তথ্যপ্রযুক্তিতে লগ্নি টানতে নতুন লক্ষ্যমাত্রা রাজ্যের
থ্যপ্রযুক্তি শিল্পের আয়ের লক্ষ্যমাত্রা স্থির করেই এ বিষয়ে নতুন নীতি নির্ধারণের পথে হাঁটতে চায় রাজ্য। যাতে বাস্তবের মাটিতে পা রেখে চলতে পারে ওই নয়া তথ্যপ্রযুক্তি নীতি। শুক্রবার সেই লক্ষ্যমাত্রার কথা জানিয়েও দিলেন রাজ্যের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘোষণা, রাজ্য সরকার চায়, সারা দেশে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি যে অঙ্ক আয় করে, ২০১৫ সালের মধ্যে তার ২৫% যেন হয় পশ্চিমবঙ্গেই। সুতরাং এখন অপেক্ষা পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তি নীতির।
শুক্রবার বানতলায় মার্কিন বহুজাতিক কগনিজ্যান্ট টোকনোলজির তথ্যপ্রযুক্তি পার্কের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্থবাবু। এই অনুষ্ঠানে তাঁর দাবি, “২০১৫-এর মধ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে প্রথম তিন রাজ্যের তালিকায় জায়গা পাবে পশ্চিমবঙ্গ। ওই সময়ের মধ্যে দেশে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির আয়ের ২৫% এ রাজ্যের দখলে আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছি।” বর্তমানে রাজ্যের ঝুলিতে তা রয়েছে ২.৬%।
রাজ্যে লগ্নি করতে সম্প্রতি জমি নিয়েছে ইনফোসিস এবং উইপ্রো। এ দিন আবার নিজেদের তথ্যপ্রযুক্তি পার্কের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস করল কগনিজ্যান্ট। ২০০ কোটি টাকা লগ্নিতে সাড়ে ৫ লক্ষ বর্গ ফুটের এই পরিকাঠামো তৈরি হলে সেখানে কাজ করবেন প্রায় ৫ হাজার কর্মী। ২০১৫-এর মধ্যে রাজ্য কী ভাবে প্রথম তিনে উঠে আসবে তা বলতে গিয়ে এ দিন এই তিন সংস্থার উদাহরণই টেনে এনেছেন পার্থবাবু।
দেশে প্রথম তিনের মধ্যে আসার লক্ষ্যের কথা ২০১০-এ ঘোষণা করেছিল আগের বাম সরকারও। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। এ বার উইপ্রো, ইনফোসিস, কগনিজ্যান্টের মতো সংস্থার নয়া প্রকল্পের উপর আস্থা রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফের সেই লক্ষ্য ছোঁয়ার কথা ভাবছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
প্রসঙ্গত, ২০০৭-এ ২০ একর জমি কিনে রাজ্যে তাদের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি শুরু করে কগনিজ্যান্ট। কিন্তু ক্যাম্পাস চালু করার ক্ষেত্রে সমস্যা ছিল চর্ম নগরীর দূষণ। তবে শেষ পর্যন্ত ২০১০-এ প্রথম পর্যায়ের পরিকাঠামো চালু করে সংস্থা। ভারতে সংস্থার প্রধান আর চন্দ্রশেখরন বলেন, “কলকাতা আমাদের আন্তর্জাতিক সম্প্রসারণ পরিকল্পনার অঙ্গ।”
জেলাতেও যে তাঁরা তথ্যপ্রযুক্তি শিল্পের লগ্নি ছড়িয়ে দিতে চান, এ দিন তা ফের মনে করিয়ে দিয়েছেন পার্থবাবু। তাঁর দাবি, এ জন্য চিহ্নিত করা হয়েছে ১৩টি তথ্যপ্রযুক্তি পার্ক তৈরির জায়গা। ফেব্রুয়ারির মধ্যে সেগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। কগনিজ্যান্টকেও এ দিন জেলা-শহরে লগ্নি করতে অনুরোধ করেন মন্ত্রী। কিন্তু সরাসরি কিছু না জানালেও, পরিকাঠামোর অভাব সে ক্ষেত্রে বাধা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.