|
|
|
|
|
|
|
তিনি বলেন |
কেউ চাইলে কি তাজমহল
চত্বরে প্রাতর্ভ্রমণ করতে পারবেন? |
সুভাষ দত্ত |
প্রসঙ্গ ভিক্টোরিয়ায় প্রাতর্ভ্রমণ |
|
|
|
|
|
|
|
|
আজ জন্মদিন হলে |
|
পুলকরঞ্জন দেব |
|
|
|
শুভ সংখ্যা: ১, ২, ৪ ও ৮।
শুভ দিন: বুধ, বৃহস্পতি ও শনি।
শুভ রং: ধূসর, ছাই, কালো, গাঢ় নীল ও লালচে নীল।
শুভ রত্ন: নীলা ও এমেথিস্ট। |
হজমের গণ্ডগোল, বাত বা স্পন্ডিলাইটিসে ভুগতে পারেন। সময়োচিত চিকিৎসা প্রয়োজন। কর্মক্ষেত্রে গোপন শত্রুতায় অশান্তি। কর্তৃপক্ষের সঙ্গে সদ্ভাব রাখুন। চাকরির সঙ্গে ছোট ব্যবসা করলে সুফল পাবেন। সাময়িক ভাবে ঋণগ্রস্ত হতে পারেন। ব্যবসায় মন্দা কিছু দিন থাকবে। যৌথ উদ্যোগে নতুন ব্যবসা শুরু না করাই ভাল। প্রিয়জনের কৃতিত্বে গৌরব। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়েদিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
৫০ বছর আগে |
|
|
|
উদ্বোধনের ঢল |
|
শনিবার পঞ্চমী। বোধন নয়। বারোয়ারীর মণ্ডপে এদিন শুধু ‘উদ্বোধন’। কোথাও ‘দ্বারোদ্ঘাটন’, কোথাও মূর্তির ‘আবরণ উন্মোচন’, বা প্রদর্শনীর ‘পর্দা মোচন’। এ দিবসের প্রধান পাত্রপাত্রী সসন্তান জননী দশভূজা নন। প্রধান নায়ক ‘সভাপতি’ ও ‘প্রধান অতিথি’ মহাশয়গণ। তাঁহারা বোধ করি সরস্বতী পূজার পুরোহিতের ভূমিকা গ্রহণ করিয়াছেন। এর বাড়ির পূজা শেষ হইতেই যেন অন্য বাড়িতে ডাক।
—আনন্দবাজার পত্রিকা, ১৫ অক্টোবর ১৯৬১। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|