বন দফতর ও স্কুল কর্তৃপক্ষের কোন রকম অনুমতি না নিয়ে বানারহাট গার্লস হাইস্কুলের ১১ গাছ কাটাকে কেন্দ্র করে প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। সোমবার বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। সিপিএমের গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজ ডার্নালকে ঘেরাও করে গাছ কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তৃণমূলের নেতা নয়ন দত্তের কথায়, “প্রধানের দলের লোকজন কোনরকম অনুমতির তোয়াক্কা না করে গাছ গুলি কেটে নেয়। প্রধান নিজে ঘটনার ধামাচাপা দিচ্ছেন। বিষয়টি নিয়ে পঞ্চায়েতের তরফে দ্রুত থানায় অভিযোগ জানানো না হলে আমরা বড় ধরণের আন্দোলনে নামব।” |
পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে গত শনিবার বানারহাট গার্লস হাইস্কুলের মাঠের পাশে বেশ কয়েকটি প্রজাতির ১১ টি গাছ কাটে। কয়েকজন কাঠুরে বন দফতরের কাছে ছাড়পত্র না নিয়ে গাছ কাটায় বিন্নাগুড়ি রেঞ্জ অফিসার অজয় ঘোষ গাছগুলি বাজেয়াপ্ত করে থানায় অভিযোগ জমা দেন। এই ঘটনায় বন ও স্কুল কর্তৃপক্ষ পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তারা জানতে পারেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের নির্দেশে ওই গাছ গুলি কাটা হচ্ছিল। এই ঘটনা জানাজানি হতে সরব হয় তৃণমূল কংগ্রেস অনৈতিক ভাবে গাছ কাটার জন্য তারা এদিন মিছিল বের করেন ও বিক্ষোভ দেখান। বানারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজ ডার্নাল বলেন, “খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে কারও সঙ্গে গাছ কাটা নিয়ে আলোচনা করা যায়নি। সমস্যা মিটিয়ে নিতে আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করব।” স্কুলের সম্পাদক সোমেশ্বর পাণ্ডে জানান, ১০ বছর আগে স্কুলের মাঠের পাশে বেশ কিছু নানান প্রজাতির গাছ বোনা হয়। কিন্তু, গ্রাম পঞ্চায়েত তাঁদের না-জানিয়ে গাছ কাটা হয়েছে বলে সোমেশ্বরবাবু জানান। |