টুকরো খবর
বক্সায় বাড়ছে রয়্যাল বেঙ্গল
বক্সায় রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়ছে। ২০১০ সালের সমীক্ষায় বক্সায় অন্তত ২০টি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ওই ঘটনায় উৎসাহিত বন দফতর ফের আগামী ডিসেম্বরে সমীক্ষায় নামার সিদ্ধান্ত নিয়েছে। বাঘের বিষ্ঠা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমেই এ বারও গণনা হবে বলে ঠিক হয়েছে। ব্যবহার করা হবে ক্যামেরাও। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রবীন্দ্র পাল সাইনি বলেন, “২০১০ সালের রিপোর্ট আমাদের হাতে এসেছে। তাতে বক্সায় ২০টি বাঘের উপস্থিতির কথা জানা গিয়েছে। তার মধ্যে ১৬টি পুরুষ ও ৪টি মেয়ে বাঘ রয়েছে বলে হায়দারবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির তরফে আমাদের জানানো হয়েছে।” এর আগে ২০০৯ সালে বিষ্ঠা সংগ্রহ করে প্রথম ডি এন এ টেস্টের জন্য পাঠানো হলে ১২- ১৫ রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা জানা যায়। তার পরে গত বছরের রিপোর্ট হাতে পেয়ে উৎসাহিত বন দফতরের কর্তারা। আগামী ডিসেম্বর মাসে রয়্যাল বেঙ্গল টাইগারের গণনার জন্য বিষ্ঠা সংগ্রহ ও ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু করা হবে। বক্সার ক্ষেত্র অধিকর্তা বলেন, “ট্র্যাপ ক্যামেরা ভালভাবে বসানোর জন্য জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের বৈঠক রয়েছে। সেখানে আমরা যোগ দেব।” বক্সায় গবাদি পশু ঢুকে পড়া মাংসাশি প্রাণির বিচরণের ক্ষেত্রে অন্যতম সমস্যা। গবাদি পশু জঙ্গলের ঘাস খেয়ে নেওয়ায় মাংসাশি প্রাণির স্বাভাবিক খাবারের ভাঁড়ারে টান পড়েছে। এই সমস্যা মেটাতেও ব্যবস্থা নেওয়া হবে বলে ক্ষেত্র অধিকর্তা জানিয়েছেন।

কাঠ কাটতে গিয়ে বাঘের মুখে, মৃত ২
জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাঘের হানায় প্রাণ দিলেন এক ব্যক্তি। জখম হলেন ৩ জন। ঘটনাটি ঘটেছে কাজিরাঙায়। বনবিভাগ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ হলদিবাড়ি এলাকায় কাঠ সংগ্রহ করতে জঙ্গলে ঢুকেছিলেন জওহরলাল, গণেশ ও হারকু নামে তিন ব্যক্তি। তাঁরা হাতিকুলি চা বাগানের কর্মী। কাঠ কাটতে থাকা অবস্থায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার তাঁদের আক্রমণ করে। হারকু পালাতে পারলেও গণেশ ও জওহরলাল বাঘের সঙ্গে লড়াই চালান। ঘটনাস্থলেই জওহরকে মেরে তাঁর দেহ মুখে করে জঙ্গলে চলে যায় বাঘটি। গুরুতর জখম অবস্থায় গণেশকে বোকাখাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জওহরলালের দেহ উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। অন্য একটি ঘটনায়, আজ সকালে কাজিরাঙার লাগোয়া দিরিং গ্রামে বাঘের আক্রমণে জখম হন কৃষ্ণকান্ত গগৈ নামে এক ব্যক্তি। হাসপাতালে ভর্তি করার পর সেখানেই তাঁর মৃত্যু হয়।

খড়্গ উদ্ধার হয়নি
গন্ডারঘাতক চোরাশিকারি দলের একজনকে ধরতে পারলেও পবিতরার গন্ডারের কেটে নেওয়া খড়্গ উদ্ধার হল না। বেলজিয়ান ম্যালিওনিস কুকুর কাজে লাগিয়ে খানিক সূত্র মিললেও পুলিশের মতে, শিকারির দল খড়্গ নিয়ে নাগাল্যান্ডে গা ঢাকা দিয়েছে। ৮ নভেম্বর, মরিগাঁও জেলার পবিতরা অভয়ারণ্যে একটি স্ত্রী গন্ডার মেরে খড়্গ কেটে নেয় শিকারিরা। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার। গন্ডার হত্যায় জড়িত সন্দেহে পুলিশ মফিদুল ইসলাম নামে কুকুয়ারি গ্রামের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে। জেরায় সে জানায়, তিন নাগা শিকারি গন্ডার নিধনে হাত মিলিয়েছিল।

চিতাবাঘের হামলা
দিনের বেলায় চিতাবাঘের হামলার মুখে পড়ে জখম হলেন ২ মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটে ডুয়ার্সের মালবাজার শহর লাগোয়া নিউগ্লানবো চা বাগানের ১১ নম্বর লাইনে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জখম ২ জনের নাম শিখা লাকড়া ও নীলিমা ইন্দোয়ার। তাঁদের মালবাজার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রামবাসীরা জানান, এদিন চা গাছের ফুল তুলতে ১১ নম্বর লাইনে যান।

শেয়ালের হামলা
শেয়ালের হামলায় ২ মহিলা-সহ ৫ জন জখম হয়েছেন। শনিবার সকালে রায়গঞ্জের সুভাষগঞ্জ পালপাড়ায়। জখমদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাসিন্দারা জানান, এ দিন একটি শেয়াল জঙ্গল থেকে বেরিয়ে হামলা চালায়। বাসিন্দারা শেয়ালটিকে তাড়া করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন।

বন ও বন্যপ্রাণি সংরক্ষণ নিয়ে সচেতনতা
--নিজস্ব চিত্র।
বন ও বন্যপ্রাণি সংরক্ষণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বালি হাসপাতাল মাঠে দু’দিনের এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রতিযোগিতায় যোগ দিয়েছিল আটটি দল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.