ডুরান্ডে সহজ শুরু চ্যাম্পিয়ন ইউনাইটেডের
প্রয়াগ ইউনাইটেড-২ (জোসিমার, ইয়াকুবু)
বিএসএফ-০
ফেড কাপের দুরন্ত ফর্ম বজায় রেখে গত বারের চ্যাম্পিয়ন প্রয়াগ ইউনাইটেড ২-০ হারাল বিএসএফকে। মঙ্গলবার সন্ধ্যায় ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল গ্রুপের খেলায় গোল করলেন জোসিমার এবং ইয়াকুবু। ৯ অক্টোবরই অবশ্য চিডি-ইসফাকদের সামনে পড়ছে প্রয়াগ। ওই দিন তাদের প্রতিদ্বন্দ্বী ফেড কাপ চ্যাম্পিয়ন সালগাওকর।
আরও তাৎপর্যের প্রয়াগ দিল্লি গিয়েছে কোচ সঞ্জয় সেন ছাড়াই। পারিবারিক কারণে যেতে পারেননি তিনি। তাঁর বদলে ম্যানেজার অঞ্জন নাথই সামলাচ্ছেন দলকে। সঞ্জয় সেনের সঙ্গে যোগাযোগ করা হলে বললেন, “আজকে জেতায় খুশি তো বটেই। আশা করছি সালগাওকর ম্যাচের আগে দিল্লি পৌঁছে যাব।” এমনকী দলের সঙ্গে যাননি ফেড কাপে প্রয়াগের সেরা ফুটবলার লালকমল ভৌমিকও। সঞ্জয়ের কথায়, “লালের সামান্য চোট আছে। আই লিগের জন্যই ওকে খেলাতে চাইনি। ওকে ছাড়া মিডফিল্ড কী রকম খেলে সেটাও দেখে নেওয়াটা দরকার ছিল।”তিন মিনিটেই ডান দিক দিয়ে ওভারল্যাপে উঠে দীপক মণ্ডল ক্রস বাড়িয়েছিলেন। যেটা নিশানায় রাখতে ভুল করেননি জোসিমার। এর পর অবশ্য গোল নষ্টের প্রদর্শনী শুরু হয়ে যায়। ইয়াকুবু-অর্ণবরা কখনও মারছিলেন বাইরে। কখনও উপর দিয়ে। এ দিন খেলেননি স্নেহাশিস দত্তও। জেমস সিংহ-রফিক-ডেনসন-গৌরাঙ্গরা ভালই খেললেন লালকমলকে ছাড়া। দ্বিতীয়ার্ধে স্টেডিয়ামে প্রায় পঁচিশ মিনিট খেলা বন্ধ থাকে। বৈদ্যুতিক গোলযোগে চারটির মধ্যে তিনটি স্ট্যান্ডের আলো নিভে গিয়েছিল।
ফের খেলা শুরু হলে বক্সের মধ্যে বলে হাত লাগিয়ে পেনাল্টি উপহার দেন বিএসএফের সরবজিৎ সিংহ। পেনাল্টি থেকে গোল করেন ইয়াকুবু। ছোট বক্সের মধ্যে ইচ্ছাকৃত হ্যান্ডবল সত্ত্বেও লাল কার্ড নয়, সরবজিৎকে রেফারি দেখান হলুদ কার্ড। বুধবার ডুরান্ডে নামছে মহমেডান স্পোর্টিং। তারা খেলবে আর্মি রেডের বিরুদ্ধে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.