বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল আইএফএ ফুটবল অ্যাকাডেমি। বার্নপুর স্টেডিয়ামের খেলায় তারা বার্নপুর পাবলিক ফ্রেন্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে গেল। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি। আয়োজক সংস্থার পক্ষে দীপক চট্টোরাজ জানান, রবিবার ফাইনালে এদিনের বিজয়ী দল আইএসপি-র সঙ্গে খেলবে।
|
হিমাচল প্রদেশে আয়োজিত সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ভলিবলে প্রথম ম্যাচে পূর্বাঞ্চল রানার্স বর্ধমান ৩-১ সেটে জব্বলপুর বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা ০-৩ সেটের ব্যবধানে হেরেছে এসআইএম চেন্নাই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।
|
রাইপুরে আয়োজিত পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে পরপর দু’টি ম্যাচে বাই পাওয়ার পরে বর্ধমান গ্রুপ ফাইনালে মনিপুরের কাছে ৯-১২ পয়েন্টে হারের কারণে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে।
|
বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার শুক্রবার দ্বিতীয় সেমি ফাইনালে জয়ী হল আইএফএ ফুটবল অ্যাকাডেমি। বার্নপুর স্টেডিয়ামের খেলায় তারা বার্নপুর পাবলিক ফ্রেন্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে গেল। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি। আয়োজক সংস্থার পক্ষে দীপক চট্টোরাজ জানান, রবিবার ফাইনালে এদিনের বিজয়ী দল আইএসপি-র সঙ্গে খেলবে।
|
চিত্তরঞ্জন জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হল দেশবন্ধু ক্লাব। চিত্তরঞ্জন ওভাল মাঠের খেলায় তারা এফআরসি-কে ২-০ গোলে হারায়। দু’টি গোলই করেন শরৎ হেমব্রম।
|
ধর্মসঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমি ফাইনালে জয়লাভ করে আয়োজক সংস্থা। বেকারি মাঠের খেলায় তারা ধেনুয়া আদিবাসী সঙ্ঘকে ৪-০ গোলে হারায়। |