পুস্তক পরিচয় ২...
‘জীবনের ভাষাও কি পাল্টে যায়নি?’
দ্বিভাষিক নাট্যপত্র রঙ্গপট (প্রতিষ্ঠাতা সম্পাদক: সুনন্দ মুখোপাধ্যায়) এ বারে বিষয়-বৈভবেই সংগ্রহযোগ্য। পবিত্র সরকার লিখেছেন বাদল সরকারকে নিয়ে, বিভাস চক্রবর্তীর ‘একটি থ্রি-ইন-ওয়ান নাট্য-আলোচনা’, বিজয়লক্ষ্মী বর্মনের কলমে ‘থিয়েটারের বিদেশভ্রমণ’। একগুচ্ছ মৌলিক নাটক। সর্বোপরি শ্রদ্ধার্ঘ্য ক্রোড়পত্র, কমল সাহা-কৃত ‘নানা রঙের অজিতেশ’। অজিতেশের সাহিত্যচর্চা, নাট্যরচনা, থিয়েটার-সিনেমা-যাত্রা-টিভি-রেডিয়োতে কাজ, বংশলতিকা... কী নেই ক্রোড়পত্রটিতে! নাট্যরসিক থেকে গবেষক সকলেরই অবশ্যপাঠ্য।
‘নয়ের দশকের কবি ও কবিতা’ নিয়ে কবিতা ক্যাম্পাস/ অপর কবিতার ভুবন-এর (সম্পা: অলোক বিশ্বাস) বিশেষ সংখ্যা। তাতে যশোধরা রায়চৌধুরী লিখছেন ‘কেনই বা যাবে না কবিতার ভাষা পালটে। আমাদের জীবনের ভাষাও কি পালটে যায়নি ইতিমধ্যে ক্রমাগত?’ সঙ্গে সে সময়ের কবিতা, আর কবি ও কবিতা নিয়ে গদ্য।
‘প্রায় স্বাধীনতার সমবয়সি এই কবিরা তো বড়ো হয়ে উঠেছে প্রবল এক সংকট-সময়ের মধ্যে দিয়ে।’ লিখেছেন প্রতিমা ঘোষ তাঁর ‘প্রতিরোধের বেদনা’ প্রবন্ধে। এ রকম একগুচ্ছ প্রবন্ধ নিবন্ধ কবিতা গল্প উপন্যাসের সঙ্গে এ বারের কালপ্রতিমা সাহিত্যপত্র-এ (সম্পা: নলিনীকুমার চক্রবর্তী) অবশ্যপাঠ্য রচনাদির বিভাগটি ‘বামজমানার অভিজ্ঞতা’। সেখানে আশীষ লাহিড়ীর মন্তব্য: ‘বাম ভণ্ডামি শুধু বাজারি আর্থিক সংস্কার নিয়েই নয়, ভণ্ডামিটাই এখন এই সংসদীয় বামপন্থার সর্বময় কুললক্ষণ।’
‘লেখার নানা কাটাকুটিকে একত্র জুড়ে দিয়ে তার ওপর কলমের আঁচড় কাটতে যেন মজা পেতেন কবি।’ চিত্রকর রবীন্দ্রনাথকে নিয়ে ভিক্টোরিয়া ওকাম্পো-র (অনু: শঙ্খ ঘোষ) সঙ্গে স্বদেশ-বিদেশের নানা কলারসিকের আলোচনা, কবির নিজের লেখালেখি-চিঠিপত্র-সাক্ষাৎকারও। আদম-এ (সম্পা: গৌতম মণ্ডল) তুষার চৌধুরীর কবিতা নিয়েও আলোচনা, সঙ্গে তাঁর জীবনপঞ্জি, সঞ্জয় মুখোপাধ্যায়-কৃত একটি দুর্লভ সাক্ষাৎকার।
দর্শন ইতিহাস লোকসংস্কৃতি সাহিত্য বিজ্ঞান অর্থনীতি পরিবেশ ইত্যাদি নিয়ে চর্চা আন্তর্জাতিক পাঠশালা-য় (প্রধান সম্পা: অমিত রায়)। স্মৃতিচর্চা-য় ‘গ্রামীণ দুর্গোৎসব: সেকাল একাল’ নিয়ে উত্তর বিশ্বাসের লেখাটি উল্লেখ্য।
সময় তোমাকে-র (সম্পা: সোমনাথ দাস) ‘আধুনিক বাংলা ছোটগল্পে মিথ’ সংখ্যার শুরু রবীন্দ্রনাথ-তারাশঙ্কর-বিভূতিভূষণকে নিয়ে, শেষ সুচিত্রা ভট্টাচার্য-স্বপ্নময় চক্রবর্তীতে। যদিও পত্রিকার পক্ষ থেকে স্বীকার করা হয়েছে ‘নিতান্তই অসম্পূর্ণ এই তালিকা’, কিন্তু সে অসম্পূর্ণতা লেখাগুলির গুণমানকে কোথাও ক্ষুণ্ণ করে না। পত্রের গোড়াতেই মিথ-এর তাত্ত্বিক পরিভাষার সঙ্গে পরিচয়, পরের প্রবন্ধটিতে ছোটগল্পে মিথ-এর ব্যবহার নিয়ে তত্ত্বসূত্র, দু’টিই পাঠকের মননের বাতাবরণটি তৈরি করে দেয়।
