বেনজির ‘অত্যাচারে’ ধ্বস্ত জননেত্রী | |||
তিনি ‘জনতার মুখ্যমন্ত্রী’। রাস্তায় তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে জনতা। কিন্তু বুধবার বারাসতে জেলাশাসকের দফতরে ঘটল তাঁর রাজনীতির জীবনে নজিরবিহীন ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনো মাত্রই হাঁটু জড়িয়ে তাঁকে মাটি থেকে তুলে ফেলতে যান এক মহিলা। অন্য এক জন টেনে ধরেন হাত। কোনও মতে নিজেকে সামলে মমতা দেখেন, বাঁ হাতে ঘড়িটি নেই। ডান হাতে নেই মায়ের দেওয়া বালা। ঘড়ি পরে উদ্ধার হলেও বালার খোঁজ মেলেনি। কিছু প্রত্যক্ষদর্শীর আশঙ্কা, ঘটনাটি পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও হতে পারে। ছবি: অশোক মজুমদার |