জমি-জটে দেশের
প্রথম ফর্মুলা ওয়ান
মি বিতর্কে এ বার অনিশ্চিত দেশের প্রথম ফর্মুলা ওয়ান রেস।
পঞ্চমীর দিন দিল্লির রাজপথে ছিল রেড বুলের রোড শো। কিন্তু আসল রেসটি আদৌ হবে কি না, তা-ই নিয়ে এখন প্রবল সংশয় তৈরি হয়েছে। কারণ, যে গ্রামবাসীদের কাছ থেকে এই জমি নেওয়া হয়েছে, তাঁরা আগামী ২২ অক্টোবর থেকে অনশন এবং ধর্নায় বসার হুমকি দিয়েছেন। জানিয়েছেন, প্রয়োজনে বন্ধ করে দেবেন প্রতিযোগিতা।
আগামী ৩০ অক্টোবর গৌতম বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে ফর্মুলা ওয়ান দৌড়টি হওয়ার কথা। কারা নেই সেই দৌড়ে! ফেরারি, রেড বুল, ম্যাকলারেন, মার্সিডিজ, রেনোঁ বা বিজয় মাল্যের ফোর্স ইন্ডিয়া, বিশ্বের সব বড় দল আসছে এখানে। আসছেন সেবাস্তিয়ান ভেটেল, ফের্নান্দো অ্যালোনসো, লুইস হ্যামিল্টন, মাইকেল শুমাখার, জেনসন বাটনের মতো মহাতারকারা। থাকছেন দুই ভারতীয় চালক কার্তিকেয়ন এবং করুণ চন্দোকও। ক্রিকেট তো অনেক দূরে, অর্থের দিক থেকে বিশ্ব ফুটবলকেও পিছনে ফেলে দেওয়া এই ফর্মুলা ওয়ান দৌড় এই প্রথম বার হওয়ার কথা ভারতের মাটিতে। তার জন্য বিশেষ ভাবে বেছে নেওয়া হয়েছে গ্রেটার নয়ডার এই অঞ্চলকে। সেখানে যে বিশাল স্পোর্টস কমপ্লেস তৈরি হওয়ার পরিকল্পনা রয়েছে, তাতে ক্রিকেট ও হকি স্টেডিয়াম এবং গল্ফ কোর্সও থাকার কথা। ফর্মুলা ওয়ানের ট্র্যাকটি কিন্তু তৈরি। সেখানেই হবে বিশ্বমানের প্রতিযোগিতাটি।
এবং এই দৌড় নিয়েই এখন যত গণ্ডগোল।
গত কয়েক মাস ধরে গ্রেটার নয়ডার গ্রামবাসীরা আন্দোলন চালাচ্ছেন উত্তরপ্রদেশ সরকারের বিরদ্ধে। ব্যাপারটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, উত্তরপ্রদেশ সরকার জমি কেনার সময় বলেছিল, এখানে কারখানা হবে। কিন্তু তার বদলে হল স্পোর্টস কমপ্লেক্স। বেসরকারি নির্মাণ সংস্থার কাছে আকাশছোঁয়া দামে জমি বিক্রি করে সরকার মোটা মুনাফা কামিয়েছে।
এর প্রতিবাদেই গ্রামবাসীরা প্রথমে আদালতের দ্বারস্থ হন। সেই মামলার রায় দান আপাতত স্থগিত রেখেছে ইলাহাবাদ হাইকোর্টের ফুল বা পূর্ণ বেঞ্চ। পাঁচ হাজার হেক্টর জমির ভাগ্য নির্ধারণের এই মামলাটিতে ৪৯০টি রিট আবেদন জমা পড়েছে।
গ্রামবাসীরা এখন ঠিক করেছেন, অক্টোবরের ২২ থেকে ৩০ তারিখ পর্যন্ত গৌতম বুদ্ধ সার্কিটের চারপাশ ঘিরে আন্দোলন চালাবেন। ২৮ তারিখ থেকে রেসের অনুশীলন। ৩০শে মূল রেস। পুরো
পর্বটাই এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে। বস্তুত, গ্রেটার নয়ডার প্রায় ৫৪টি গ্রামের বাসিন্দারা গাঁধী জয়ন্তীর দিন অনশন করে শপথ নিয়েছেন, জমির ‘উচিত মূল্য’ না পেলে ২২ অক্টোবর থেকে অনশনে বসবেন তাঁরা। একই সঙ্গে চলবে ধর্নাও। ভারতের প্রথম ফর্মুলা ওয়ান রেসটি হতেই দেবেন না তাঁরা।
