এ বার বাঁকুড়া জেলার কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন তিন দফায় করার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। সোমবার জেলাশাসক, পুলিশ সুপার, তিন মহকুমাশাসক ও কলেজগুলির অধ্যক্ষরা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন। মহকুমা ভিত্তিক কলেজগুলির ছাত্র সংসদের নির্বাচন করা হবে বলে ঠিক হয়েছে। খাতড়া মহকুমায় ২৭ ডিসেম্বর, ২৮ ডিসেম্বর বাঁকুড়া সদর ও ২৯ ডিসেম্বর বিষ্ণুপুর মহকুমার কলেজগুলিতে নির্বাচন হবে। নির্বাচনের দিনই কলেজগুলিতে গণনা করে ফল ঘোষণা করা হবে। জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “বৈঠক করে তিন দফায় কলেজগুলির ছাত্র সংসদের নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পুলিশের পক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সুবিধা হবে।” এত দিন একই দিনে কলেজগুলির ছাত্র সংসদের নির্বাচন করা হত। নির্বাচনের শেষে গণনা করে ফল প্রকাশ করে দেওয়া হত। এ বার তার বদল হল। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রশাসনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ভাল। এর ফলে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে বলেই আমরা আশা করছি।” তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছে এসএফআই নেতৃত্ব। সংগঠনের জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তী বলেন, “এটি তৃণমূলের একটি কৌশল। এক একটি এলাকায় আলাদা দিনে নির্বাচন করা হলে ওই কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের সন্ত্রাস চালাতে সুবিধা হবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি।” এসএফআইয়ের অভিযোগ অবশ্য মানতে চায়নি তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। কিছু ছাত্র সংগঠনের আশঙ্কা, নির্বাচনের দিন ফল প্রকাশ হলে এক মহকুমার ফলাফল অন্য মহকুমার কলেজগুলিতে পড়তে পারে। মহকুমা শাসক (বাঁকুড়া সদর) শ্যামল মণ্ডল বলেন, “এক মহকুমার ফলাফল অন্য মহকুমার কলেজের নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে হয় না। তবে তেমন হলে কোনও কলেজ কর্তৃপক্ষ অন্য দিন গণনা করতে পারে।” |