টুকরো খবর |
পনেরো দিনের পুজো কান্দিতে
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
প্রথা মেনে বোধনের দিন থেকেই পুজোয় মাতে কান্দির গোপীবাবুর বাড়ির পুজো কান্দি পুরসভা এলাকার ছয় নম্বর ওয়ার্ডের এই পুজোয় এখনও মহাষ্টমীর সন্ধি পুজোর সময় কামান দাগা হয়। আর একবার কামান দাগা হয় পুজোর শেষে। চতুর্ভুজা ওই মূর্তিকে ঘিরে টানা পনেরো দিন ধরে উৎসবে মেতে থাকে কান্দির এই এলাকা। ওই পারিবারিক পুজোর মন্দিরে প্রধান দরজার উপরে একটি ‘পট’ রয়েছে। যেখানে সিংহে চেপে গণেশকে কোলে করে দেবী দুর্গা বাপের বাড়ি এসে পৌঁছেছে। সঙ্গে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও গণেশ। তখনই দেবীর হাত থেকে গণেশকে কোলে তুলে নেন দেবীর বাপের বাড়ির বধূরা। এটা হল আগমনীর ছবি। এই ছবিই বদলে যাবে বিজয়ার সময়। দেবী দুর্গা সেই দিন পায়ে বাপের বাড়ি থেকে ফিরছেন। শ্বশুরবাড়ি যাওয়ার পথে তাঁর সঙ্গে রয়েছেন ছেলেমেয়েরা। এই সময় গোপীবাবুর পরিবারে নিরামিষ খাওয়া হয়। শোকপালনের ইঙ্গিত হিসেবে। এই ছবিটি থাকে বিজয়ার পর থেকে আট দিন। তারপরে কিন্তু বছর ভর দেবী দুর্গার ওই আগমনী ছবিটাই আবার মন্দিরের দরজার উপরে ফিরে আসে। থাকে আবার পরের বছরের বিজয়ার জন্য। পরিবারের লোকজনের দাবি, এই প্রথা মানা হচ্ছে দু’শো বছর ধরে। ওই পরিবারের সদস্য রুদ্রকৃষ্ণ সিংহ বলেন, “পূর্ব পুরুষদের তৈরি করা নিয়ম মেনে এখনও পুজো করা হয়। ওই ছবিটি মাঝে নষ্ট হয়ে যাওয়ার পরে কলকাতা থেকে নতুন করে তৈরি করা হয়েছে। সেটাও প্রায় ৪০ বছর হতে চলল।” কিন্তু ছবিটি কার আঁকা, সে তথ্য এই পরিবারের হাতে নেই।
|
মেয়ের সামনেই স্ত্রীকে ‘খুন’
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খনে করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতার নাম অলোকা বিশ্বাস (৩৮)। বাড়ি কোতোয়ালির শিমুলতলা গ্রামে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর থেকে মৃতার স্বামী কর্ণ বিশ্বাস পলাতক। বৃহস্পতিবার রাতে কর্ণবাবু মেয়ের সামনেই অলোকাদেবীকে খুন করেন বলে অভিযোগ। সপ্তম শ্রেণির ছাত্রী অর্চনা বলে, “মা বাবার প্রতিদিনই ঝগড়া হত। এ দিন রাতেও খুব ঝগড়া হয়। বাবা মাকে ঘর থেকে বের করে দিলে মা আমার পাশে শুয়ে ঘুমোচ্ছিল। আবার গণ্ডগোল শুরু হলে মায়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বাবা।” অলোকাদেবীকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাতেই তাঁর মৃত্যু হয়। শুক্রবার অলোকাদেবীর বাবা সতীশ দেবনাথ থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “বিয়ের পর থেকেই কর্ণ আমার মেয়ের উপরে অত্যাচার করত। কিন্তু এমন যে হতে পারে তা ভাবিনি।” প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বচসার জেরেই অলোকাদেবীকে খুন করা হয়েছে। তাঁর স্বামী পলাতক। তদন্ত হচ্ছে।
|
সিপিএমের দফতর ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সিপিএমের শাখা দফতর ভাঙচুর করার অভিযোগ উঠল কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইল গ্রামে ওই দফতরের যাবতীয় আসবাবপত্র বাইরে বার করে এনে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ যায়। সিপিএমের জেলা কমিটির সদস্য সোমনাথ সিংহ রায় বলেন, “বৃহস্পতিবার সেখালিপুর শাখা অফিসের কয়েকশো দলীয় সমর্থক বহরমপুরে দলের জনসভায় যান। সেই সুযোগে এক দল কংগ্রেস সমর্থক আমাদের দফতরের তালা ভেঙে চেয়ার টেবিল বার করে এনে আগুন ধরিয়ে দেয়। কর্মীরা এলাকায় ফিরে খবর পেয়ে পুলিশকে জানায়।” কংগ্রেসের বিধায়ক ও ব্লক সভাপতি আখরুজ্জামান বলেন, “সিপিএমের শাখা দফতর ভাঙচুরের সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।” তাঁর দাবি, “সিপিএমের নিজেদের মধ্যে তীব্র দলাদলি রয়েছে। সেই গোষ্ঠী কোন্দল কর্মী সম্মেলনকে কেন্দ্র করে প্রকট হয়েছে। তার জেরে নিজেরাই ভাঙচুর করেছে।”
