টুকরো খবর
অস্ট্রেলিয়ায় বাড়তি প্রস্তুতি ম্যাচ ধোনিদের
অবশেষে অস্ট্রেলিয়ায় ধোনিদের জন্য বাড়তি প্রস্তুতি ম্যাচের আর্জি মঞ্জুর হল। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এ দিন যৌথ ভাবে জানিয়েছে, বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে দু’টো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপর্যয় দেখে গত অগস্টে অস্ট্রেলিয়া সফরে বাড়তি প্রস্তুতি ম্যাচের আবেদন করেছিল ভারতীয় বোর্ড। ভারতীয় ক্রিকেটাররাও বোর্ডকে বলেছিলেন, অস্ট্রেলিয়ায় বাড়তি প্রস্তুতি ম্যাচ দরকার। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত তাদের সেই অনুরোধ মেনে নিয়েছে পন্টিংদের বোর্ড। প্রস্তুতি ম্যাচ দুটি ক্যানবেরায় ‘ফেস্টিভ্যাল অব ক্রিকেট’-এর অন্তর্গত বলে ধরা হবে। আগের সূচিতে ১৮ ডিসেম্বর থেকে একটি মাত্র চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছিলেন ধোনিরা। এখন তাঁরা প্রথমে ১৫ ডিসেম্বর থেকে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশের বিরুদ্ধে। তার পর ১৯ ডিসেম্বর থেকে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন ধোনিরা। অস্ট্রেলিয়া সফরে ভারত মোট চারটে টেস্ট, দু’টো টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও একটি ত্রিদেশীয় ওয়ান ডে টুর্নামেন্ট খেলবে। ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারত এবং অস্ট্রেলিয়া ছাড়াও খেলবে শ্রীলঙ্কা।

ডুরান্ডে জয় মহমেডানের

মহমেডান-১ (তপন মাইতি)
আর্মি রেড-০
পাঁচ বছর পরে খেলতে এসে ডুরান্ড কাপে মহমেডান জিতল। প্রায় এক ডজন গোলের সহজ সুযোগ উড়িয়ে নামমাত্র গোলে হারাল কলকাতারই অন্য দল আর্মি রেডকে। মহমেডানের ফিলিক্স, সুরাবুদ্দিন এবং সুরজিৎ বসুরা অন্তত চার পাঁচটি সিটার নষ্ট না করলে গোল আরও বাড়ত। তপন শুরুতেই গোল করে দেন। ডুরান্ডে দর্শক নেই। পয়সার টিকিট নেই। তবু মাঠে ঢুকতে হয়রানি। পাহাড়গঞ্জের নিম্নমানের হোটেলে রাখা হয়েছিল মহমেডানকে। কোচ অলোক মুখোপাধ্যায়রা ডুরান্ড সংগঠকদের সঙ্গে লড়াই করে উঠে যান দরিয়াগঞ্জের একটি ভাল হোটেলে। মাঠে প্র্যাক্টিস করতে দেওয়া হচ্ছে না। অলোকরা প্র্যাক্টিস করছেন হোটেলের পাশের একটি ছোট মাঠে। সোমবার মহমেডান গ্রুপের শেষ ম্যাচ খেলবে চার্চিল ব্রাদার্সের সঙ্গে। শুধু গ্রুপ চ্যাম্পিয়নরা সেমিফাইনালে যাবে। চল্লিশ দিনের স্টেডিয়াম: এ বার থেকে বছরে চল্লিশ দিন দিল্লির নেহরু স্টেডিয়াম ব্যবহার করতে পারবে এ আই এফ এফ। এ ব্যাপারে এ দিন মউ সউ করলেন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল ও ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। নামেই ‘ফুটবল হাব’। আসলে বছরে মাত্র ৪০ দিনের জন্য এই স্টেডিয়াম ব্যবহার করতে পারবে ফেডারেশন। চুক্তিও মাত্র এক বছরের জন্য।

