সংস্কৃতি যেখানে যেমন
ছাপাখানার গলি
দেবাশিস সাহা সম্পাদিত ‘ছাপাখানার গলি’ প্রকাশিত হয়েছে। পত্রিকায় মূলত চিত্রকলা বিষয়ক বইয়ের আলোচনার পাশাপাশি আছে শিল্পী ও শিল্পকলা বিষয়ক কেয়েকটি বইয়ের সংক্ষিপ্ত সংবাদ। ১২৮ পাতার ওই ছাপাখানার গলিতে ২০টি গ্রন্থের আলোচনা রয়েছে। পত্রিকার প্রচ্ছদ কৃষ্ণজিৎ সেনগুপ্তের এবং নামাঙ্কণে প্রয়াত শিল্পী রবীন বিশ্বাস।

শারদ স্মরণিকা
অপূর্বকুমার সেন ও শান্তনু বিশ্বাস সম্পাদিত মুর্শিদাবাদ পুজো সমিতির পত্রিকা শারদ স্মরণিকা প্রকাশিত হয়েছে লালবাগ দক্ষিণ দরওয়াজা থেকে। বিভিন্ন গুণীজনের শুভেচ্ছার মধ্যে রয়েছে নবাব বাহাদুর সৈয়দ ওয়াসেফ আলি মির্জার পৌত্র সৈয়দ রেজা আলি মির্জার উর্দু ভাষায় লেখা শুভেচ্ছাপত্র। তিনি অবশ্য ওই পুজো কমিটির সভাপতি। স্মরণিকার প্রচ্ছদ শিল্পী পার্থপ্রতিম বিশ্বাস।

সহজাত- শব্দমৌলি
বহরমপুর থেকে গোপাল বসাক সম্পাদিত ‘সহজাত’ পত্রিকার শারদ সংখ্যায় রয়েছে ৭টি প্রবন্ধ, ৩টি গল্প, ১৭টি কবিতা ও গ্রন্থ সমালোচনা। ‘হঠাৎ দেখা শব্দ কাব্যের খণ্ডচিত্রের কোলাজে পুরনো কবিগণ’ লেখাটি বাড়তি মাত্রা দিয়েছে। শব্দমৌলীর উৎসবসংখ্যা। কুশলকুমার বাগচি সম্পাদিত ‘শব্দমৌলী’র উৎসব সংখ্যা প্রকাশিত হয়েছে। বহরমপুর থেকে প্রকাশিত ওই সংখ্যায় ২৫ কবির কবিতা, ২টি গল্প, ভ্রমণ কাহিনি, রম্যরচনা ও কাব্যগ্রন্থ আলোচনা রয়েছে।

অর্কেষ্ট্রার প্রকাশ
সৈয়দ খালেদ নৌমান সম্পাদিত কবিতার কাগজ ‘অর্কেস্ট্রা’ শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে। বহরমপুর থেকে প্রকাশিত ২১তম বর্ষের দ্বিতীয় সংখ্যায় দুটি কবিতা বিষয়ক গদ্যের পাশাপাশি নামী কবিদের সঙ্গে তরুণ কবিদের সহাবস্থান রয়েছে। মোট ৪১ জন কবির কবিতা ঠাঁই পেয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.