র’। |