টুকরো খবর
পোড়া দেহ প্রধাননগরে
এক যুবককে আগুনে পুড়িয়ে মেরে পরিত্যক্ত বাড়িতে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার চম্পাসারির প্রমোদনগরে। শুক্রবার মৃতদেহটি অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় বাসিন্দারা। পুলিশ জানায়, মৃতের নাম সুরজ গজমের (৩২। বাড়ি প্রমোদনগরে। পুলিশ ওই ঘটনায় সুরজের এক ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। খুনের কারণ জানা যায়নি। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।” বৃহস্পতিবার রাতে প্রমোদনগরে সুরজের সঙ্গে তার ভাইয়ের বচসা হয়। দু’জনের মধ্যে হাতাহাতিও হয়। এদিন দুপুরে পরিত্যক্ত ওই বাড়িতে সুরজের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন বাসিন্দারা। মৃতের শরীর পুড়ে গিয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জানায়, নেশাগ্রস্থ ওই যুবককে কিছু দিয়ে আঘাত করে বেহুঁশ করার পর তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিত্যক্ত ওই বাড়ির দিকে যেহেতু বাসিন্দারা খুব একটা যান না, তাই রাতে বিষয়টি কারও নজরে পড়েনি। সুরজের মা মায়া দেবী প্রধানগর থানায় তাঁর ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। বাসিন্দাদের অভিযোগ, প্রমোদনগের পরিত্যক্ত বাড়িটি ঘিরে নিয়মিত মদ, জুয়ার আড্ডা বসে। সেখানে মাঝে মধ্যে মারামারির ঘটনাও ঘটে। দীর্ঘদিন থেকেই তা নিয়ে অভিযোগ ছিল বাসিন্দাদের। এদিন ওই ঘটনার পর ক্ষোভ জানায় স্থানীয় মানুষ। চম্পাসারির কংগ্রেস নেতা বিজয় সিংহ বলেন, ‘‘এলাকায় দুষ্কর্ম বন্ধ করতে টহলদারি আরও বাড়ানো প্রয়োজন। পুলিশের সঙ্গে কথা বলব।” দিনকয়েক আগে চম্পাসারি বাজারে একটি খুন হয়।

হোমে ভাইফোঁটা
স্পন্দনের ভাইফোঁটার ছবি তুলেছেন সন্দীপ পাল।
কালী পুজো উপলক্ষে ৫০০ দুঃস্থ বাসিন্দাকে নতুন পোশাক বিতরণ করল যুব মঞ্চ। শুক্রবার জলপাইগুড়ির বেগুনটারির যুব মঞ্চের পুজো প্রাঙ্গন থেকে শহরের ২৫টি ওয়ার্ডের পাঁচশো দুঃস্থ বাসিন্দাকে নতুন পোশাক দেওয়া হয়। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, শনিবার পুজো প্রাঙ্গন থেকে আরও ৫০০ বাসিন্দাকে কম্বল বিতরণ করা হবে। পুজো কমিটির সম্পাদক তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “প্রতিবারই দুঃস্থদের নতুন পোশাক বিতরণ করা হয়। শীতের মরসুম শুরু হয়ে গিয়েছে। সে কারণে নতুন পোশাকের সঙ্গে কম্বলও বিলি করা হবে।” অন্যদিকে এদিন অনাথ ও ভবঘুরে শিশু কিশোরদের সরকারি হোম কোরকে ভাইফোঁটার আয়োজন করে স্পন্দন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রতি বছরই সংস্থার পক্ষ থেকে হোমের আবাসিকদের ভাইফোঁটা দেওয়া হয়। এদিন ফোঁটা দেওয়ার পাশাপাশি হোমের শিশু কিশোরদের খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে।

