আসীন সেই বিশ্বশরণ... |
জাগ্রত বিবেক: জঙ্গলমহল সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে বুধবারই মহাকরণে তিনি পালন করলেন স্বামী বিবেকানন্দের জন্মদিন। বলে গেলেন, “এক দিন আগে থেকেই শুরু করলাম। বিবেকানন্দ পিছিয়ে পড়া মানুষের কথা বলতেন। তাই কাল (বৃহস্পতিবার) জঙ্গলমহলে তাঁর জন্মদিন পালিত হবে। এ ছাড়া হবে মিছিল, ব্লকে ব্লকে অনুষ্ঠান।” নিজস্ব চিত্র |