|
|
|
|
|
|
|
তিনি বলেন |
শুধু লার্ভা নয়, মশার কামড়ে সেখানে টেকা দায়। |
অতীন ঘোষ |
প্রসঙ্গ মেডিক্যালে মশার উৎপাত |
|
|
|
|
|
|
|
|
আজ জন্মদিন হলে |
|
পুলকরঞ্জন দেব |
|
|
|
শুভ সংখ্যা: ১, ৪, ৮ ও ৯।
শুভ দিন: রবি, সোম ও বৃহস্পতি।
শুভ রং: সোনালি, কমলা, গোলাপি,
গেরুয়া, হলুদ, চাঁপা ও সিঁদুর।
শুভ রত্ন: চুনি, পান্না ও মুনস্টোন। |
স্বাস্থ্য ভালই থাকবে। দাহ্য থেকে সাবধান। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও আশানুরূপ সচ্ছলতা পেতে দেরি হবে। সংস্থা পরিবর্তনের চেষ্টা করলে সফল হবেন। ব্যবসায় উন্নতি। আয় বুঝে ব্যয় করুন, নইলে ঋণগ্রস্ত হতে পারেন। গুরুজনের সঙ্গে মতানৈক্যে সুযোগ হাতছাড়া হতে পারে। সম্পত্তি নিয়ে স্বজন-বিরোধ। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়েদিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
৫০ বছর আগে |
|
|
|
বাঘের মৃত্যু |
|
রুশদেশীয় ব্যাঘ্রদম্পতির একটি বাচ্চা আলীপুর চিড়িয়াখানায় মারা গিয়াছে। রুশ প্রধানমন্ত্রী শ্রীনিকিতা ক্রুশ্চফ ঐ ব্যাঘ্রযুগল পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডুকে উপহার দিয়াছেন। কর্তৃপক্ষ জানান, ঐ ব্যাঘ্রশাবকটির আকস্মিক মৃত্যু সম্পর্কে তদন্ত করা হইতেছে।
—আনন্দবাজার পত্রিকা, ৩ সেপ্টেম্বর ১৯৬১। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত।
|
|
|
|
|
|
|
|
|
|
|