টুকরো খবর
আকাশপথে আগরতলা ভ্রমণ শুরু ত্রিপুরায়
শারদোৎসবে ত্রিপুরাবাসীদের জন্য রাজ্য সরকারের উপহার আকাশপথে আগরতলা ভ্রমণ। সপ্তমীর সকাল থেকেই শুরু হয়ে গেল এই ভ্রমণ। মাত্র পাঁচশো টাকায়। পরিবহণ মন্ত্রী মানিক দে বলেন, “রাজধানী শহর আগরতলার বিভিন্ন দর্শনীয় স্থান হেলিকপ্টারে চড়ে দেখার জন্য বিভিন্ন সময়ে রাজ্যবাসীর কাছ থেকে অনুরোধ এসেছে। তা ছাড়া, রাজ্যের পর্যটন দফতর থেকেও পরিবহণ দফতরের কাছে আগে অনুরোধ এসেছিল। পরবর্তী কালে এ দুই দফতরের কর্মকর্তারা আকাশপথে ভ্রমণের বিষয়ে এই সিদ্ধান্ত নেন। এ বার দুর্গাপুজো থেকেই সেটা কার্যকর হল।” আকাশপথে আগরতলা দর্শনের জন্য ভাড়া ঠিক হয়েছে, ভ্রমণার্থীর বয়স ১২ বছর বা তার বেশি হলে ৫০০ টাকা, আর ১২ বছরের কম হলে চারশো টাকা। আগরতলা বিমানবন্দর থেকেই শুরু হচ্ছে যাত্রা। নামতেও হবে সেখানে। একটি পবনহংস কপ্টার রয়েছে রাজ্যের কাছে। এটা রাখা আছে, সরকারি জরুরি কাজকর্মের জন্য। সারা বছর ধরেই এটির ভাড়া গুণতে হয়। ফলে মাঝে মাঝে ভাড়ার বিনিময়ে ভ্রমণার্থীদের নিয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরানোর ব্যবস্থা করলে আখেরে সরকারের লাভ হবে বলেই মনে করছেন পরিবহণ মন্ত্রী। যে দিন সরকারি কাজে এটি ব্যবহৃত হবে, সে দিন ভ্রমণার্থীরা আকাশে উড়তে পারবেন না। সেটাও আগে থেকে জনানো হবে। কম পক্ষে ৬ জন হলে তবেই কপ্টারটি আকাশে উড়বে বলে মন্ত্রী জানান। আগরতলা শহরটাকে আকাশ পথে দেখানোর বন্দোবস্ত হয়েছে। আজ সপ্তমীতে ভ্রমণার্থীদের নিয়ে পবনহংস আকাশ পথে বেশ কয়েক বার চক্কর দিয়েছে বলে জানান রাজ্য পর্যটন বিভাগের এক কর্মকর্তা। বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিআরটিসি)।

বাড়ল রফতানি
গত অগস্টে ভারতের রফতানি ৪৪.২% বেড়ে হয়েছে ২,৪৩০ কোটি ডলার। আমদানিও ৪১.৮% বেড়ে পৌঁছেছে ৩,৮৪০ কোটি ডলারে। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১,৪০০ কোটি ডলার। তবে কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাহুল খুল্লর এ দিন জানান, ইউরোপীয় ও মার্কিন অর্থনীতিতে অনিশ্চয়তার জেরে এই রফতানি বৃদ্ধির হার আগামী দিনে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, আলোচ্য মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে হয়েছে ২৮৩ কোটি ডলার। যা গত বারের তুলনায় দ্বিগুণেরও বেশি।

বাম-বিপণি
সোমবার, মহাসপ্তমীর সকালে খড়্গপুরের বোগদায় মার্কসীয় সাহিত্য বিপণির উদ্বোধন করলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার। উপস্থিত ছিলেন কালী নায়েক, অসিত সরকার, মনোজ ধর, পঙ্কজ চক্রবর্তী প্রমুখ। সভায় সঙ্গীত পরিবেশন করেন জনার্দন রাও এবং রিনা ধর। সিপিএমের উদ্যোগে এ দিন নিমপুরা, খরিদা, ইন্দাতেও অনুরূপ বিপণির উদ্বোধন হয়।

নতুন নিয়োগ
সুধীরবাসুদেবরাষ্ট্রায়ত্ততেলসংস্থাওএনজিসি-রচেয়ারম্যানওম্যানেজিংডিরেক্টরনিযুক্তহয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.