বস্তির উন্নয়নে যুবদের পাশে চায় এসজেডিএ
শহরের বস্তিগুলির পরিকাঠামো উন্নয়নে শিলিগুড়ির বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে কাজে লাগাতে চায় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। শহরের বস্তি উন্নয়নে পুরসভার পক্ষ থেকে কেন্দ্রীয় বরাদ্দে রাস্তাঘাট, পানীয় জল, বাড়ি তৈরি-সহ নানা প্রকল্প চলছে। পুরসভার পক্ষ থেকে স্বাস্থ্য প্রকল্প চলছে। ওই কাজেই গতি বাড়াতে স্বেচ্ছাসেবী সংস্থা এবং ক্লাবগুলির সাহায্য নিতে চায় এসজেডিএ। বৃহস্পতিবার শহরের কলেজ পাড়ার তরুণ সঙ্ঘের কর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন এসজেডিএ-র চেয়ারম্যান রুদ্রনাথবাবু। নভম্বরের শেষ সপ্তাহে শিলিগুড়ির নানা ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুকে নিয়ে বৈঠকের আয়োজন করেছেন এসজেডিএ কর্তৃপক্ষ। সংস্থার তরফে চেয়ারম্যান রুদ্রনাথবাবু বলেন, “বস্তিতে জল থেকে স্বাস্থ্য, নানা বিষয়ে প্রচুর কাজ রয়েছে। পুরসভার সঙ্গে যৌথ ভাবে এই কাজ হবে।”

বৃদ্ধাবাসে ভাইফোঁটা
একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ভাইফোঁটা হল শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বৃদ্ধাবাস আপনাঘরে। শিলিগুড়ি আমরা সবাই নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শুক্রবার ওই বৃদ্ধাবাসে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃদ্ধবৃদ্ধাদের ফোঁটা দেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

পোশাক বিলি
কালী পুজো উপলক্ষে ৫০০ দুঃস্থ বাসিন্দাকে নতুন পোশাক বিতরণ করল যুব মঞ্চ। শুক্রবার জলপাইগুড়ির বেগুনটারির যুব মঞ্চের পুজো প্রাঙ্গন থেকে শহরের ২৫টি ওয়ার্ডের পাঁচশো দুঃস্থ বাসিন্দাকে নতুন পোশাক দেওয়া হয়। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, শনিবার পুজো প্রাঙ্গন থেকে আরও ৫০০ বাসিন্দাকে কম্বল বিতরণ করা হবে। পুজো কমিটির সম্পাদক তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “প্রতিবারই দুঃস্থদের নতুন পোশাক বিতরণ করা হয়। শীতের মরসুম শুরু হয়ে গিয়েছে। সে কারণে নতুন পোশাকের সঙ্গে কম্বলও বিলি করা হবে।” অন্যদিকে এদিন অনাথ ও ভবঘুরে শিশু কিশোরদের সরকারি হোম কোরকে ভাইফোঁটার আয়োজন করে স্পন্দন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রতি বছরই সংস্থার পক্ষ থেকে হোমের আবাসিকদের ভাইফোঁটা দেওয়া হয়। এদিন ফোঁটা দেওয়ার পাশাপাশি হোমের শিশু কিশোরদের খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে।

ফোঁটা
শুক্রবার শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকার কুষ্ঠাশ্রমে ভাইফোঁটা অনুষ্ঠান হয়। প্রতিবন্ধীদের স্বেচ্ছাসেবী সংগঠন অনুভবের তরফে কুষ্ঠাশ্রমের পুরুষদের ভাইফোঁটা দেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবন্ধীরা কিশোরীরা। ছিলেন শহরের বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য-সহ অন্যরা।

দেহ উদ্ধার
এক গৃহবধূকে খুনে অভিযুক্তদের ধরতে সরব শিলিগুড়ি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূরবী সেন। শুক্রবার তিনি বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। মৃতার নাম সুমিত্রা সরকার (১৯)। ২৬ অক্টোবর শোওয়ার ঘর থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। বাড়ি ভক্তিনগরের দেশপ্রিয় সরণিতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.