টুকরো খবর
কাজের সময় কমানোর দাবিতে ব্যাঙ্ক ধর্মঘটের হুমকি
সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দৈনিক কাজের সময় বেঁধে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করতে চলেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কন- ফেডারেশন (আইবক)। এ নিয়ে আগামী মার্চে এক দিনের ধর্মঘটের হুমকিও দিয়েছে ব্যাঙ্ক অফিসারদের সংগঠনটি। সাধারণ সম্পাদক জি ডি নাদাফের অভিযোগ, “অফিসারদের অনেক সময় দিনে ১০-১২ ঘন্টা কাজ করতে হয়। তাই কাজের সময় বেঁধে দিতে দাবি জানিয়েছি। তা ছাড়া প্রতিশ্রুতি দিয়েও কিছু দাবি মানেননি কর্তৃপক্ষ। তাই আন্দোলন।”আইবকের পাশাপাশি, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমল ঘোষেরও অভিযোগ, “অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন বাড়লেও ব্যাঙ্ক কর্মীদের সেই ব্যবস্থা নেই। তা ছাড়া যাঁরা কোনও কারণে আগেই অবসর নিয়েছেন, তাঁদেরও পেনশন প্রকল্পে আসার সুযোগ দিতে দাবি জানিয়েছি।”

এ বার ইউরোপের পাঁচটি দেশের রেটিং কমাল ফিচ-ও
স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর্স (এস অ্যান্ড পি)-এর পর এ বার ইতালি-সহ কিছু ইউরোপীয় দেশের ‘ক্রেডিট রেটিং’ কমাল ফিচ-ও। সংস্থাটির দাবি, বর্তমান আর্থিক সঙ্কটের প্রেক্ষাপটে ইতালি, স্পেন, বেলজিয়াম, সাইপ্রাস এবং স্লোভানিয়ার ঋণ ফেরত দেওয়ার ঝুঁকি নিয়ে মূল্যায়ন কমিয়েছে তারা। সঙ্কট মেটাতে ইউরোপের কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থনীতিতে টাকার জোগান বাড়ালেও, শুধু সেই দাওয়াইয়ে কতটা চিড়ে ভিজবে, তা নিয়ে সন্দিহান মূল্যায়ন সংস্থাটি।প্রসঙ্গত, কোনও দেশ (বা সংস্থা)-কে ঋণ দেওয়া কতটা ঝুঁকির, তারই মূল্যায়ন ক্রেডিট রেটিং। রেটিং যত ভাল, ঋণ দেওয়া তত কম ঝুঁকির। আর তা কমার মানে ঋণের অর্থ ফেরত না- পাওয়ার ঝুঁকি বাড়া। সপ্তাহ দুয়েক আগেই ফ্রান্স, ইতালি-সহ মোট ন’টি ইউরোপীয় দেশের এই রেটিং এক থেকে দু’ধাপ নামিয়েছিল মার্কিন মূল্যায়ন বহুজাতিক এস অ্যান্ড পি।

হস্তশিল্প মেলা শুরু হলদিবাড়িতে
হলদিবাড়ি হস্তশিল্প মেলার উদ্বোধন হয়েছে শনিবার। আগামী সোমবার পর্যন্ত মেলা চলবে। এ দিন মেলার উদ্বোধন করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী। মেলায় ২৩টি স্টল হয়েছে। উত্তরবঙ্গের হস্তশিল্পীদের পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকে বুটিক, টেরাকোটা এবং পাটিশিল্পীরা তাঁদের জিনিসপত্র নিয়ে মেলায় এসেছেন। মেলা কমিটির সম্পাদক অপূর্ব কুণ্ডু জানান, প্রতিদিন বেলা ২টো থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় হলদিবাড়ির বিলুপ্ত পাটের হস্তশিল্পকে ফিরিয়ে আনার দাবি উঠেছে। পরেশবাবু বলেন, “বিপণন, প্রচারের অভাবে উপযুক্ত পরিকাঠামো না থাকায় হস্তশিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে।” লুপ্তপ্রায় হস্তশিল্পীদের উল্লেখ করে হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ বলেন, “হলদিবাড়িতে পাটজাত শিল্পের বিকাশের জন্যে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসতে হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.