নাম তুলে নেবেন, হুমকি দিলেন আনন্দের প্রতিদ্বন্দ্বী
সাও পাওলোর রাস্তায় সর্বস্বান্ত হলেন ইউক্রেনের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ভ্যাসেলি ইভানচুক। হোটেল থেকে সাও পাওলো বিমানবন্দর যাওয়ার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর সর্বস্ব লুঠ করল এক দল দুষ্কৃতি। মঙ্গলবার রাতের এই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী ছিলেন ইভানচুকের স্ত্রী ওকসানা। মূল্যবান জিনিসপত্রের সঙ্গে ওকসানার পাসপোর্টও চুরি গিয়েছে। এখন সমস্যা হল, বৃহস্পতিবার থেকে বিলবাওতে শুরু হচ্ছে চতুর্থ ফাইনাল মাস্টার্স দাবা টুর্নামেন্টের শেষ পর্ব। কিন্তু বিনা পাসপোর্টে স্পেনে যাওয়া প্রায় অসম্ভব ওকসানার পক্ষে। এবং এখানেই বেঁকে বসেছেন ইভানচুক। শোনা যাচ্ছে, তিনি সরাসরি হুমকি দিয়েছেন, তাঁর সঙ্গে স্ত্রীকে বিলবাওতে যেতে না দেওয়া হলে, টুর্নামেন্ট থেকেই নাম তুলে নেবেন তিনি। যার অর্থ, খেতাবি লড়াইয়ে বিশ্বনাথন আনন্দের বিরুদ্ধে প্রকারান্তরে না-খেলার হুমকি দিলেন ইভানচুক!

লি-হেশ এগোলেন
মাসখানেক বিশ্রামের পর ফের পেশাদার টেনিস সার্কিটে ফিরে জিতলেন লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতি। চিন ওপেন ডাবলসের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে চতুর্থ বাছাই ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এ দিন স্থানীয় চিনা জুটি মাওক্সিন গং-ঝা লি’কে সুপার টাইব্রেকে হারালেন। ৬৯ মিনিটের ম্যাচের স্কোরলাইন ৬-২, ৩-৬, ১০-৩। এ মরসুমে ২৮-৯ জয়-হারের হিসেব-সহ তিনটি এটিপি ট্রফিজয়ী লি-হেশের পরবর্তী প্রতিপক্ষ ক্রোট জুটি মারিন চিলিচ-ইভান লিবুচিচ। খেলা বৃহস্পতিবার। এ দিকে, টোকিও ওপেনে সিঙ্গলসে প্রথম রাউন্ডে হেরে গেলেন সোমদেব দেববর্মন। ভারতের এক নম্বর সিঙ্গলস তারকা ৪-৬, ৩-৬ হারেন সপ্তম বাছাই রাদেক স্টেপানেচের কাছে।

ডেভিড বেকহ্যামকে লস অ্যাঞ্জেলিস গ্যালাক্সি থেকে ছিনিয়ে আনার জন্য উঠে পড়ে লাগল প্যারিস সাঁ জা।ঁ সাঁ জাঁ-র নতুন ডিরেক্টর ব্রাজিল বিশ্বকাপার লিওনার্দোর কোচিংয়ে এসি মিলানে খেলেছেন বেকহ্যাম। সেই যোগাযোগ কাজে লাগিয়ে লিওনার্দো আনতে চাইছেন বেকহ্যামকে। ভিক্টোরিয়া বেকহ্যামও প্যারিসে আসতে রাজি। তবে বেকহ্যামের জন্য চেষ্টা শুরু করে দিয়েছে টটেনহ্যাম, লেস্টার, কুইন্স পার্ক রেঞ্জার্স। এই বয়সেও বেকহ্যামের চাহিদা তুঙ্গে। বেকহ্যামের সঙ্গে তেভেসকে আনার চেষ্টা চালাচ্ছেন লিওনার্দো। তবে তেভেসকে নিতে আগ্রহী মারাদোনার আল ওয়াসল।

ন’গোল খেল ভারতের ছোটরা
অনূর্ধ্ব ১৬ এএফসি চ্যালেঞ্জ কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ০-৯ গোলে হারল ভারত। প্রথমার্ধে ছ’টি, বিরতির পর আরও তিনটি। এত বড় ব্যবধানে হারলেও এএফসি কাপে খেলার সম্ভাবনা এখনও শেষ হয়নি ভারতের। আগের দু’টি ম্যাচ জিতে থাকায় এখন শেষ ম্যাচে তাজাকিস্তানকে হারাতে পারলেই মূল পর্বের রাস্তা পরিষ্কার হয়ে যাবে ভারতের।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.