১৯৪৯ সালে করদ রাজ্য ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয়। সেই থেকে রাজার বাড়ির দোল-দুর্গোৎসবের দায়িত্ব বর্তায়
রাজ্য সরকারের হাতে। প্রথা মেনে ৬২ বছর পরেও চলছে উৎসব। আজও রাজবাড়ির দুর্গার বিসর্জনে ‘গার্ড অফ অনার’
দেয় ত্রিপুরা সশস্ত্র পুলিশ। এ বারও তার অন্যথা হয়নি। দশমীর সন্ধ্যায় আগরতলায়। ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী।