টুকরো খবর
প্রয়াত কাউন্সিলর
প্রয়াত হলেন মেদিনীপুর শহরের প্রবীণ তৃণমূল কাউন্সিল ভানুরতন গুঁইন। রবিবার রাতে পদ্মাবতী শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি প্রমুখ। ভানুরতনবাবুর মৃত্যুর খবর পেয়ে বহু মানুষ তাঁর বড়বাজারের বাড়িতে ভিড় জমান। মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ভানুরতন গুঁইন। এক সময় কংগ্রেসের প্রার্থী হয়েই ভোটে জেতেন। পরে কংগ্রেস ভেঙে তৃণমূল গড়ে ওঠার পর দলবদল করেন। তৃণমূলের শহর সভাপতির দায়িত্বও সামলেছেন। দীর্ঘদিন ধরেই বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭।

রজতজয়ন্তী বর্ষে
শারদোৎসবে মেতেছে খড়্গপুর গ্রামীণের কৃষ্ণনগরে দিশারি ক্লাব। এ বার এই পুজোর রজতজয়ন্তী বর্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমার আবরণ উন্মোচনের পাশাপাশি প্রকাশিত হয় স্মরণিকা। ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশন ও মঠের মহারাজ স্বামী সুনিষ্ঠানন্দ, রামজি জেঠুয়া, জ্যোৎস্না শাসমল, শ্যামাপদ পাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি শক্তিপদ মাইতি। সঞ্চালনার দায়িত্বে রাজীব ঘোষ, পঞ্চানন পাল ও অলোক দে।

পুজোয় নাটক
মহাষষ্ঠী উপলক্ষে রবিবার নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক আয়োজিত হল খড়্গপুর আইআইটিতে। আইআইটি টেকনোলজি দুর্গোৎসব কমিটির উদ্যোগে নাটক স্টাফ ক্লাব মঞ্চে পরিবেশিত হয় একাঙ্ক নাটক ‘স্বার্থের ভালবাসা’। মঞ্চসেনা প্রযোজিত দেবব্রত দত্ত নির্দেশিত নাটকটি দর্শকদের মনোরঞ্জন করে। নাটক ছাড়া অন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় শিল্পীরা।

মৃত্যু
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতের নাম গঙ্গারানি ঘোষ (৬০)। বাড়ি ক্ষীরপাই পুরসভার শ্রীরামপুরে। রবিবার সন্ধ্যায় স্থানীয় হালদারদিঘি মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ চালক-সহ ট্রাক্টরটিকে আটক করেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.