বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দেহ সৌষ্ঠব দলে সুযোগ পেয়েছেন ভদ্রেশ্বরের কবি সুকান্ত মহাবিদ্যালয়ের অরিন্দম রায়চৌধুরী ও প্রসেনজিৎ দাস। সর্বভারতীয় স্তরের এই প্রতিযোগিতা হবে ২৪-৩০ জানুয়ারি অমৃতসরের গুরুনানক বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া দফতর সূত্রে বলা হয়েছে, বর্ধমান ২১ বছর পরে ওই প্রতিযোগিতায় দল পাঠাচ্ছে। ১৯৯১ সালে শেষ বার ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল বর্ধমান। সত্তরের দশকে কয়েক বার এই প্রতিযোগিতায় সাফল্যের মুখও দেখেছিল তারা।
|
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় বিজয়ী হল জেটিএস চিত্তরঞ্জন। আয়োজক সংস্থাকে তারা ১৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে জেটিএস সব উইকেট হারিয়ে ১১৪ রান তোলে। জবাবে আয়োজক সংস্থা ৯৮ রানে শেষ হয়ে যায়। বিজয়ী দলের হয়ে ৩২ রান করে ম্যাচের সেরা মুকুল উপাধ্যায়। আয়োজকদের পক্ষে জগু শর্মা জানান, ফাইনালে বালক সঙ্ঘ এদিনের বিজয়ী দলের মুখোমুখি হবে।
|
দ্বিতীয় ডিভিশন ভলিবল লিগের প্রথম ম্যাচে মেমারির মণ্ডল জোনা ক্লাব ২৫-১৮, ২১-২৫, ২৫-১৮ পয়েন্টে অরবিন্দ কোচিং কেন্দ্রকে, পরের ম্যাচে তারাই ২৫-১৮, ২৫-১৮ পয়েন্টে হারিয়েছে মিলন সঙ্ঘকে। ২-০ সেটে বর্ধমানের লোকে ইয়ং সোসাইটি রাইপুর নবীন সঙ্ঘকে, বর্ধমান ক্লাব সিএমএস রিক্রিয়েশন ক্লাবকে হারায়।
|
সবনপুর সিসি আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার সালানপুর স্কুল মাঠের খেলায় জয়ী হল বালক সঙ্ঘ। তারা ৫ উইকেটে লছমনপুর সিসি-কে হারায়। প্রথমে ব্যাট করে লছমনপুর সিসি ১১৩ রান করে। জবাবে বালক সঙ্ঘ ৫ উইকেটে জয়ের রান তুলে নেয়। অপরাজিত ৩৭ রান করে ম্যাচের সেরা হন বিজয়ী দলের শশী কুর্মি।
|
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল চয়নপুর বিবেকানন্দ এসসি। তারা পানুড়িয়া হাটেবাজারে একাদশকে ৭ উইকেটে হারায়। হাটেবাজারে প্রথমে ব্যাট করে ৭৩ রান করে। জবাবে চয়নপুর ৩ উইকেটে জয়ের রান তুলে ফেলে। ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বিজয়ী দলের মাইকেল রুইদাস।
|
বক্তারনগর এফএ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার হরিপুর ৬ উইকেটে হারায় ধাণ্ডাডিহি ক্রিকেট ক্লাবকে। বক্তারনগর মাঠে প্রথমে ব্যাট করে ধান্ডাডিহি ১২২ রান করে। জবাবে ৪ উইকেটে জয়ের রান তুলে নেয় হরিপুর। ম্যাচের সেরা হন বিজয়ী দলের সনু সিংহ।
|