টুকরো খবর

বন্দি-সংঘর্ষের চার চাঁই অন্য জেলে বদলি
দমদম সেন্ট্রাল জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবারেই এক বন্দিকে অন্য জেলে সরিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার আরও তিন দাগি বন্দিকে বহরমপুর ও আলিপুর সেন্ট্রাল জেলে সরিয়ে দেওয়া হয়েছে। টিভি দেখা নিয়ে ঝগড়ার জেরে বৃহস্পতিবার দমদম জেলে দু’দল বন্দি ব্লেড ও ইটপাথর নিয়ে পরস্পরের উপরে ঝাঁপিয়ে পড়ে। আহত হয় বেশ কয়েক জন বন্দি। রাতে শাহওনয়াজ আলম নামে এক বন্দিকে অন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে প্রলয় রায়চৌধুরী নামে এক বন্দিকে ব্লেড দিয়ে আক্রমণ করার অভিযোগ ছিল। তার পরেই বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে ডিআইজি (কারা) খইরুল আলম আইজি (কারা)-কে রিপোর্টে জানিয়েছেন। দিন তিনেকের মধ্যে আরও কয়েক জন বন্দিকে সরানো হবে বলে জানান ডিআইজি (কারা)। রাজ্যের কারা দফতর সূত্রের খবর, যে-চার বন্দিকে আগে সরানো হল, বৃহস্পতিবার সংঘর্ষ বাধানোর মূল পাণ্ডা ছিল তারাই। ওই চার জনই অন্য বন্দিদের সঙ্গে জোট পাকিয়ে সংঘর্ষ বাধিয়েছিল। তাদের মধ্যে অমিত পাল, বিক্কি সাহু নামে দুই বন্দির বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল জেল-কর্তৃপক্ষের কাছে।

কাল জল সরবরাহ ব্যাহত হবে দক্ষিণে
কলকাতা পুরসভার বাঁশদ্রোণী বুস্টার পাম্পিং স্টেশন থেকে কাল, রবিবার সকালে জল সরবরাহ করা সম্ভব হবে না বলে পুর-কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছেন। সোনারপুরে বিদ্যুৎ পর্ষদের একটি সাবস্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সেই কারণেই জল দেওয়া যাবে না। বিদ্যুৎ না-থাকায় চালানো যাবে না গভীর নলকূপের পাম্পও। এর জেরে ১১১, ১১২, ১১৩ এবং ১১৪ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হবে বলে জানান পুর জল বিভাগের ডিজি বিভাস মাইতি।

গৌতমের আর্জি নিয়ে রায় শীঘ্রই
প্রাক্তন সিপিএম মন্ত্রী গৌতম দেব তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়ের দায়ের করা ফৌজদারি মানহানির মামলা খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। বিচারপতি অসীম রায় জানান, কয়েক দিনের মধ্যেই সেই মামলার রায় দেবেন তিনি। এ বার বিধানসভা ভোটের আগে গৌতমবাবু অভিযোগ করেন, ভোটের প্রচারে বেআইনি ভাবে কালো টাকা ব্যবহার করছে তৃণমূল। গৌতমবাবুর সেই অভিযোগের বিরুদ্ধে তৃণমূল দু’টি মানহানির মামলা করে। একটি মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। ব্যাঙ্কশাল কোর্টে আরও একটি ফৌজদারি মানহানির মামলা করা হয়। ব্যাঙ্কশাল কোর্টে কয়েক দিন ধরে সেই মামলার শুনানি হয়। কিন্তু গৌতমবাবু হাজির হননি। গৌতমবাবু তাঁর বিরুদ্ধে করা ফৌজদারি মানহানির মামলাটি খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানান। গৌতমবাবুর পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও অপর পক্ষে দেবাশিস রায় সওয়াল করেন।

ন্যূনতম বেতন চেয়ে কাজ বন্ধ বিমানবন্দরে
কলকাতা বিমানবন্দরের আধুনিকীকরণ কাজে যুক্ত সুপারভাইজারেরা নূ্যনতম বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠল। প্রতিবাদে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ বন্ধ রাখেন তাঁরা। তবে এই কর্মবিরতিতে প্রকল্পের কাজ ব্যাহত হয়নি বলে বিমানবন্দর-কর্তৃপক্ষের দাবি। ৭ সেপ্টেম্বর এ নিয়ে সুপারভাইজারদের সঙ্গে আলোচনা হবে কর্তৃপক্ষের। তাইল্যান্ডের একটি সংস্থাকে আধুনিকীকরণের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে কর্মীদের পরিচালনার জন্য নিয়োগ হয়েছে ওই সুপারভাইজাররা। অভিযোগ, অদক্ষ শ্রমিকদের জন্য সরকার যে-ন্যূনতম মজুরি ধার্য করেছে, তার চেয়েও কম টাকা পাচ্ছেন তাঁরা। ‘পে স্লিপ’ দেওয়া হচ্ছে না। ঠিকমতো ওভার-টাইমও দেওয়া হচ্ছে না। প্রকল্পের চিফ ম্যানেজার মানস ভট্টাচার্য জানিয়েছেন, নিয়ম মেনেই মজুরি দেওয়া হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.