টুকরো খবর
প্রৌঢ়ের অপমৃত্যু
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কালনার বাইতিপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত বাবলু পালের (৫৫) বাড়ি কাছাকাছি তেহট্টা গ্রামে। এ দিন ফাঁকা মাঠে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। মৃতদেহের পাশে ছিল একটি কীটনাশকের কৌটো। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, আত্মহত্যা করেন ওই ব্যক্তি। মৃতের আত্মীয় সুরজিৎ ঘোষের অভিযোগ, চার দিন আগে গ্রামেরই এক বাসিন্দা ভরত ঘোষের গোয়াল থেকে একটি গরু চুরি যায়। সেই চুরির অপবাদ দিয়ে মারধর করা হয় বাবলুবাবুকে। ওই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

সারাইয়ের দাবিতে পথ অবরোধ
বেহাল বুদবুদ-গুসকরা রাস্তা সারাইয়ের দাবিতে শুক্রবার ফের রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টা দু’য়েক পরে বিডিও-র আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা। তবে দ্রুত রাস্তার সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই ওই রাস্তার বেহাল দশা। বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি আমুল সংস্কার না করে তাপ্পি মেরে কাজ চালানোর জন্যই এমন পরিস্থিতি। অথচ এই রাস্তাটি ব্যবহার করেন গলসি ১, আউশগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ অংশের কয়েক হাজার বাসিন্দা। রাস্তাটি দিয়ে কাটোয়া, কৃষ্ণনগর, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল রুটের বহু বাস চলাচল করে। মানকরে কলেজ, দু’টি হাইস্কুল, হাসপাতাল, পঞ্চায়েত অফিস, লাইব্রেরিও রয়েছে। গলসি ১ ব্লক অফিস ও আউশগ্রাম ২ ব্লক অফিসে যাওয়ার রাস্তা ওই একটিই। স্থানীয় বাসিন্দা সুশান্ত পাল, তপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “মানকর গ্রামের হাটতলা থেকে কুণ্ডু মোড় পর্যন্ত রাস্তাটির হাল খুবই খারাপ। বৃহস্পতিবার রাতে বৃষ্টির ফলে খানাখন্দে জল জমে পরিস্থিতি আরও খারাপ গিয়েছে। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিবাদে এ দিন রাস্তা অবরোধ করা হয়।” সম্প্রতি কংগ্রেসের পক্ষ থেকেও রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করা হয়েছিল। স্থানীয় কংগ্রেস নেতা জয়গোপাল দে বলেন, “বহু মানুষ এই রাস্তাটির উপরে নির্ভরশীল। অথচ বছরের পর বছর তাপ্পি মেরে কোনও রকমে কাজ চলছে। অবিলম্বে রাস্তা সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বাসিন্দারা।” বিডিও নিরঞ্জন কর বাসিন্দাদের দাবির কথা সংশ্লিষ্ট দফতরে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

কাজ চেয়ে বিক্ষোভ
পুরসভার পিয়ালা পাম্পিং স্টেশনে শুক্রবার কাজের দাবিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। ৩২ নম্বর ওয়ার্ড তৃণমূলের পক্ষে বিশ্বজিৎ মণ্ডল অভিযোগ করেন, এখানে পাঁচ জনকে অস্থায়ী কর্মী হিসাবে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন মেয়র। কিন্তু তা মানা হচ্ছে না। প্রতিবাদে এ দিন বিক্ষোভ দেখানো হয়। মেয়র রথীন রায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন।

রায়গঞ্জ-কাণ্ডের প্রতিবাদে অবরোধ
নিজস্ব চিত্র।
তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে রায়গঞ্জ কলেজের রায়গঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধর ও শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা তৈরির অভিযোগ তুলে শুক্রবার আসানসোলে পথ অবরোধ করল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের কয়েকশো সদস্য-সমর্থক। এ দিন দুপুর ২টো নাগাদ আসানসোলের পুরসভা মোড় সংলগ্ন জি টি রোড অবরোধ শুরু হয়। নেতৃত্ব দেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সচিব ইন্দ্রানী মিশ্র। তাঁর অভিযোগ, টিএমসিপি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য শুরু করেছে। ছাত্র পরিষদ কর্মীদের নিগ্রহের পাশাপাশি অধ্যক্ষ ও শিক্ষকদেরও মারধর করা হচ্ছে। অবিলম্বে এ সব বন্ধ করার দাবি জানাচ্ছি আমরা।” বিকেল পৌনে ৩টে নাগাদ অবরোধ উঠিয়ে নেন সমর্থকেরা। এ দিকে, দুপুরে আচমকা অবরোধে নাকাল হন শহরবাসী। সমস্যায় পড়ে স্কুলফেরত পড়ুয়ারাও। ইন্দ্রানী মিশ্র অবশ্য বলেন, “আমরা মনে করি এই ঘটনার বিরুদ্ধে সর্ব স্তরে প্রতিবাদ প্রয়োজন। আমাদের বিশ্বাস, ছাত্র-ছাত্রীরাও এই কর্মসূচিকে সমর্থন জানাবেন।”

কারখানায় দুর্ঘটনা, মৃত ১
কাজ করার সময় কনভেয়ার বেল্টে পেঁচিয়ে গিয়ে মৃত্যু হয়েছে এক কর্মীর। শুক্রবার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক প্রসাদ (৩৬)। বাড়ি অন্ডালে। কাজ করার সময় অসাবধানতাবশত কারখানার কনভেয়ার বেল্টে পেঁচিয়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

পথ দুর্ঘটনায় মৃত ১
লরির সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে গাড়ির চালকের। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারলে সেই গাড়ির দুই যাত্রী জখম হন। শুক্রবার রাত ৯টা নাগাদ জাতীয় সড়কে মেন গেট এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ মৃতের নাম-পরিচয় জানাতে পারেনি। এই ঘটনায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রামের স্কুলে পৌঁছল কম্পিউটর
কম্পিউটর পৌঁছল দোগাছিয়া পঞ্চায়েতের মিনাপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবার থেকে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় স্কুলে পাঁচটি কম্পিউটর চালু করা সম্ভব হয়েছে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে। প্রধান শিক্ষক ছোরনাথ শেখের কথায়, “ছাত্রছাত্রীদের কম্পিউটরের প্রাথমিক জ্ঞান দিতেই এই উদ্যোগ।” দোগাছিয়া পঞ্চায়েত প্রধান প্রণব রায়চৌধুরীর দাবি, “গ্রামাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে কম্পিউটরের তেমন চল নেই। সে দিক থেকে এমন উদ্যোগ অভিনব।”

অজ্ঞাতপরিচয় দেহ মিলল
অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল অন্ডাল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার অন্ডালের ধাণ্ডাডিহি শ্মশানের কাছে বস্তায় ভরা একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, বেশ কিছুদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.