|
|
|
|
আপনার আজকের দিনটি |
|
|
মেষ: দীর্ঘদিনের কোনও প্রত্যাশা পূরণের উজ্জ্বল সম্ভাবনা। কর্মসূত্রে দূরভ্রমণের, এমনকী বিদেশ সফরেরও সুযোগ আসতে পারে। রক্তে শর্করা হ্রাস-বৃদ্ধির দরুন নানান শারীরিক সমস্যা। |
|
|
|
বৃষ: কর্মক্ষেত্র বদলের প্রচেষ্টা অবশেষে দিশা পেতে পারে। মামলার ফল অনুকূলে যাওয়ার ইঙ্গিত। প্রবল দুঃখবোধ থেকে আধ্যাত্মিক মননের বিকাশ। |
|
|
|
মিথুন: ব্যবসায় বাড়তি বিনিয়োগ নিয়ন্ত্রণ করাই ভাল। শ্রম ও দায়িত্বের চাপে ক্লান্তি ও মানসিক অবসাদ। ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিরোধ মামলা পর্যন্ত গড়াতে পারে। |
|
|
|
কর্কট: প্রশিক্ষণ সূত্রে কর্মোন্নতির সম্ভাবনা। জ্ঞাতিশত্রুর বাগড়ায় সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক অসুস্থতা। |
|
|
|
সিংহ: কর্মক্ষেত্রে হঠকারী সিদ্ধান্তের মাসুল দিতে হতে পারে। শেয়ার বা ফাটকা সূত্রে প্রাপ্তিযোগ। সংক্রমণজনিত জ্বরজ্বালায় কাজকর্ম ব্যাহত। |
|
|
|
কন্যা: কর্ম পরিবর্তনের চেষ্টায় আশার আলো। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা। অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা। |
|
|
|
তুলা: জ্ঞাতিদের সঙ্গে সম্পত্তি-বিবাদ মামলা-মকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে জটিলতার দরুন বৃত্তিবদলের উদ্যোগে সাফল্যের সম্ভাবনা। গৃহ নির্মাণের সূচনায় হঠাৎ বাধা। |
|
|
|
বৃশ্চিক: কর্তাব্যক্তির আনুকূল্যে কর্মস্থলে সমস্যার মোকাবিলা। বিদেশি সংস্থায় কাজের সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি। |
|
|
|
ধনু: ব্যবসায় ভাগ্যবিড়ম্বনা থেকে মুক্তি। কোনও স্বজনের অনৈতিক কাজের জেরে সম্পর্কহানির আশঙ্কা। বেদ-পুরাণ অধ্যয়ন ও অনুশীলনে আত্মিক অগ্রগতি। |
|
|
|
মকর: সৃষ্টিশীল কাজের দৌলতে নৈরাশ্য কেটে যেতে পারে। ভাইবোনের দেখভাল নিয়ে মা-বাবার সঙ্গে মতান্তর। সংক্রমণজনিত রোগভোগ। |
|
|
|
কুম্ভ: প্ররোচনামূলক অপপ্রচার উপেক্ষা করাই ভাল। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। গুরুজনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে মানসিক কষ্ট। |
|
|
|
মীন: বিদেশে উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ মিলতে পারে। আইনি লড়াইয়ে শুভ ফলের সম্ভাবনা। চারুকলায় কৃতিত্বের স্বীকৃতি। |
|
|
|
|
|
|
|
|