ইন্ডোর স্টেডিয়ামের গায়ে রঙের পোচ পড়েছে। আনা হচ্ছে টেবল টেনিস বোর্ড, সিন্থেটিক ফ্লোর। ৩ জানুয়ারি থেকে এখানেই শুরু হচ্ছে জুনিয়র এবং যুব জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতা। বিভিন্ন রাজ্য থেকে আসা খেলোয়াড়, স্থানীয় ক্রীড়াপ্রেমী বাসিন্দা, স্কুল পড়ুয়া, ক্রীড়া সংগঠকদের নিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। ২ জানুয়ারি ‘ওয়াক ফর টেবল টেনিস’ ওই পদযাত্রার মধ্য দিয়েই জাতীয় টেবল টেনিসের আসরকে ঘিরে মেতে উঠতে চলেছে শিলিগুড়ি। প্রতিযোগিতাকে ঘিরে শহরকে উৎসবের চেহারা দিতে উদ্যোগী হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা আয়োজক কমিটির মুখ্য পৃষ্ঠপোষক গৌতম দেব। উপস্থিত থাকছেন টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ধনরাজ চৌধুরী-সহ অনেকেই।
সোমবার থেকে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামেই নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান গণেশ কুণ্ডু শীঘ্রই দল ঘোষণা করবেন। অনুশীলন করছেন শিলিগুড়ির অঙ্কিতা দাস। অঙ্কিতা অবশ্য পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ড (পিএসপিবি)-র হয়ে অংশ নিচ্ছে। পিএসপিবি’র হয়ে খেলছেন শিলিগুড়ির সৌম্যজিৎ ঘোষও। রাজ মণ্ডল, ঈশ্বর্য দেব, অনুষ্কা দত্ত, অভীক দাসদের মতো খেলোয়াড়দের মধ্য থেকে দল বাছতে হবে। আয়োজক কমিটির অন্যতম তথা টিটিএফআই-এর অন্যতম কর্মকর্তা মান্তু ঘোষ বলেন, “শেষ পর্বের কাজ দ্রুত হচ্ছে। স্টেডিয়ামের কাঠের মেঝের উপর সিন্থেটিক ফ্লোর পাতা হবে। ১২টি টেবল থাকছে খেলার জন্য। একটি থাকবে সেন্টার টেবল। আগের মতো এ বারও সুষ্ঠুভাবে সব করা সম্ভব হবে বলে আশা করছি।” |