রায়গঞ্জেই এইমস-এর ধাঁচে হাসপাতাল তৈরির সিদ্ধান্তে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক অনড় বলে দাবি করলেন আলিপুদুয়ারের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা দেবপ্রসাদ রায়। এ বছরের সেপ্টেম্বরে এবং নভেম্বরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুটি চিঠিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী গুলাম নবি আজাদ পাঠিয়েছেন বলে দেবপ্রসাদবাবু দাবি করেছেন। কংগ্রেস নেতা দেবপ্রসাদবাবুকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, রায়গঞ্জে এইমসের জন্য পরিকাঠামো তৈরি করে দিতে রাজ্য সরকারকে অনুরোধ করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষত এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য রায়গঞ্জে জমির ব্যবস্থা করতেও রাজ্যকে অনুরোধ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার দেবপ্রসাদবাবু বলেন, “প্রিয়দার উদ্যোগেই রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাবটি পাশ হয়। তার পরে বিষয়টি নিয়ে নানা কারণে বির্তকের সুত্রপাত হয়। সে জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দল দেখাও করে। আমিও সেই দলে ছিলাম। তার পরে ব্যক্তিগতভাবেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি। তার উত্তরেই চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন।” দেবপ্রসাদবাবু জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর চিঠিতে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার লেখা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর চিঠি বুধবার দেবপ্রসাদবাবুর দিল্লির দফতরে পৌঁছেছে। প্রিয়রঞ্জন দাশমুন্সির স্বপ্নকে বাস্তবায়িত করতে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল চেয়ে গত ৩০ সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন দেবপ্রসাদবাবু। সেই চিঠিতে রায়গঞ্জের পরিবর্তে কল্যাণীতে এইমস তৈরি নিয়ে উদ্ভুত ‘বির্তকের’ অবসানের দাবি জানান আলিপুরদুয়ারের বিধায়ক। রায়গঞ্জে এইমস তৈরি নিয়ে রাজনীতি বাঞ্ছনীয় নয় বলে মনে করেন কংগ্রেস নেতা দেবপ্রসাদ বাবু। তিনি বলেন, “উত্তরবঙ্গের সব মানুষ চাইছেন রায়গঞ্জে এইমস তৈরি হোক। আশা করব, রাজ্যও এই উদ্যোগে সাহায্যের হাত বাড়াবে।”
|
নার্সিংহোমগুলির পরিস্থিতি দেখতে শিলিগুড়ি পুরসভার অভিযান চলছে। বুধবার শিলিগুড়ির এসএফ রোড, খালপাড়া, প্রধাননগর এলাকায় ৫ টি নার্সিংহোম ঘুরে দেখেন ট্রেড লাইসেন্স এবং স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদরা। বিল্ডিং সেলের আধিকারিকরাও ছিলেন। এ দিনও যে সমস্ত নার্সিংহোম তারা ঘুরে দেখেন সব ক্ষেত্রে অনিয়ম লক্ষ করেছেন। সব ক’টি নার্সিংহোমে অবৈধ নির্মাণ রয়েছে। পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ মৈত্রেয়ী চক্রবর্তী বলেন, “নিয়ম মেনেই নার্সিংহোম চালাতে হবে। ট্রেড লাইসেন্স, উপযুক্ত পরিকাঠামো না থাকলে নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা হবে।” একই কথা জানিয়েছেন, ট্রেড লাইসেন্স বিভাগের মেয়র পারিষদ দেবশঙ্কর সাহা। এ দিন পুরসভার অভিযানকারী দলের সদস্যরা প্রধাননগরে নিবেদিতা নার্সিংহোমে নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন। খাবার তৈরির জায়গা অস্বাস্থ্যকর বলে জানিয়েছেন মৈত্রেয়ী দেবী। ট্রেড লাইসেন্স নবিকরণ করা হয়নি। দমকলের অনুমোদন নেই। ছাদ চুঁইয়ে জল পড়ছে। সেই ঘরেই সদ্যোজাতদের রাখা হয়েছে বলে পুর কর্তৃপক্ষের নজরে পড়েছে। নার্সিংহোম মালিক গুরুপদ মণ্ডল বলেন, “যে সমস্ত ক্ষেত্রে অনিয়ম রয়েছে বলে তারা জানান তা দূর করতে উদ্যোগী হব।” পুরসভা সূত্রে জানা যায়, ওই নার্সিংহোমে পার্কিংয়ের জায়গা আটকে অন্য কাজে ব্যবহার হচ্ছে। নার্সিংহোমের পাঁচ তলায় অবৈধ ভাবে নির্মাণ হয়েছে বলে পুর কর্তৃপক্ষ সন্দেহ করছেন। দু’ দিনের মধ্যে ভবনের নকশা, সংশ্লিষ্ট ট্রেড লাইসেন্স চেয়ে পাঠানো হয়েছে। নার্সিংহোমের কর্ণধার মলয় চক্রবর্তী বলেন, “দমকলের অনুমোদনে আবেদন করা হয়েছে। তাদের পরমার্শ মেনে পরিকাঠামো গড়া হচ্ছে। ভবনের নকশা এবং তথ্য পুরসভাকে দেওয়া হবে।”
