ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সেশেলসে সেনাঘাঁটি তৈরি করার কথা ঘোষণা করল চিন। দেশের বাইরে এই প্রথম কোনও জায়গায় নিজেদের সেনাঘাঁটি তৈরির সিদ্ধান্ত নিল চিন সরকার। বিষয়টি ভারতের উদ্বেগ বাড়াবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। চলতি মাসেই চিনের প্রতিরক্ষামন্ত্রী জেন লিয়াং সেশেলস সফরে গিয়েছিলেন। সেই সময়ই সে দেশে সেনাঘাঁটি তৈরির জন্য চিনকে আমন্ত্রণ জানিয়েছিল সেশেলস সরকরা। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন সেশেলসের বিদেশমন্ত্রী জঁ পল। জলদস্যুদের মোকাবিলা করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন পল। ভারত মহাসাগরে নিজেদের কর্তৃত্ব কায়েম করতে অনেক দিন ধরেই সচেষ্ট চিন। আন্তর্জাতিক সমুদ্রপৃষ্ঠ কর্তৃপক্ষের (ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি) সঙ্গে তারা ইতিমধ্যে একটি চুক্তিও করেছে। ওই চুক্তির ফলে দক্ষিণপশ্চিম ভারত মহাসাগরের তলদেশে প্রায় দশ হাজার স্কোয়ার কিলোমিটার এলাকায় খোঁজ চালানোর অধিকার পেয়েছে চিন সরকার।
|
ওয়েবসাইটে নিউটনের পাণ্ডুলিপি
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
আর কল্পনা নয়। স্যার আইজ্যাক নিউটনের বিখ্যাত পাণ্ডুলিপি ‘প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা’ এ বার সাধারণ মানুষের হাতের মুঠোয়। শুধু একটা মাউসের ক্লিক। আর তার পরেই মাধ্যাকর্ষণের গূঢ় রহস্য ছাপার আকারে পড়ে ফেলতে পারবেন যে কেউ। সৌজন্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন লাইন সংস্করণ ‘কেমব্রিজ ডিজিটাল লাইব্রেরি’। http://cudl.lib.cam.ac.uk এই ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে নিউটনের পাণ্ডুলিপির খোঁজ। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অ্যান জারভিস বলেন, “ছ’শো বছরের সংগ্রহ রয়েছে এখানে। বিশ্বের অধিকাংশ দেশের বিখ্যাত বই, মানচিত্র, পাণ্ডুলিপি, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চার নিদর্শন রয়েছে এখানে।” নিউটনের পর ডারউইনের পাণ্ডুলিপিও প্রকাশের ইচ্ছা আছে বলে জানিয়েছেন জারভিস।
|
মালির জন্য ১৭ হাজার পাউন্ড
সংবাদসংস্থা • লন্ডন |
বাগানের মালি চাই। বেতন সতেরো হাজার পাউন্ড অর্থাৎ, প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা! এই মর্মে বিজ্ঞাপন দিয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। শুধু বেতনই নয়, যিনি মালির পদে নিযুক্ত হবেন, তার থাকার খরচও বহন করবে বাকিংহাম প্যালেস। অক্টোবরে বাকিংহাম প্যালেসের প্রধান মালির পদটি খালি হওয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়। কিন্তু তখন ‘যোগ্য প্রার্থী’ পাওয়া যায়নি। তাই ফের বিজ্ঞাপন। প্রার্থী টানতে এ বারে বাড়ানো হয়েছে বেতনের অঙ্কও। |