রঘুনাথপুরে পর্যটন উৎসব নিয়ে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
কাল, বুধবার থেকে শুরু হচ্ছে ষষ্ঠতম জয়চণ্ডী পাহাড়ে পর্যটন উৎসব। এ নিয়ে সোমবার রঘুনাথপুরে পাহাড়ের পাদদেশে মূল উৎসব মঞ্চে সাংবাদিক বৈঠক করেন এলাকার সিপিএম সাংসদ তথা উৎসব কমিটির সভাপতি বাসুদেব আচারিয়া। বাসুদেববাবু বলেন, “উৎসব শেষ হবে ১ জানুয়ারি। উৎসবের প্রস্তুতি ও কমিটি গঠনে দেরি হওয়ায় এ বছর উৎসবের সময়সীমা দু’দিন কমানো হয়েছে।” ২০০৫ সাল থেকে উৎসব শুরু হয়েছে। রাজ্যে পালাবদলের পরে এই উৎসব হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ওই কারণেই প্রস্তুতি শুরু হয়েছে দেরিতে। শেষ পর্যন্ত সিপিএমের রঘুনাথপুর জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক তপন লাহিড়ির পরিবর্তে উৎসব কমিটির সম্পাদক করা হয় রঘুনাথপুরের বাসিন্দা ব্যবসায়ী সুকুমার মণ্ডলকে। |
|
বুধবার রঘুনাথপুরে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে শুরু হবে উৎসব। ছবি: সুজিত মাহাতো। |
উৎসবে সামিল হয়েছে তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পুরসভা। যুগ্ম সম্পাদক হয়েছে পুরপ্রধান মদন বরাট। সুকুমারবাবু বলেন, “সব দিক থেকে সাহায্য পাওয়ার ফলে উৎসব করা সম্ভব হচ্ছে। ৫ দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।” তিনি জানান, এলাকার শিল্পী ও শিল্পগোষ্ঠীগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি থাকবেন কলকাতা ও ভিন রাজ্যের শিল্পীরাও। শুধু পর্যটন উযসবের দিনগুলি নয়, উৎসব কমিটি সারা বছর ধরে ধাপে ধাপে পর্যটন কেন্দ্র গঠনের কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ দিন উৎসব নিয়ে প্রশাসনিক স্তরে বিভিন্ন দফতরগুলিকে নিয়ে বৈঠক করেছেন রঘুনাথপুরের মহকুমাশাসক আবিদ হোসেন। |
|