রবিবার উত্তর ২৪ পরগনার ১২টি স্কুলে নির্বাচনে সবকটিতেই হেরে গিয়েছে বামেরা। এ দিন সর্বত্রই নিবার্চনকে ঘিরে উত্তেজনা ছিল। ফলে গণ্ডগোলের আশঙ্কায় প্রশাসনের তরফে ব্যাপক পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল।
বনগাঁ মহকুমার গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের নির্বাচন নিয়ে এ দিন সকাল থেকেই সাজ সাজ রব পড়ে যায়। বস্তুত, সিপিএম এবং তৃণমূল, দু’পক্ষের কাছেই এই স্কুলের নির্বাচন সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। বহু বছর ধরেই স্কুলের দখল ছিল বামেদের হাতে। এই এলাকায় বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসের বাড়ি হওয়ায় তৃণমলের তরফে লাগাতর প্রচার চালানো হয়। আসন ধরে রাখতে প্রচারে কোনও খামতি ছিল না বামেদেরও। যদিও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে তৃণমূল। ৬-০ ব্যবধানে ভোটে জিতে ক্ষমতা দখল করে তারা।
হাবরার লক্ষ্মীপুরের স্বামীজি সেবা সঙ্ঘ হাইস্কুলের নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থীরা জয়ী হয়। তৃণমূল ৫টি এবং কংগ্রেস ১টি আসন পায়। বামেরা একটিও আসন পায়নি। এখানে ভোটের ফল ঘোষণার পরে সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। তবে পুলিশের হস্তক্ষেপে তা বেশিদূর গড়ায়নি। এখানেও বহু বছর পরে ক্ষমতা দখল করল বাম বিরোধীরা। গাইঘাটার ঠাকুরনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬-০ ব্যবধানে বাম প্রার্থীদের হারিয়ে ক্ষমতা ধরে রাখল কংগ্রেস-তৃণমূল জোট। গাইঘাটারই বিষ্ণুপুর নির্মলাপ্রভা হাইস্কুলের ভোটও এ দিন হওয়ার কথা থাকলেও বামেরা কোনও মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল-কংগ্রেস জোট। হাবরার সোনাকালিয়া নবপল্লি বিদ্যাবীথি স্কুলে হেরে যায় সিপিএম। এখানে কংগ্রেস ও তৃণমূলের জোটপ্রার্থীরা ৫টি এবং সিপিএম একটি আসন পায়। তবে অশোকনগর সুরিয়া মৌলানা আজাদ উচ্চ বিদ্যলয়ে দীর্ঘদিন পর ক্ষমতা দখল করল সিপিএম। ভোটের ফল বেরোলে দেখা যায় সিপিএম ৪টি এবং তৃণমূল ২টি আসন পেয়েছে।
অন্যদিকে বসিরহাট মহকুমায় ৬টি স্কুলেই নির্বাচনে জয়ী হয়েছে বাম বিরোধীরা। মালতীপুর হাইস্কুলে জোট না হওয়ায় কংগ্রেস এবং তৃণমূল আলাদা আলাদা প্রার্থী দেয়। সিপিএম প্রার্থী-সহ ত্রিমুখী লড়াই নিয়ে স্কুলে উত্তজেনা থাকায় পুলিশি ব্যবস্থা ছিল। ভোটের ফল বের হলে দেখা যায় কংগ্রেস ৬-০ ব্যবধানে জিতে গিয়েছে। ধান্যকুড়িয়া বয়েজ হাইস্কুলে তৃণমূল এবং কংগ্রেস জোটের কাছে হেরে যায় সিপিএম। এখানে ভোটের ফল সিপিএমের বিরুদ্ধে ৬-০। ধান্যকুড়িয়া গার্লস হাইস্কুলেও একই ব্যবধানে বাম প্রার্থীদের পরাজিত করে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থীরা।
হাসনাবাদের ভেবিয়া হাইস্কুলে ৬-০ ব্যবধানে হেরে যায় বামেরা। সন্দেশখালির রাধারানি হাইস্কুলে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেও এ বার সেখানে কংগ্রেস-তৃণমূল-বিজেপি জোটের কাছে হেরে গিয়েছে সিপিএম। ভোটের ফল দাঁড়ায় সিপিএমের বিপক্ষে ৬-০। আমতলি জয়গোপালপুর হাইস্কুলে জয়ী হয় তৃণমূল। তৃণমূল ৪টি ও বামেরা ২টি আসন পায়। |