টুকরো খবর |
‘দুর্নীতি’, ধৃত পঞ্চায়েত প্রধান |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
একশো দিনের কাজ প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে নবগ্রামের শিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের জুল্লুর রহমানকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে তাঁকে লালবাগ মহাকুমা আদালতে হাজির করানো হয়। জামিনের আবেদন খারিজ করে লালবাগ মহকুমা আদালতের এসিজেএম জুল্লুরকে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। জুল্লুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “পুকুর খননের টাকা নিয়ে অভিযোগ উঠেছে। ওই টাকা আমি পঞ্চায়েত তহবিলে ফেরত দিয়েছি।” টাকা আত্মসাৎ করার অভিযোগে নবগ্রামের পূর্বতন বিডিও মানবেন্দ্র মোদক গত ২৬ মার্চ প্রধান জুল্লুর রহমানের নামে থানায় এফআইআর করেন। জেলা কংগ্রেসের সম্পাদক গুড্ডু যাদবের অভিযোগ, “অনেক ক্ষেত্রে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বহুবার আবেদনের পরে তদন্ত করেন তৎকালীন বিডিও মানবেন্দ্রনাথ মোদক। পুলিশের কাছে অভিযোগও করেন। তাকে গ্রেফতার করতে পুলিশের ৮ মাস লাগল।” মুশির্দাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার অবশ্য বলেন, “অভিযোগ প্রমাণের পক্ষে যথেষ্ট তথ্য সংগ্রহ করতে পুলিশকে তদন্ত করতে হয়েছে। সে জন্যই সময় লেগেছে।”
|
‘ঘুমোবেন না’ বলছেন মানস |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
|
নিজস্ব চিত্র। |
নিজের দফতরের আধিকারিক ও কর্মীদের চেয়ারে বসে না ঘুমিয়ে ‘ঘুরে ঘুরে কাজ করে মেদ ঝরানোর’ পরামর্শ দিলেন ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী মানস ভুঁইয়া। শুক্রবার শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলের ওই অনুষ্ঠানে ছিলেন প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তীও। এ দিন হস্ত ও তাঁত শিল্পীদের সচিত্র পরিচয়পত্র, শিল্পী ঋণপত্র ও স্বাস্থ্যবিমা বিতরণ করা হয়। ব্যাঙ্কগুলি থেকে শিল্পীরা আর্থিক পরিষেবা না পাওয়ায় ব্যাঙ্ক কর্তাদের কড়া সমালোচনা করে মানসবাবু বলেন, “অবস্থার পরিবর্তন না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রীকে লিখিত ভাবে অভিযোগ জানানো হবে।” শান্তিপুরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি, মুর্শিদাবাদ জেলায় একটি মেগা টোক্সটাইল হাব, ধনেখালি ও সমুদ্রগড়ে একটি টোক্সটাইল ক্লাস্টার করা হবে বলে মানসবাবু জানান। এ ছাড়াও ফুলিয়াতে রফতানি কেন্দ্র গড়ার টাকা যাঁদের গফিলতিতে ফিরে গিয়েছে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া তিনি জানান।
|
কৃষ্ণনগরে মাটি খুঁড়ে দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মাটি খুঁড়ে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শ্রীমতী মণ্ডল (২৩)। শুক্রবার বিকেলে হাঁসখালির বেনালী বালিয়াডাঙা গ্রামে তাঁর শ্বশুরবাড়ির কাছ থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, ওই মহিলার স্বামী পবন মণ্ডল পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে পবনের সঙ্গে স্থানীয় নতুনগ্রামের বাসিন্দা শ্রীমতীর বিয়ে হয়। পবন উত্তরপ্রদেশে থাকতেন। বিয়ের পরে সেখানে স্ত্রীকেও নিয়ে যান। মৃতার বাবা সুশান্ত মণ্ডলের অভিযোগ, “বিয়ের পর থেকেই মেয়ের উপরে শারীরিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোক জন। প্রায় ৮ মাস আগে মেয়েকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার পরে প্রমাণ লোপাটের জন্য মাটিতে পুঁতে দেওয়া হয়।” সম্প্রতি রানাঘাট মহকুমা আদালতে ওই অভিযোগ দায়ের করেন সুশান্তবাবু। এ দিন আদালতের নির্দেশে মাটি খুঁড়ে ওই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
|
ভাতজাংলায় সিপিএমের বন্ধ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অরূপ বন্দ্যোপাধ্যায় খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার ১২ ঘণ্টা ভাতজাংলা পঞ্চায়েত এলাকায় বন্ধের ডাক দিয়েছে সিপিএম। সিপিএমের কৃষ্ণনগর দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক অদ্বৈত বিশ্বাস বলেন, “এখন স্কুলগুলোতে পরীক্ষা চলছে। সেই জন্য সমস্থ বাস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে।” গত মঙ্গলবার কৃষ্ণনগরের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সঙ্গে তারাপীঠে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হন। অরূপের বাবা গৌতম বন্দ্যোপাধ্যায় সিপিএমের স্থানীয় পঞ্চায়েত নেতা। খুনের ঘটনায় পুলিশ তারাপীঠ থেকে এক মহিলা ও এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পরে কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলর দেবানন্দ শর্মাকে আটকও করে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না মেলায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
|
বহরমপুরে স্ত্রীকে খুনের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে বাপি রবিদাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, সুজাতা দাস (২৬) নামে ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়। দেহে ধারালো অস্ত্রের দাগও রয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁকে খুন করা হয়। বাড়ি মুর্শিদাবাদের দুর্বাখালি গ্রামে। মুশির্দাবাদের আইসি ইন্দ্রজিৎ কুণ্ডু বলেন, “অভিযুক্ত পলাতক।” বাপি রবিদাস পেশায় হকার। পুলিশ জানায়, দেশের বাইরে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আসতে সুজাতাকে চাপ দেয় বাপি। টাকা না নিয়ে আসায় তাঁকে খুন করা হয় বলে পুলিশ জানায়।
|
যুগলের দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
লাইনের পাশেই পড়ে ছিল দেহ দু’টি। নাম মনোরঞ্জন দাস (১৯) এবং বিষ্ণুপ্রিয়া দাস (১৭)। পুলিশের অনুমান, তাঁদের মধ্যে ‘সম্পর্ক’ ছিল। বৃহস্পতিবার রাতে চাকদহের মদনপুর স্টেশনের কাছে দেহ দু’টি মেলে। মনোরঞ্জনের বাড়ি হাঁসখালিতে। বিষ্ণুপ্রিয়া নাকাশিপাড়ার শিবপুর গ্রামের বাসিন্দা। রানাঘাটের জিআরপি-র আইসি রঞ্জিত দাস বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বাড়ির লোকেরা ওদের সম্পর্ক নিয়ে আপত্তি করায় ওঁরা আত্মহত্যা করেছে।
|
দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
মাঠ থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুরের বলিহারপুর গ্রামে। গ্রামবাসীরা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের ওই মহিলার পরিচয় জানা যায়নি। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু |
লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নদিয়ার চাকদহের রাওতারিতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাবুলাল মান্ডি (৪৫)। পুলিশ লরিটিকে আটক করেছে। |
|