রাষ্ট্রপুঞ্জে সম্ভব না হলেও পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকে (ইস্ট এশিয়া সামিট) মুখোমুখি বসতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ১৯ নভেম্বর বালিতে এই বৈঠক হবে। ওবামা ছাড়াও সেখানে চিনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গেও পার্শ্ববৈঠক করবেন মনমোহন। আজ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক এবং কৌশলগত বিষয়গুলি নিয়ে আলোচনার পাশাপাশি ওবামার সঙ্গে মনমোহনের কথা হবে ভারতের ‘প্রতিবেশী রাষ্ট্র’ নিয়েও। আফগানিস্তান-পাকিস্তান (আফ-পাক) পরিস্থিতি নিয়েও বিশদে কথা হবে দুই নেতার মধ্যে। লাদেন-হত্যার পরে এই প্রথম আলোচনায় বসতে চলেছেন দুই রাষ্ট্রপ্রধান। আফগানিস্তানের শান্তি ও উন্নয়নে ভারত যে তার ভূমিকা বাড়াতে চায়, সে কথাও আমেরিকাকে জানাবে নয়াদিল্লি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি কী অবস্থা রয়েছে, তা-ও জানতে চাইবে ভারত।
|
সংঘর্ষে নিহত ৯০ জন, সঙ্কট বাড়ছে সিরিয়ায় |
ক্রমশই বাড়ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদের সঙ্কট। তাঁর সেনাবাহিনীর সঙ্গে বিরোধীদের সংঘর্ষ তীব্র হচ্ছে। পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক মহলের চাপ। বুধবার আরব লিগের বৈঠকে সিরিয়াকে সাসপেন্ড করা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন আরব দেশগুলির বিদেশমন্ত্রীরা। তার ঠিক আগেই রাজধানী দামাস্কাসের কাছে বড় ধরনের হামলা চালিয়েছে বিদ্রোহী সেনারা। মঙ্গলবারও সিরিয়ায় দু’পক্ষের সংঘর্ষে মোট ৯০ জন নিহত হয়েছেন। তিউনিসিয়া, মিশর ও পরে লিবিয়ার অভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে মার্চ মাসে ডারা থেকেই প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন বিরোধীরা। সিরিয়ার সেনাবাহিনী থেকে বেশ কিছু সেনা যোগ দিয়েছেন বিরোধী শিবিরে। বুধবার দামাস্কাসের কাছে বায়ুসেনার গোয়েন্দা বিভাগের একটি বড় ঘাঁটিতে হামলা চালায় বিদ্রোহীরা। শুরু হয় গুলির লড়াই। |