গ্রামবাসীদের বক্তব্য, কারখানা হবে বলে জমি নিয়েছিল সরকার। তাঁরা আশা করেছিলেন, কারখানা হলে সেখানে পরিবারের লোকের চাকরি মিলবে। এখন যে স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে, তাতে হাজার দশেক লোক প্রয়োজন ঠিকই। কিন্তু গ্রামবাসীদের সাফ কথা, তাঁরা মূলত চাষবাস করে দিন কাটান। এই ধরনের কাজের কিছুই জানেন না তাঁরা। অথচ কারখানা হবে, এই আশ্বাসেই নিজের জীবিকার সম্বল জমিটুকু ছেড়ে দিয়েছেন। এখন তাঁদের কী হবে? এর পরেই গ্রামবাসীরা জমির ‘উচিত মূল্য’ চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন।
গ্রামবাসীদের সংগঠন ‘সোরখা জাহিদাবাদ কিষাণ সংঘর্ষ কমিটি’র নেতা নরেশ যাদব এখন বলছেন, “নয়ডা অথরিটি আমাদের বহুবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কাজের কাজ কিছুই করেনি। তাদের শেষ আশ্বাস ছিল, ৯০ দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান করে দেবে। কিন্তু কথার খেলাপ করেছে তারা। আদালতেও আমরা সুবিচার পাইনি। তাই ঠিক করেছি বুদ্ধ সার্কিটের এফ ওয়ান রেস আমরা কিছুতেই হতে দেব না। তাই ২২ অক্টোবর থেকে ওই ট্র্যাককে ঘিরে আমরা আমাদের ধর্না ও অনশন চালাব।”
এর ফলে প্রশ্ন উঠেছে দেশের এই ফর্মুলা ওয়ান প্রতিযোগিতাটির ভবিষ্যৎ নিয়েই। ফর্মুলা ওয়ান রেসের ব্যাপারে ওয়াকিবহাল অনেকেরই বক্তব্য, এই দৌড়টির সঙ্গে দেশের মর্যাদার প্রশ্ন জড়িত। জড়িত বহু টাকার বাণিজ্যও। তবে এই সার্কিটের মালিক জয়প্রকাশ গ্রুপের জনসংযোগ অফিসার সমীর কুমার এখনও আশাবাদী। তিনি বলেন, “আমরা আশা করছি, বড় কিছু ঘটবে না। কারণ, এত দিন গ্রামবাসীরা আমাদের সাহায্য করেই এসেছেন। কিন্তু শেষ মুহূর্তে যদি এমন কিছু ঘটবে বলে মনে হয়, তা হলে উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য নিতে বাধ্য হব।”
গ্রামবাসীদের আন্দোলন তীব্রতা পেলে ‘হেস্তনেস্ত’ করতে প্রশাসনের সাহায্য চাইবেন উদ্যোক্তারা। জমি বিতর্কে এর মধ্যেই যথেষ্ট উত্তাল গ্রেটার নয়ডা। ভাট্টা-পারসলে কৃষকদের আন্দোলনে লাঠি চালিয়ে এর মধ্যেই বিপাকে পড়েছে মায়াবতী সরকার। এর আগে জনস্বার্থে জমি নিয়ে নির্মাতা সংস্থাকে দেওয়ায় মামলায় হেরেও গিয়েছে তারা। এখন সামনেই বিধানসভা ভোট। এর আগে তারা উদ্যোক্তাদের সাহায্যে কতটা এগিয়ে আসবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
অর্থাৎ, দেশের প্রথম ফর্মুলা ওয়ান রেসের ভবিষ্যৎ নিয়ে রয়েই যাচ্ছে সংশয়।

গতির লড়াই ‘বুদ্ধ সার্কিটে’
এশিয়ায় এর আগে জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আবু ধাবি, বাহরিন ফর্মুলা ওয়ান রেসের আয়োজন করেছে। বিশ্ব জুড়েই এই প্রতিযোগিতার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত বিপণন। সেই টানেই এ বার ভারতে সর্বোচ্চ পর্যায়ের এই মোটর রেসিং প্রতিযোগিতা। রেস হওয়ার কথা নয়ডার ৫.১৪ কিলোমিটার লম্বা ‘গৌতম বুদ্ধ আন্তর্জাতিক সার্কিট’-এ যা তৈরি হয়েছে বিশ্বখ্যাত রেসিং সার্কিট ডিজাইনার, জার্মানির হার্মান টিলকের নক্সায়। নির্মাণে খরচ হয়েছে ১৭০০ কোটি টাকা। ১ লক্ষ ২০ হাজার দর্শকের সামনে ওই ট্র্যাকে গাড়ি ছুটতে পারবে ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে। রেসের আয়োজক জেপি স্পোর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.