|
দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার কুলি-খড়গ্রাম রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টা নাগাদ বড়ঞার ফরিদপুর বাসস্টপে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় হিরা শেখ (১২) নামে এক ছাত্রের। তার বাড়ি ফরিদপুর গ্রামে। স্থানীয় কুলি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও খালাসি পলাতক। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা রাস্তাটি মেরামতির দাবিতে প্রায় ঘণ্টা খানেক কুলি খড়গ্রাম রাস্তা অবরোধ করেন। তাঁদের অভিযোগ, ওই রাস্তার কুলি থেকে কাপাসডাঙা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার পিচ উঠে গিয়েছে। রাস্তা জুড়ে খানা-খন্দ। হামেশাই রাস্তায় গাড়ি বসে যাওয়ার ঘটনা ঘটে। রাস্তা মেরামতির জন্য পূর্ত দফতর উদ্যোগী হলেও কাজ প্রায় এগোচ্ছেই না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে। ট্রাকের চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
অস্ত্র-সহ যুবক ধৃত
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
বৃহস্পতিবার রাতে নদিয়ার তাহেরপুরের ফুলিয়া মোড়ের কাছ থেকে অস্ত্র সহ এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুব্রত বিশ্বাস। তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত যুবকের বাড়ি কোতোয়ালি থানার ভাণ্ডারখোলা। পুলিশ সূত্র জানা গিয়েছে, এই দিন রাতে তাহেরপুর রেলস্টেশনে নেমে হাঁটতে হাঁটতে ফুলিয়া মোড়ের দিকে যাচ্ছিলেন। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। অন্য দিকে, ওই দিন রাতে ভাণ্ডারখোলা গ্রামে একটি পুকুরের ধার থেকে ২টি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলিকে বোম স্কোয়াডের কর্মীরা গিয়ে নিষ্ক্রিয় করে।
|
তিন জনের কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এক মহিলাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় স্বামী, শাশুড়ি ও দেওরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত। ২০০৮ সালের ৪ জুলাই সুনীতা মাঝি নামে ওই মহিলার মৃত্যু হয়। সরকারি আইনজীবী শাহজামালুদ্দিন জানান, রঘুনাথগঞ্জের মণ্ডলপুর গ্রামের বাসিন্দা সুনীতাদেবীর বিয়ে হয় বীরভূমের বাসিন্দা অজিত মাঝির সঙ্গে। বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর উপরে অত্যাচার চালানো হত। সুনীতাদেবী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।
|
দেহ উদ্ধার |
এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় একটি পুকুরে ওই মহিলার দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। পুলিশ জানায়, মহিলার নাম শম্পা রায় (২২)। কোচবিহারের দিনহাটায় বাড়ি। রঘুনাথগঞ্জের এক শিক্ষিকার বাড়ি পরিচারিকার কাজ করতেন তিনি। বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। |
মুক্তির দাবি |
রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি-সহ একাধিক দাবিতে শুক্রবার জেলাশাসকের দফতরের সামনে যৌথ ভাবে অবস্থান বিক্ষোভ করে এপিডিআর ও বন্দিমুক্তি কমিটি। জঙ্গলমহল থেকে ১৪৪ ধারা ও যৌথ বাহিনী প্রত্যাহার, ইউএপিএ আইন বাতিলের দাবি জানানো হয়। |
|