টুকরো খবর
গতি আনতে বাগানে নতুন রাস্তা
ওডাফা-ব্যারেটোদের খেলায় গতি আনতে নিজেদের দুটি অ্যাকাডেমী থেকে ১৪ ফুটবলারকে আনছে মোহনবাগান। সচিব অঞ্জন মিত্রের এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন স্টিভ ডার্বিও। দু’একদিনের মধ্যেই দুর্গাপুর এবং জলপাইগুড়ি থেকে ফুটবলাররা চলে আসবেন শহরে। আই লিগের প্রস্তুতি নিতে ভিয়েতনামে বিকামেক্স আই ডি সি কাপে খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল। মোহনবাগান এরকম কোনও টুর্নামেন্ট খেলার কথা ভাবছে না। সেনাদের আপত্তির জন্য ময়দান থেকে যুবভারতীতে এসে অনুশীলন করাচ্ছেন ডার্বি। সেখানেই সকালে হাজির হয়েছিলেন ক্লাব সচিব। বললেন, “আমরা কোনও টুর্নামেন্ট খেলছি না। সেজন্য অ্যাকাডেমির ছেলেদের এখানে এনে দু’টো অনুশীলন ম্যাচ খেলাব। তাতে টিমের গতি বাড়বে। এছাড়াও আরও দু’তিনটি অনুশীলন ম্যাচও খেলবে টিম।” এ দিকে, অক্টোবরের প্রথম পনেরোদিন সেনাদের ময়দান বন্ধ করার মান্ধাতার আমলের নিয়ম বদল চেয়ে বহুদিন ধরেই সরব মোহন-সচিব। প্রতিবাদে ডুরান্ডেও দলকে খেলতে পাঠাননি তিনি। সোমবার সেনাদের তরফ থেকে ফোন করে অঞ্জনবাবুকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। অঞ্জন বললেন, “১৬ অক্টোবর আমরা আলোচনায় বসছি। আমার প্রস্তাব নিয়ম যদি রাখতেই হয় তবে সেটা এক-দু’দিনের জন্য রাখা হোক।”

সেরা পঞ্চাশের বাইরে উডস
গত পনেরো বছরে গল্ফ দুনিয়ায় যা ঘটেনি, সেটাই হল! র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা পঞ্চাশের বাইরে ছিটকে গেলেন গল্ফের ‘বাঘ’! ডানহিল লিঙ্কস চ্যাম্পিয়নশিপে লুইস ওসথুইজেন চ্যাম্পিয়ন হওয়ায় তিনি ঢুকে পড়েন সেরা পঞ্চাশে, র্যাঙ্কিংয়ে নীচে নেমে যান টাইগার উডস। বিশ্ব র্যাঙ্কিংয়ে টানা ৭৭৮ সপ্তাহ প্রথম পঞ্চাশের মধ্যে থেকে যিনি নজির গড়েছেন। ১৯৯৬ সালে র্যাঙ্কিংয়ে ৬১ নম্বর থেকে উপরের দিকে ওঠা শুরু হয় উডসের। তার পর থেকে ছিল শুধুই উত্তরণ। কিন্তু বছর দুই আগের যৌন কেলেঙ্কারির জের এবং ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছ্বেদ-সহ নানা সমস্যা বিশ্বের প্রাক্তন এক নম্বরের খেলাতেও প্রভাব ফেলতে থাকে। গত দু’বছরে উডস কোনও টুর্নামেন্ট জেতেননি। এবং পিজিএ চ্যাম্পিয়নশিপে কাট ফস্কানোর পরে গল্ফ থেকে দূরেও ছিলেন এত দিন। অবশ্য এ সপ্তাহেই ক্যালিফোর্নিয়ার ফ্রাইস ডট কম ওপেনে সার্কিটে ফিরছেন তিনি। নতুন অধ্যায়ে উডস আবার এক নম্বরের সিংহাসনটা ফিরে পান কি না, সেটাই এখন দেখার।

