আডবাণীর যাত্রার নিরাপত্তা খতিয়ে দেখছেন চিদম্বরম
লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার বিউগল বাজার আগেই হাজারো সমস্যার মুখোমুখি তিনি।
আগামী ১১ অক্টোবর বিহার থেকে রথে চড়ার কথা আডবাণীর। এখন সমস্যা দেখা দিচ্ছে নিরাপত্তা নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম এক মাসের বেশি সময় ধরে চলা আডবাণীর রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আডবাণীর যাত্রাপথে বেশ কয়েকটি ঘন জঙ্গল পড়ার কথা। স্বরাষ্ট্র মন্ত্রক চাইছে, ওই এলাকাগুলির উপর দিয়ে যাত্রা বাতিল করুন আডবাণী। যদিও আডবাণী ব্যক্তিগত ভাবে তা করতে চান না।
আডবাণী নিজে জেড প্লাস নিরাপত্তা পান। এর আগে একবার কোয়ম্বত্তূরে আডবাণীর নির্বাচনী সফরের সময় তাঁকে হত্যার চেষ্টা করে জঙ্গিরা। সে কারণেই চিদম্বরম কোনও ঝুঁকি নিতে চান না। আডবাণী কোথায় কোথায় যাবেন, কোন পথে যাবেন, সেই সফরসূচি জানতে চেয়েছেন চিদম্বরম। আডবাণী স্থলপথে যেখানে যেখানে যাবেন, সেখানকার একটি বিস্তারিত মানচিত্র এখন তৈরি করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আডবাণী বিহার থেকে যাত্রা শুরু করে বারাণসী হয়ে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দিল্লি আসবেন। বিজেপির ওই শীর্ষ নেতার আন্দামান এবং উত্তর পূর্বেও যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই আডবাণীর প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন।
নিরাপত্তার পাশাপাশি অন্য সমস্যাও আছে। আডবাণীর রথ দেশের প্রায় সব বড় শহরে গেলেও বাদ যাচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। অবশ্য লখনউকে বাদ দিতে বাধ্য হয়েছেন তিনি। কেন না উত্তরপ্রদেশের বিজেপি নেতা কলরাজ মিশ্রও একই সময়ে রাজ্যে রথযাত্রায় যাবেন জানিয়েছেন। বিজেপির মধ্যেই প্রশ্ন উঠেছে, আডবাণীর রথযাত্রার মধ্যে কলরাজের আর একটা রথযাত্রার কী প্রয়োজন ছিল। রাজনাথ সিংহ-সহ অনেক বিজেপি নেতাই কলরাজের রথযাত্রার বিরোধিতা করেছেন।
রয়েছে বন্যার সমস্যাও। বিহার এবং ওড়িশার বহু জায়গাই বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ায় এখন সফরসূচি পাল্টাতে হচ্ছে আডবাণীকে। জয়প্রকাশ নারায়ণের জন্মস্থান বিহারের সারণ জেলার সিতাবদিয়ারা থেকে আডবাণীর দুর্নীতি বিরোধী রথযাত্রা শুরু হওয়ার কথা। কিন্তু উত্তরপ্রদেশের সীমান্তবর্তী ওই জেলার একটি বড় অংশই এখন জলমগ্ন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাই আডবাণীকে জানিয়েছেন, ওই রাস্তা দিয়ে রথের পক্ষে বারাণসী যাওয়া সম্ভব নয়। ঠিক হয়েছে আডবাণী প্রথমে পটনা যাবেন। সেখান থেকে হেলিকপ্টারে সিতাবদিয়ারা। জয়প্রকাশের জন্মভিটা থেকে আনুষ্ঠনিক ভাবে তাঁর দুর্নীতি বিরোধী রথযাত্রার সূচনা করে তিনি চলে যাবেন ছাপরা। পুণেতে নির্মিত ওই বিশেষ রথটি আগে থেকেই সেখানে রাখা থাকবে। এর পর ছাপরা থেকে যাত্রা শুরু করবেন আডবাণী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.