প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্র বিলি |
প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্র দেওয়া হল বৃহস্পতিবার। এ দিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে ৬১ জন প্রতিবন্ধীকে সহায়ক যন্ত্র দেওয়া হল। উদ্যোক্তা বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি। প্রতিবন্ধীদের ট্রাই-সাইকেল, ক্র্যাচ, হুইল চেয়ার, কানে শোনার যন্ত্র প্রভৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রকল্প আধিকারিক মোশারফ হোসেন, সমাজকল্যান আধিকারিক দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
|
বুধবার চন্দ্রকোনার শ্রীনগর মনসামন্দিরে দেড় মাসের এক শিশুকন্যাকে ফেলে চলে গিয়েছিল কে বা কারা। কান্না শুনে ছুটে আসে গ্রামের লোক। পরে স্থানীয় এক দম্পতি ওই শিশুকে বাড়িতে নিয়ে যান। পুলিশ বৃহস্পতিবার ওই শিশুকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়।
|
‘স্মল সেভিংস এজেন্টস ইউনিয়ন’-এর খড়্গপুর শাখা বৃহস্পতিবার সাউথসাইডে অবস্থান-বিক্ষোভ করল। এলাকায় গ্রাহক ও এজেন্টদের কমিশন কমিয়ে দেওয়া, কিসান বিকাশপত্র তুলে দেওয়ার প্রতিবাদে এ দিন বেলা ১১টা থেকে বিক্ষোভ চলে। |