সংস্কৃতি যেখানে যেমন
|
বনগাঁয় ‘শপ্তক’-এর নাট্যমেলা |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
রবিবার বনগাঁর গাঁড়াপোতায় শেষ হল তিনব্যাপী নাট্যমেলার। গত শুক্রবার শুরু হয় এই নাট্যমেলা। মেলার উদ্যোক্তা ছিল স্থানীয় নাট্যসংস্থা শপ্তক। প্রয়াত নাট্যকার বাদল সরকারের নামে অস্থায়ী স্মৃতি মঞ্চে এই কয়েকদিন নাটক পরিবেশিত হয়। নাট্যমেলার উদ্বোধন করেন প্রবীর গুহ। তিনদিনে মোট আটটি নাটক মঞ্চস্থ হয়। গোবরডাঙা, মধ্যমগ্রাম, বরাহনগর, শান্তিপুর, ইছাপুর প্রভৃতি এলাকা থেকে নাট্যদল যোগ দিয়েছিল মেলায়। |
|
‘কন্ডিশন অ্যাপ্লাই’ নাটকের একটি মুহূর্ত। ছবি: পার্থসারথি নন্দী। |
গোবরডাঙার নকশার ‘বিলাসীবালা’, মধ্যমগ্রাম অল্টারনেটিভ লিভিং থিয়েটারের ‘ঘরে ফেরার গান’, বরাহনগর এবং-এর ‘চোখ’, শান্তিপুর সাংস্কৃতিক-এর ‘অচলায়তন’, আলোয়ার ‘কন্ডিশন অ্যাপ্লাই’ এবং উদ্যোক্তা সংস্থা শপ্তকের ‘শোনো গো দখিলা হাওয়া’, ‘দানসাগর’ ও ‘আমাকে আমার মতো থাকতে দাও’ নাটকে কলাকুশলীদের অভিনয় দর্শককে মুগ্ধ করে।
|
জমে উঠেছে বসিরহাট উৎসব |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
--নিজস্ব চিত্র। |
বসিরহাট বিএসএস মাঠে শুরু হয়েছে বসিরহাট উৎসব। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গত ১৭ ডিসেম্বর মেলার উদ্বোধন করেন চিত্রশিল্পী সুধীর সরকার। উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভপতি নারায়ণ গোস্বামী,টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় প্রমুখ। ষষ্ঠ বর্ষে পা দেওয়া আটদিনের এই উৎসবে প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতির উপরে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৮১টি স্টল তৈরি হয়েছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। রয়েছে শিশুদের জন্য বিনোদনের নানা ব্যবস্থা। মেলা শেষ হচ্ছে ২৪ ডিসেম্বর।
|
সাহিত্যিক স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে গত ১৭ ডিসেম্বর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করা হল প্রয়াত সাহিত্যিক সমর মুখোপাধ্যায়কে। অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘এবং অন্যকথা’ সংস্থা। এ দিন স্মরণসভায় উপস্থিত ছিলেন সাধন চট্টোপাধ্যায়, ভবানী ঘটক, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। গল্পপাঠ করেন অঞ্জন ঘোষ, দেবাশিস রায়চৌধুরী, অনির্বাণ দাস এবং সাত্যকী হালদার। সমর মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয় তন্বী হালদার, সবুজবরণ বসুকে। পুরস্কৃত করা হয় লিটল ম্যাগাজিন ‘সাংস্কৃতিক সম সময়’-কে।
|
প্রদশর্নীতে ‘সুন্দরবন’ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
ছবি: নির্মল বসু। |
স্টেট ব্যাঙ্ক-সহ ছ’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সংগঠন ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (এনসিবিই)-এর সপ্তম রাজ্য সম্মেলন হয়ে গেল টাকির পৌর সাংস্কৃতিক মঞ্চে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুশোর বেশি প্রতিনিধি যোগদান করেন। এই উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। রণপা, মোটর এই উপলক্ষে বাইক, মনিমেলা, ঘোড়ার গাড়ি, স্কাউট গ্রুপ এবং সাঁওতাল নৃত্য ছিল শোভাযাত্রায়। রবীন্দ্রনাথ ঠাকুর ও বিবেকানন্দকে নিয়ে দু’টি ট্যাবলোও ছিল শোভাযাত্রায়। সম্মেলন উপলক্ষে অধীর পাল ও দীপক বসুর উদ্যোগে ‘সুন্দরবন লোকসংস্কৃতি ও জীবিকা’-র উপরে বিভিন্ন আলোকচিত্রীদের তোলা ৫০টিরও বেশি ছবির প্রদর্শনী হয়। উদ্বোধন করেন টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়। |
|