আপনার আজকের দিনটি

মেষ: অতিরিক্ত ভাবাবেগ থেকে কর্মক্ষেত্রে বা স্বজনমহলে বিপত্তি ঘটতে পারে। অংশীদারের কূট চালে ব্যবসায় জটিলতা। স্নায়বিক সমস্যায় ক্লেশ।
বৃষ: নতুন পরিকল্পনায় গঠনমূলক কাজে সাফল্যের সূচনা। বিষয়সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য। সপরিবার স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের পরিকল্পনা।
মিথুন: ব্যবসা ঘিরে সমাজবিরোধীদের সঙ্গে ঝামেলার আশঙ্কা। কোনও দুঃসাহসী সিদ্ধান্ত থেকে বিরত থাকাই ভাল। চারুশিল্পে নৈপুণ্যের স্বীকৃতি।
কর্কট: বিষয়সম্পত্তি নিয়ে মামলায় অনুকূল ফলের ইঙ্গিত। অত্যধিক উচ্চাভিলাষ পরিতাপের কারণ হতে পারে। বাবা বা মায়ের স্বাস্থ্যসঙ্কটে কাজকর্মে বাধা।
সিংহ: আর্থিক সমস্যাকে ঘিরে কর্মক্ষেত্রে জটিলতায় উদ্বেগ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ। গুরুজনের পীড়ায় দুর্ভোগ। চিকিৎসায় বহু ব্যয় ও কাজকর্মে বাধা।
কন্যা: কর্মক্ষেত্রে দক্ষতার বহু প্রতীক্ষিত স্বীকৃতির সম্ভাবনা। বকেয়া টাকা ফেরত চাইতে গিয়ে ঝামেলা। অপ্রিয় সত্য যত কম বলা যায়, ততই ভাল।
তুলা: ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আপসরফায় ফল ভাল হতে পারে। নিজের ভুলে দ্রব্যার্থ হারানোর আশঙ্কা। রক্তচাপের হেরফেরে নানান সমস্যা।
বৃশ্চিক: ব্যবসায় মন্দা চললেও বাড়তি লগ্নিতে রাশ টানা দরকার। স্বজনবান্ধবের সঙ্গে সম্পত্তি-বিবাদ। সাংস্কৃতিক কাজকর্মের স্বীকৃতি।
ধনু: দীর্ঘ বঞ্চনার পরে কর্মস্থলে স্বীকৃতি জুটতে পারে। প্রতিকূল পরিবেশে গৃহ নির্মাণে বাধার মোকাবিলায় বহু ব্যয়। উচ্চশিক্ষায় সাফল্যের যোগ।
মকর: ব্যবসা সম্প্রসারণে বন্ধুর আর্থিক সহায়তা পেতে পারেন। সংক্রমণে ব্যাধি ও জ্বরাদি ক্লেশ। দূরভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে।
কুম্ভ: কর্মস্থলে আদর্শগত বিরোধে পরিস্থিতি সঙ্গিন হয়ে উঠতে পারে। সংস্কৃতিকর্মে সাফল্যের সম্ভাবনা। জাঁকজমক ও অপব্যয়ের জন্য বহু ব্যয়ে সঞ্চয়ে ঘাটতি।
মীন: ব্যবসা ঘিরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ। জ্ঞাতিদের শত্রুতায় সম্পত্তি ক্রয়ে বাধা। পিত্তথলির জটিলতায় রোগভোগ ও মানসিক অবসাদ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.