বিনোদন
শিলিগুড়িতে চলচ্চিত্র উৎসব
গামী ১৯ নভেম্বর থেকে ১৬ টি দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে শিলিগুড়িতে। এ বারই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসাবেই এই অনুষ্ঠান শিলিগুড়িতে হবে। রবিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা শিলিগুড়ির এই উৎসব কমিটির মুখ্য পৃষ্ঠপোষক গৌতম দেব। তিনি জানান, স্থানীয় দীনবন্ধু মঞ্চে ৯ দিন ধরে ১৯ টি ছবি দেখার সুযোগ পাবেন দর্শকেরা। শিলিগুড়ি সিনে সোসাইটির উদ্যোগে এই চলচ্চিত্র উৎসব ১২ বছরে পা রাখল। রাজ্য তথ্য সংস্কৃতি দফতর, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, শিলিগুড়ি পুরসভা, দীনবন্ধু মঞ্চ উপদেষ্টা কমিটি সহযোগিতার হাত বাড়িয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসাবে শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে স্বীকৃতি দেওয়া হয়েছে। চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উৎসবের উদ্বোধন করবেন। একজন অভিনেত্রীও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। সেই চেষ্টাও চলছে। পরের বছর থেকে আরও বড় করে ওই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে। একাধিক হলে ছবি দেখানোর ব্যবস্থা করা হবে।” এ বছর উদ্বোধনী ছবি হিসাবে দেখান হবে ইরানের পরিচালক আব্বাস কিয়ারোসটামির ‘সার্টিফায়েড কপি’। ছবিটির শুটিং হয়েছে ফ্রান্স এবং ইতালিতে। তা ছাড়া সুইজারল্যান্ড, তাইওয়ান, মিশর, কিউবা, বুলগেরিয়া, দক্ষিণ করিয়ার মতো দেশগুলির ছবি দেখা যাবে। প্রতিদিন সাড়ে চারটা এবং সন্ধ্যা সওয়া সাতটা থেকে ছবি দেখান হবে। রবিবার তিনটি করে ছবি দেখার সুযোগ রয়েছে। কচিকাঁচাদের জন্য থাকছে অস্ট্রেলিয়ার ছবি ‘ল্যা পিভেলিনা’।
ঘোষণায় গৌতম দেব। নিজস্ব চিত্র।
ছবি দেখা ছাড়াও ‘ওপেন ফোরাম’ আলোচনায় অংশ নিতে পারবেন উৎসাহীরা। ২১ নভেম্বর ‘বাংলা ছবির এই সময়’ বিষয়ক আলোচনা সভায় থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা ঘোষ দাস। ‘সিনেমা শিল্প না বিনোদন’ বিষয়ে আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়। প্রবেশ মূল্য ১০, ১৫ এবং ২০ টাকা। ৫০০ টাকার সীমিত সংখ্যক আমন্ত্রণপত্র বিলি করা হবে। দীনবন্ধু মঞ্চের ‘স্ক্রিন’, ‘লাইট’, এবং ‘সাউন্ড সিস্টেম’ সংস্কার করে হলটিকে নতুন রূপ দিতে উদ্যোগী হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এ দিন তিনি জানান, ইতিমধ্যেই টেন্ডার ডেকে অভিজ্ঞ কোনও সংস্থাকে দিয়ে ওই কাজগুলি করানোর প্রক্রিয়া এগোলেও যাঁরা যোগাযোগ করেছিলেন তারা দায়িত্বে থাকা পূর্ত বিভাগের আধিকারিকদের পছন্দ নয়। তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে ভালভাবে তাঁরা কাজটি করতে চাইছেন। সেই জন্য আরও কিছু সময় লাগবে। তবে আলোর কাজ করবেন জয় সেন।

দেখানো হল না রং রসিয়া
আগে থেকে নির্ধারিত থাকলেও কলকাতার দু’টি প্রেক্ষাগৃহে দেখানো হল না ‘রং রসিয়া’। গত কাল ও আজ ছবিটি দেখানোর কথা ছিল। কলকাতা চলচ্চিত্র উৎসবের এগ্জিকিউটিভ কমিটির সদস্য হরনাথ চক্রবর্তী অবশ্য জানান, মঙ্গলবার নন্দনে পূর্ব সূচি মেনেই রং রসিয়া দেখানো হবে। তবে সেখানে শুধু অতিথি-অভ্যাগত এবং সংবাদমাধ্যমেরই প্রবেশাধিকার থাকবে। পরিচালক-প্রযোজক কেতন মেহতার ‘বিতর্কিত’ এই ছবিটি দেখতে বেশ উৎসাহী ছিলেন সিনেমাপ্রেমীরা। তবে এ যাত্রায় নন্দনা সেন ও রণদীপ হুডা অভিনীত ছবিটি তাঁদের দেখা হচ্ছে না। মুম্বই থেকে কেতন মেহতার ঘনিষ্ঠ সূত্রে সংবাদসংস্থাকে জানানো হয়েছে, বাণিজ্যিক ভাবে মুক্তি পাওয়ার আগে এ ভাবে ছবিটি দেখানোর পক্ষপাতী নন পরিচালক। কেতন জানিয়েছেন, ছবিটি ব্যবসায়িক ভাবে প্রদর্শিত হওয়ার কথা ছিল ওই দু’টি বেসরকারি প্রেক্ষাগৃহে। দর্শকদের টিকিট কেটে দেখতে হলেও চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে ছবিটি আসায় তা থেকে কোনও অর্থ পেতেন না প্রযোজকেরা। যেখানেই তাঁর আপত্তি। তবে, নন্দনে অতিথিদের দেখানোর ব্যাপারে কেতনের কোনও আপত্তি নেই বলে দাবি করা হয়েছে ওই সূত্রে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.