গেইল ঝড়ে জিতল বেঙ্গালুরু
পরপর দুটো ম্যাচ হেরে সমারসেটের বিরুদ্ধে অবশেষে জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন্স লিগে দলের প্রথম দুটো ম্যাচে তেমন কিছু করতে না পারলেও সোমবার বিস্ফোরক মেজাজে ব্যাট করলেন ক্রিস গেইল। ৪৬ বলে তাঁর ৮৬ রানের বিধ্বংসী ইনিংস সাজানো আটটা ছক্কা, চারটে বাউন্ডারি দিয়ে। পাশাপাশি বিরাট কোহলি (২২ বলে ৩৩), তিলকরত্নে দিলশান (১৬ বলে ২৩) এবং ময়ঙ্ক আগরওয়ালের (৮ বলে ১৯) ইনিংসের উপর ভর করে কুড়ি ওভারে ২০৬-৬ তোলে বেঙ্গালুরু। দশের উপর আস্কিং রেট নিয়ে রান তাড়া করতে নেমে ভাল লড়াই করলেন পিটার ট্রেগো (৩৮ বলে ৫৮)। ট্রেগোর সঙ্গে শুরুটা ভাল করেছিলেন ক্রেগ কেইসওয়েটার (১৯ বলে ২৬)। তবে দুশো রান তাড়া করে জেতার মতো মারকাটারি ভাবে খেলতে পারেননি কেউ। ১৫৫-৬-এ শেষ করল সমারসেট।

বার্সেলোনা শীর্ষে
লা লিগার শীর্ষে গেল বার্সেলোনা। স্পোটির্ং গিয়নকে খুব কষ্ট করে ১-০ হারিয়ে প্রথম অ্যাওয়ে ম্যাচ জিতল এ বছর। গোলদাতা আদ্রিয়ানো। রিয়াল মাদ্রিদ আবার ইগুয়াইনের হ্যাটট্রিকে উড়িয়ে দিল এসপানিয়লকে। ৪-০ জয়ে বাকি গোল কালেয়নের। বার্সেলোনাকে এ বার ভোগাচ্ছে চোট। ফাব্রেগাস, ইনিয়েস্তা, পুয়ল এবং পিকে চোট নিয়ে বাইরে। এ দিন আবার চোট পেয়ে বাইরে গেলেন এরিক আবিদাল।

বাটদের বিচার শুরু আজ
লন্ডনের আদালতে স্পট ফিক্সিং মামলায় পাকিস্তানের তিন ক্রিকেটারের বিচার শুরু হচ্ছে আগামিকাল। সলমন বাট, মহম্মদ আসিফ এবং মহম্মদ আমেরকে সাউথওয়ার্কের ক্রাউন কোর্টে হাজির থাকতে বলা হয়েছে। তিন ক্রিকেটারের পাশে তাঁদের এজেন্ট মাজহার মাজিদেরও বাচার হবে। দোষী সাব্যস্ত হলে তাঁদের জেল হতে পারে।

অবশিষ্ট ভারত ভাল জায়গায়
ইরানি ট্রফির তৃতীয় দিনেই অবশিষ্ট ভারতীয় দল জয়ের পথে। তাদের ৬৬৩ রানের জবাবে রবিন বিস্ত (৯৩) ও রশ্মি পরিদার (৮৫) সৌজন্যে রাজস্থান ৬ উইকেটে ৩০৭ রান তুলেছে। ফলো অন বাঁচাতে এখনও ২০৬ রান দরকার। বিনয়কুমার ও উমেশ যাদব দুটি করে উইকেট নেন।

সোমদেবের হার
জাপান ওপেনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন সোমদেব দেববর্মন। বিশ্বের ২৪ নম্বর, চেক রাদেক স্টেপানেকের কাছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮৫ নম্বর সোমদেব হারলেন ৪-৬, ৩-৬। গত সপ্তাহে মালয়েশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে ভারতীয় হেরেছিলেন সাইপ্রাসের তারকা মার্কোস বাঘদাতিসের কাছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.