|
|
ছবি: দেবরাজ ঘোষ |
হাওড়ার শিবগাছিয়ার মানসিক ভারসাম্যহীন ভবঘুরে বছর তিরিশের শ্যামলী খানকে পরিজনেরা বাড়িতে রাখতে চাননি। গত সাত বছর ধরে ফুটপাথই তাঁর ঠিকানা। বছর তিনেক আগে কোনও ভাবে শ্যামলী চলে আসেন ঝাড়গ্রামে। কিছু দিন আগে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন। মহকুমাশাসকের হস্তক্ষেপে মাস খানেক আগে তাঁকে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার ভোরে হাসপাতালে একটি পুত্র সন্তানেরও জন্ম দিয়েছেন শ্যামলী। হাসপাতালের নার্সরা শিশুটির নাম রেখেছেন ‘সত্যকাম’। নার্সরাই শ্যামলীকে দিয়েছেন নতুন শাড়ি। মিষ্টিমুখও করিয়েছেন সবাইকে। হাসপাতালের সুপার সুদীপ কাঁড়ার জানিয়েছেন, আপাতত হাসপাতাল-কর্তৃপক্ষই শ্যামলী ও তাঁর সন্তানের দায়িত্ব বহন করবেন।
|
বিষক্রিয়ায় মৃত্যু হল এক কিশোরীর। মৃতা সুতৃষ্ণা নায়েকের (১২) বাড়ি পটাশপুর থানা এলাকার চকভবানী গ্রামে। বাড়ির লোকেদের দাবি, মঙ্গলবার বিকেলে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়িতে রাখা কীটনাশক খায় সে। সঙ্গে সঙ্গে এগরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। রাতে হাসপাতালেই মৃত্যু হয় ওই কিশোরীর। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
প্রতিযোগিতার যুগে পড়াশোনার চাপে পড়ুয়াদের মধ্যে আত্মহত্যা, নানা রকমের নেশার প্রবণতা বাড়ছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সম্প্রতি মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করে খড়্গপুর অতুলমণি স্কুলের পরিচালন সমিতি। ছিলেন চিকিৎসক কেদার বন্দ্যোপাধ্যায়, অজয় মিত্র-সহ মনোরোগ বিশেষজ্ঞেরা।
|
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম কাজল মণ্ডল (৩০)। বাড়ি মাড়গ্রাম থানার নতুন গ্রামে। মঙ্গলবার বিকেলে ওই বধূকে মারাত্মক অসুস্থ অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে ওই বধূ কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন।
|
আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক চিকিৎসার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ শিবির করছে এসএসবি। শুধু তাই নয় হঠাৎ কোনও জওয়ান অসুস্থ হন, তাঁকে হাসপাতালে পাঠানো অবধি কী চিকিৎসা করতে হবে? জন্তু জানোয়ার কামড়ালে কী করণীয়? এই সবই সঠিকভাবে জানার জন্য বাহিনীর জওয়ানের ১০ দিনের একটি প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। গত মঙ্গলবার শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং ট্রেনিং কলেজের সহযোগিতায় শিবির শুরু হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর অবধি প্রশিক্ষণ শিবির চলবে। এসএসবি-র শিলিগুড়ি ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল এস কে গৌতম শিবির উদ্বোধন করেছেন।
|
বিষক্রিয়ায় মৃত্যু হল এক কিশোরীর। মৃতা সুতৃষ্ণা নায়েকের (১২) বাড়ি পটাশপুরের চকভবানী গ্রামে। মঙ্গলবার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়িতে রাখা কীটনাশক খায় সে। রাতে এগরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মৃত্যু হয়। |