লক্ষ্য যখন গ্রামোন্নয়ন
চ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যারা আগ্রহী, তেমন ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে সাম্প্রতিক কালে অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে জার্মানি। ভারতীয় শিক্ষার্থীরা প্রধানত বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা ও ইঞ্জিনিয়ারিং-এ পোস্ট গ্র্যাজুয়েশন করতেই জার্মানি যায়। এখানে কোসর্গুলি মূলত জার্মান ভাষায় পড়ানো হয়। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এই সমস্ত কোর্সের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ইংরেজি মাধ্যমেও পড়াশোনার যথেষ্ট ব্যবস্থা রয়েছে।
বিজ্ঞানের নানা কোর্সের মধ্যে রয়েছে বিকল্প শক্তি বা ‘রিনিউয়েবল এনার্জি’। ইয়োরোপে এই ক্ষেত্রে প্রচুর দক্ষ লোকের চাহিদা থাকায় জার্মান বিশ্ববিদ্যালয়গুলি এই কোর্সের ওপর বিশেষ জোর দিচ্ছে। এই ক্ষেত্রে প্রায় ৩০০টি কোর্স রয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে।
রিনিউয়েবল এনার্জি মূলত পাঁচ রকমের বায়ুশক্তি, সৌরশক্তি, জৈবশক্তি, জিয়োথার্মাল এবং জলশক্তি। পাওয়ার সেক্টরে এনার্জি টেকনলজি, টারবাইন বা প্ল্যান্টের ডিজাইন, কনস্ট্রাকশন, মেন্টেন্যান্স ও মেরামতির জন্য প্রয়োজন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, টেকনিক্যাল ম্যানেজার, রিক্রিয়েশন প্ল্যানার, রির্সোস ম্যানেজার, এডুকেটর, আবহাওয়াবিদ প্রভৃতি। এ সব পদে দক্ষ লোকের চাহিদা যথেষ্ট। আমেরিকায় জৈব আবর্জনা থেকে ১০.২ বিলিয়ন ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। শস্য থেকে ১.৫ বিলিয়ন গ্যালন পরিবহণ জ্বালানি পাওয়া যায়। অতএব বিকল্প শক্তির ক্ষেত্রে অনেক সুযোগ তৈরি হচ্ছে।
জার্মানির ইউনিভার্সিটি অব কাসেল এবং ইউনিভার্সিটি অব ওল্ডেনবার্গ-এ ইয়োরোপিয়ান মাস্টার ইন রিনিউয়েবল এনার্জি পড়ানো হয় ()। ইউনিভার্সিটি অব ওল্ডেনবার্গ-এ রিনিউয়েবল এনার্জি-তে মাস্টার্স ডিগ্রি কোর্স করানো হয়। ()। ক্লাস শুরু হয় অক্টোবরের গোড়ার দিকে। ইউনিভার্সিটি অব মিউনস্টার (Muenster), আর ডব্লুউ টি এইচ আখেন-এ (RWTH Aachen) এনার্জি ইকনমিক্স নিয়ে পড়া যেতে পারে। কোনও টিউশন ফি লাগবে না। থাকা-খাওয়ার বার্ষিক খরচ সাত হাজার থেকে ১১ হাজার ইউরো। স্কলারশিপেরও সুযোগ রয়েছে। ওয়েবসাইট:
বায়োবেস্ড প্রোডাক্ট এবং বায়ো এনার্জি নিয়ে পড়া যাবে ইউনিভার্সিটি অব হোয়েনহায়েম-এ ()। মিউনিখ টেকনিক্যাল ইউনিভার্সিটি-তে এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া যেতে পারে ()। বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রিজেনারেটিভ এনার্জি সিস্টেমস নিয়ে পড়ার সুযোগ রয়েছে ()। ইউনিভার্সিটি অব স্টুটগার্ট-এ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এ দুই বছরের মাস্টার্স ডিগ্রি কোর্স পড়া যেতে পারে। চার সেমেস্টারের কোর্সটিতে তিন সেমেস্টার ক্লাসে পড়ানো, আর চতুর্থ সেমেস্টার গবেষণামূলক কাজের জন্য রাখা হয়েছে। ওয়েবসাইট: । জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)-এর স্কলারশিপ ডেটাবেস-এ প্রচুর স্কলারশিপের তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইট:

• ইয়োরোপে রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে প্রচুর দক্ষ লোকের চাহিদা রয়েছে।
• সেই চাহিদা পূরণ করতে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এনার্জি সংক্রান্ত প্রায় তিনশোটি কোর্স পড়ানো হয়।
• অনেক কোর্সের ক্ষেত্রে বৃত্তি দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে। বৃত্তির তথ্য পাওয়া যাবে . ওয়েবসাইট থেকে।
মাইক্রোবায়োলজি অনার্সের ছাত্র। ভবিষ্যতে জেনেটিক্স নিয়ে বিদেশে উচ্চশিক্ষা করতে চাই। কোথায় পড়ানো হয়? ভর্তির জন্য কী পরীক্ষা দিতে হবে?
শোভন রায়, হাওড়া

আমেরিকার কলম্বিয়া (), মিশিগান স্টেট (), ইলিনয় ইনস্টিটিউট অব টেকনলজি (), কানাডার ম্যাকগিল () প্রভৃতি প্রতিষ্ঠানে জেনেটিক্স বা আনুসঙ্গিক বিষয়ে পড়া যায়। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের সেল বায়োলজি এবং মলিকিউলার জেনেটিক্স বিভাগে মলিকিউলার জেনেটিক্স নিয়ে এম এসসি এবং পিএইচ ডি করা যায়। ওহায়ো স্টেট ইউনিভার্সিটিতে যেমন মলিকিউলার জেনেটিক্স-এ পিএইচ ডি করার সুযোগ রয়েছে। এখানে ভর্তি হতে জিআরই-তে ভাল স্কোর এবং টোয়েফল-এ অন্তত ৫৫০ স্কোর, আইইএলটিএস-এ ৭.০ স্কোর করতে হবে। মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স-এ এম এসসি এবং পিএইচ ডি করা যায়। ভর্তি হতে বায়োলজিক্যাল সায়েন্সের কোনও বিষয়ে স্নাতকস্তরে ভাল নম্বর সহ জিআরই ও টোয়েফল পাশ করতে হবে। ইউনিভার্সিটি অব কলোরাডো ডেনভারে () জেনেটিক কাউন্সেলিং-এ এম এসসি করা যায়। এছাড়া এখানে হিউম্যান মেডিক্যাল জেনেটিক্স-এ পিএইচ ডি করার সুযোগ আছে। পিএইচ ডি করতে স্নাতকোত্তর স্তরে ভাল নম্বর সহ জিআরই-তে ১২০৫ বা তার ওপর এবং টোয়েফল-এ (পেপার-৫৫০, কম্পিউটার-২৩০ বা ইন্টারনেট-এ ৮৯) স্কোর করতে হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.