চিত্রকলা-ভাস্কর্য নিয়ে নানান বাংলা বইয়ের আলোচনার সূত্রে ছাপাখানার গলি/ আলোচনার কাগজ-এর (সম্পা: দেবাশিস সাহা) ‘শিল্পকলা’ সংখ্যাটি সে-বিষয় সম্পর্কে সম্ভবত কোনও সিদ্ধান্তে আসতে চেয়েছে। শুরুতেই অতিথি সম্পাদক কৃষ্ণজিৎ সেনগুপ্ত জানিয়েছেন ‘...নেই-নেই করেও বাংলাভাষায় শিল্পকলা বিষয়ক খুব কম বই রচিত হয়নি। আর সেইসব বইয়ের মানও একেবারে মুখ লুকোনোর মতো কিছু নয়। তাই আমরা সাহস করে চেনা-অচেনা, নতুন-পুরনো বইয়ের ঝাঁপি খুলে দেখতে প্রয়াসী হলাম।’
মধ্যপ্রদেশের বাঙালি উদ্বাস্তুদের নিয়ে দেবজ্যোতি ভট্টাচার্যের চমৎকার একটি প্রতিবেদন ‘এক ছিন্নমূল তথাপি সুখী সম্প্রদায়ের চরিতকথা’। মনোতোষ দাশগুপ্তের ‘শ্রীমধুসূদন: একটি মনস্তাত্ত্বিক সমীক্ষা’। সমরেশ্বর বাগচির ‘রবীন্দ্রনাথ এবং ইহুদিসমাজ’। এ বারের সন্ধিৎসা-ও (সম্পা: রমাপ্রসাদ দে) বিগত সংখ্যাগুলির মতোই বিষয়-বৈচিত্রে ও মননশীল নিবন্ধে ঋদ্ধ।
‘কর্মব্যস্ততার অজুহাতে যাঁরা জ্ঞানচর্চা, সামাজিক দায়বদ্ধতা বা পেশাবহির্ভূত সমস্ত কাজকর্মকে সযত্নে পরিহার করে চলেন, তাঁদের লজ্জা দেওয়ার পক্ষে একা নীলরতনের দৃষ্টান্তই যথেষ্ট।’ লিখেছেন দেবাশিস বসু, ডা. নীলরতন সরকার-এর জন্মসার্ধশতবর্ষ স্মরণে। এমন আরও রচনা বিভিন্ন বঙ্গজ মনীষীদের নিয়ে। বহ্নিক-এর (সম্পা: অনমিতা সেন) প্রচ্ছদ-প্রবন্ধাদি অবশ্য ‘জাতীয়তাবাদ’ নিয়ে। প্রয়াত ভাস্কর প্রদোষ দাশগুপ্তের সাক্ষাৎকার ও মকবুল ফিদা হুসেন-এর স্মরণলেখ মৃণাল ঘোষের কলমে।
চিত্রকল্পকথা-য় চিত্রকলা-সহ নানান শিল্পমাধ্যমের কৃতী মানুষজন ও তাঁদের কাজকর্ম নিয়ে আলোচনা। রবীন্দ্রনাথের ছবি নিয়ে লিখেছেন ইন্দ্রপ্রমিত রায়: ‘রবীন্দ্রসাহিত্যে শরীরী বিষয় যেন একটু সন্তর্পণেই এড়িয়ে গেছেন রবীন্দ্রনাথ।... তাঁর ছবিতে এই রাখঢাক একদম অনুপস্থিত।’
সাহিত্যিক, সম্পাদক, সংগঠক, ‘সাহিত্যের ইয়ারবুক’-প্রণেতা ও ব্যক্তিমানুষ জাহিরুল হাসান-কে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে পুরবৈয়াঁ (সম্পা: বিশ্বনাথ ভট্টাচার্য পূর্বাণী ঘোষ)। তাঁকে নিয়ে বিশিষ্ট জনের নতুন-পুরনো লেখা। সঙ্গে তাঁর সাক্ষাৎকার, চিঠিপত্র, নির্বাচিত রচনা, বই ও পত্রিকাপঞ্জি, জীবনবৃত্তান্ত, এবং চমৎকার কিছু আলোকচিত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.