শুভ সংখ্যা: ১, ২, ৪ ও ৮।
শুভ দিন: বুধ, বৃহস্পতি ও শনি।
শুভ রং: ধূসর, ছাই, কালো,
গাঢ় নীল ও লালচে নীল।
শুভ রত্ন: নীলা ও এমেথিস্ট। |
মধ্যবয়স্ক ও প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। মহিলারা বাত, শ্বাসকষ্ট ও রক্তাল্পতায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে নৈরাশ্য থেকে মুক্তি ও উপযুক্ত স্বীকৃতি লাভ। একাধিক উপায়ে উপার্জন বাড়বে। ব্যবসায় প্রত্যাশিত সাফল্য। মুখোশধারী দুর্জন থেকে সাবধান। অনেক দিনের শত্রু বশ্যতা স্বীকার করবে। সম্পত্তি কেনার জন্য চুক্তি করতে পারেন। পুরনো মামলার নিষ্পত্তি হতে পারে। |