উদ্ধার প্রচুর মাদক দ্রব্য, ধৃত ২৮
হাষষ্ঠীর রাতে বর্ধমান শহরের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে প্রচুর মাদক দ্রব্য উদ্ধার করল পুলিশ। এই সব জিনিস মজুতের দায়ে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর সোমবার জানান, প্রচুর পরিমাণে গাঁজা ও মদ উদ্ধার হয়েছে। সাড়ে পাঁচ হাজার লিটার বিভিন্ন ধরনের মদ মজুত ও তা বিক্রির অভিযোগে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গাঁজা মজুতের অভিযোগে ধরা হয়েছে তিন জনকে। এ ছাড়া, রবিবার রায়নার বননবগ্রাম থেকে শেখ সওদাগর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বর্ধমানের ডিএসপি (সদর) অম্লানকুসুম ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেদিবাগানে শীতলা মন্দিরের কাছে রঞ্জিত পাসোয়ান নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ১৪৭ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ওই ব্যক্তি পলাতক। তবে বাড়িটি থেকে সুনীল সাহানি, মনোজ পাইতি ও বাপি ঘোষ নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম দু’জন বিহারের সমস্তিপুর এবং অন্য জন ভাতারের এঁরাচিয়া গ্রামের বাসিন্দা।
বর্ধমানে উদ্ধার প্রচুর মাদকদ্রব্য, গ্রেফতার২৮ জন। নিজস্ব চিত্র
এ দিকে, রবিবার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসে থাকার সময়ে শেখ সওদাগরকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে বর্ধমানের সিজেএম আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে খুন, পুলিশের উপরে হামলা-সহ নানা অভিযোগ রয়েছে। আইনজীবী বিশ্বজিৎ দাস জানান, আদালত ধৃতকে গত ১ ডিসেম্বর বনতির গ্রামে পুলিশের উপরে হামলার ঘটনায় ৯ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তবে পুলিশ তাঁকে মারধর করেছে বলে আদালতে অভিযোগ করেন ধৃত। পুলিশ সুপার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে পুলিশ ওই দুষ্কৃতীকে খুঁজছিল। বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে যখন আমরা ওই গ্রামে গিয়েছিলাম, তখন সওদাগরই বোমা ফাটিয়ে ছিল।” রায়নার বনতির গ্রামে সৌরভ আলি দেওয়ান নামে এক সিপিএম কর্মী খুনের ঘটনায় সওদাগর জড়িত বলেও সন্দেহ পুলিশের। পুলিশ সুপার এ দিন আরও জানান, সেপ্টেম্বরে জেলা পুলিশ মোট ২৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল। অক্টোবরে ইতিমধ্যে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু
মোটববাইকের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় গুরুতর আহত হয়েছে এক কিশোর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ রায় (১৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৩ নম্বর ওয়ার্ড ছোটমিত্রপাড়ার বাসিন্দা অভিজিৎ কাছাকাছি একটি সাইকেলের গ্যারাজে কাজ করত। সোমবার, সপ্তমীর সকালে বন্ধু প্রতাপ মালিককে সঙ্গে নিয়ে গ্যারাজে যাওয়ার পথে একটি বাইক তাদের সাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় অভিজিৎ। প্রতাপকে প্রথমে কালনা মহকুমা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.