|
|
|
|
|
|
|
সঙ্গীত সমালোচনা... |
|
বর্ষার প্রেম |
সম্প্রতি রবীন্দ্রসদনে কসবা সঞ্চারী আয়োজন করেছিল ‘বর্ষা ও প্রেমে রবিঠাকুর’। মনোময় ভট্টাচার্য গাইলেন, ‘তিমির অবগুণ্ঠনে’। শ্রাবণী সেন মুগ্ধ করলেন ‘আবার এসেছে বর্ষা’ গানটি শুনিয়ে। বাসবী বাগচীর নির্বাচনে ছিল ‘বহু যুগের ওপার হতে আষাঢ় এলো’। বর্ষার সঙ্গে প্রেমের যে মেলবন্ধন ঘটেছিল কবির বিভিন্ন গানে, তা বিভিন্ন শিল্পীর কণ্ঠে এক অন্য মাত্রা পায়। সুচরিতা বন্দ্যোপাধ্যায় পরিপূর্ণ কণ্ঠে তিনটি গান শোনালেন, ‘আমারও পরাণ যাহা চায়’, ‘বাদল মেঘে মাদল বাজে’, ‘শ্রাবণের গগনের গায়’। আবৃত্তিতে কৃষ্ণকলি বসু যেন প্রকৃতির সঙ্গে মনের গোপন শিহরনকে উজ্জীবিত করলেন ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শুনিয়ে। এ দিন অন্যান্য যাঁরা গান শোনালেন তাঁদের মধ্যে ছিলেন অনুশীলা বসু, সুছন্দা ঘোষ, তরুণ সরকার, ইরাবতী বসু, আশিস সরকার, কৃষ্ণেন্দু সেন, জয়তী ভট্টাচার্য, সঞ্জীব অধিকারী প্রমুখ। যন্ত্রানুষঙ্গে বিপ্লব মণ্ডল, অঞ্জন বসু, দেবাশিস সাহা, রূপক মুখোপাধ্যায়। |
|
|
|
|
|