টুকরো খবর
ভারতকে দেখে শিখুন, পাক দূতের পরামর্শ কারজাইকে
পাকিস্তানকে দোষারোপ করা বন্ধ না করলে পাক-আফগান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করলেন রাষ্ট্রপুঞ্জে পাক দূত আবদুল্লা হুসেন হারুন। এ ব্যাপারে ভারত-পাক সম্পর্ককে উদাহরণ হিসেবে তুলে ধরে হারুন বলেন, “ভারত এই ব্যাপারে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আফগানিস্তানের উচিত, ভারতের থেকে শিক্ষা নেওয়া।” গত সপ্তাহে আফগানিস্তানে জোড়া বিস্ফোরণের পর তার দায় পাক জঙ্গিদের উপরে চাপিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। সে প্রসঙ্গে আজ হারুন বলেন, “দেশে একটা গাছের পাতা পড়লেও তার জন্য পাকিস্তানকে দায়ী করে আফগানিস্তান। কারজাইকে বুঝতে হবে, এ ভাবে সমস্যার সমাধান হয় না।” ভারতের মতো আফগানিস্তানের সঙ্গেও আলোচনার মাধ্যমে সম্পর্ক মজবুত করার প্রস্তাব দেন হারুন। অন্য দিকে, পাকিস্তানকে সত্তর কোটি ডলারের অর্থসাহায্য বন্ধ করা হচ্ছে না বলে জানাল আমেরিকার বিদেশ মন্ত্রক। আফগানিস্তানে আইইডি পাচার রুখতে না পারলে পাকিস্তানকে ওই সাহায্য দেওয়া হবে না বলে সম্মত হয়েছিল সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের কমিটি। পরে অবশ্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র ভিক্টোরিয়া নিউল্যান্ড জানান, এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিলামে বিক্রি রবীন্দ্র-পাণ্ডুলিপি
রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত পাণ্ডুলিপি বিক্রি হল আজ। নিউ ইয়র্কে সদবির নিলামে পাণ্ডুলিপিটির যে দর উঠেছে, ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় একানব্বই লক্ষ টাকা। গত মাসেই এই নিলামের কথা ঘোষণা করেন সদবি কর্তৃপক্ষ। কী আছে তাতে? সদবি কর্তৃপক্ষ জানিয়েছিলেন, একটি নোটবুকে ১২টি গান ও ১২টি কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ। ১৯২৮ সালে লেখা ওই গান ও কবিতাগুলির প্রায় সব ক’টিই পরিবর্তিত রূপে পরে অন্য কোথাও প্রকাশিত হয়েছিল। ১৯৩০-এর দশকের মাঝামাঝি তাঁর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তিকে এই নোটবুকটি উপহার দেন রবীন্দ্রনাথ। এ দিকে, অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র মূর্তির উন্মোচন হল সম্প্রতি। মেলবোর্নের ওই বিশ্ববিদ্যালয়কে মূর্তিটি উপহার দিয়েছে ভারত সরকার। ভারতের কনসাল জেনারেল অমিত দাশগুপ্ত মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন। তিনিই ভারত সরকারের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মূর্তিটি উপহার দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.