বাগানে পরিষেবা দিতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি মহকুমার চা বাগানগুলিতে সরকারি চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী দার্জিলিং জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার মাটিগাড়ায় তরাই ইন্ডিয়ান প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশন (টিপা)-র অফিসে মহকুমার অন্তত ৩০টি বাগানের স্বাস্থ্য পরিষেবায় যুক্ত চিকিৎসক-কর্মীদের নিয়ে বৈঠক করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক। ছিলেন দফতরের আধিকারিকেরা। সেখানেই জানানো হয় এ বার থেকে সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের সুবিধা বাগানগুলিতে দেওয়ার ব্যবস্থা করা হবে। সে জন্য সংশ্লিষ্ট বাগানগুলির চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হবে। সুবীরবাবু বলেন, “হাসপাতালগুলিতে চিকিৎসক নেই। কোথাও ফার্মাসিস্ট বা অন্য স্বাস্থ্য কর্মীদের দিয়ে কাজ চলছে। ম্যালেরিয়া, ডায়েরিয়ার মতো জাতীয় স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের সুযোগ চা বাগানগুলিতে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। |
রায়গঞ্জ জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য। শনিবার হাসপাতাল ঘুরে এ কথা জানান জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। মন্ত্রী বলেন, “পরিকাঠামোর সমস্যায় চক্ষু-ব্যাঙ্ক দীর্ঘদিন ধরে বন্ধ। কর্নিয়া প্রতিস্থাপন, অস্ত্রোপচারের কাজে সমস্যা হচ্ছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।” |