কেপমারি ৪০ হাজার টাকা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
অবসরপ্রাপ্ত এক সরকারী কর্মীর সাইকেল থেকে চল্লিশ হাজার টাকা-সহ একটি ব্যাগ নিয়ে পালাল দুষ্কৃতীরা। শনিবার দুপুর দেড়টা নাগাদ আলিপুরদুয়ার শহরের কলেজ হল্টে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন জগদীপ চন্দ্রবর্মন নামে ওই কর্মী। সেই সময়ে দু-তিন জন কেপমার তার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি তুলে নেয়। পরে সন্দেহজনক এক জনকে পুলিশ ধরে। জগদীপবাবু বলেন, “ব্যক্তিগত কাজে ওই টাকা তুলে কাপড়ের ব্যাগে রেখেছিলাম। কিছু যুবক আমাকে বলে আপনার টাকা মাটিতে পড়ে গিয়েছে। আমি মাটির দিকে তাকিয়ে দেখি ৭-৮ টি দশ টাকার নোট মাটিতে পড়ে রয়েছে। কিছুক্ষন পর খেয়াল করি সাইকেলে রাখা আমার টাকার ব্যাগটি উধাও।” |
গ্রেফতার ৪
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
গৃহকর্তাকে জখম করে লুঠের ঘটনার দুই সপ্তাহের মাথায় গ্রেফতার হলেন স্ত্রী-সহ পাঁচ জন। শনিবার কুশমণ্ডি থানার জামবাড়ি এলাকা থেকে অভিযুক্ত রওশন জারিকা নামের ওই বধূকে পুলিশ গ্রেফতার করে। মালদহের কালিয়াচক থেকে বাকি চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতেরা হলেন সইদুল হক, সাদেক আলি, আরশাদ বিশ্বাস এবং নাজিমুদ্দিন শেখ। ধৃত সইদুলের সঙ্গে রওশন জারিকার সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই হামলার পরিকল্পনা হয়। |
গাড়িতে ঢিল
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
কালীপুজোর চাঁদা দিতে না-চাওয়ায় ভুটানের সম্ভ্রান্ত পরিবারের গাড়িতে ঢিল মেরে কাচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রের অদূরে ওই ঘটনাটি ঘটেছে। গাড়ি ঘুরিয়ে ফালাকাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন শেরিং দোর্জি। পরে তাঁরা ফিরে গিয়েছেন। শনিবার অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। |
বিগ্রহ চুরি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
পুজোর মুখে বাড়ির পুরনো কালীমন্দিরের দরজা ভেঙে বিগ্রহ এবং গয়না চুরির ঘটনা নিয়ে বালুরঘাটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে শহরের শিবতলী এলাকায় গ্রন্থাগার কর্মীর বাড়িতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। |
সেতু নেই ধরলায়
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
মরা ধরলা নদীর উপরে সেতু তৈরি না হওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কোচবিহার-১ ব্লকের হাঁড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। অভিযোগ, পশ্চিম হাঁড়িভাঙা ও পূর্ব হঁড়িভাঙা এলাকার মাঝে ভবের বাজারের কাছে মরা ধরলা নদীতে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াতই দস্তুর তাঁদের। বর্ষায় দুর্ঘটনাও ঘটে। তার পরেও কোনও মহলের হেলদোল নেই। |
ইভটিজিং চলছেই
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বিভিন্ন স্কুল লাগোয়া এলাকায় ইভটিজিং-এ জেরবার ছাত্রীরা। তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার শহর কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে কোচবিহারের পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। অভিযোগ, শহরের কলেজ-সহ মেয়েদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একদল যুবক ছাত্রীদের উত্যক্ত করেই চলেছে। |
শংসাপত্র বিলি
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
স্কুল চত্বরে শিবির করে অনগ্রসর সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদের শংসাপত্র বিলি করতে উদ্যোগী হল তুফানগঞ্জ মহকুমা প্রশাসন। পুজোর ছুটির পরে স্কুল খুললে মহকুমার জোড়াই ও ফলিমারি এলাকার দুটি হাই স্কুলে শিবির করে শংসাপত্র বিলি করার পরিকল্পনা হয়েছে। মহকুমাশাসক অদীপ রায় জানান, পর্যায়ক্রমে অন্যান্য স্কুলেও শিবির হবে। |