টুকরো খবর

বিশ্বসেরা দীপিকা
তীরন্দাজিতে যুব বিশ্বচ্যাম্পিয়ন হলেন দীপিকা কুমারি। পোল্যান্ডে বিশ্ব যুব তীরন্দাজিতে রেকার্ভ ফাইনালে দীপিকা হারালেন কোরিয়ার কিম মিনজুংকে। দুই বাঙালি-অতনু দাস এবং সোমনাথ মণ্ডল দলগত ইভেন্টে রুপো পেলেন রাজগোবিন্দ সোয়ান্সিকে সঙ্গে নিয়ে। দীপিকা কুমারি দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন।

বিশ্ব মিটের ফাইনালে হার আডবাণীর
বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের মাইক রাসেলের কাছে আবার হারলেন ভারতের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পঙ্কজ আডবাণী। গত বছর পুণেতে রাসেলের হাতেই চুরমার হয়েছিল আডবাণীর খেতাব পুনরুদ্ধারের স্বপ্ন। এ বারও আয়ার্ল্যান্ডের কার্লোর আইভি রুমে স্বপ্নটা অধরাই থেকে গেল তাঁর। পুণেতে গত বার আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডসের ফাইনালে টাইম এবং পয়েন্ট, দুই ফরম্যাটেই রাসেলের কাছে নিজের বিশ্ব খেতাব খুইয়েছিলেন আডবাণী। এ বার পয়েন্ট ফরম্যাটে প্রায় আগের বছরের ফাইনালের রিপিট টেলিকাস্টে দশ বারের বিশ্ব সেরা রাসেলের কাছে আডবাণী হারলেন ৩-৬।

ধোনির দলকে তীব্র আক্রমণ কপিলের
অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে গিয়েই টেস্ট ক্রিকেটের এক নম্বর আসনটা খুইয়ে বসেছে ভারত। আর এই পতনের জন্য ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ছাড়া আর কাউকে দোষ দিতে পারবে না। এই বলে মহেন্দ্র সিংহ ধোনির দলকে তীব্র আক্রমণ করলেন কপিল দেব। বিভিন্ন মহলে ভারতীয় দলের প্রস্তুতির অভাব নিয়ে যে তত্ত্ব চলছে, প্রাক্তন ভারত অধিনায়ক তাতে নিজের সমর্থনের সিলমোহর এঁটে দিয়ে আরও এক ধাপ এগিয়ে বলেছেন, “সাফল্যের কোনও শর্টকাট হয় না। ওদের সেটা বুঝতে হবে।”

পৌলমী আবার এক নম্বর
পূর্বাঞ্চল টেবল টেনিসে চ্যাম্পিয়ন হয়ে পৌলমী ঘটক আবার ভারতের এক নম্বর হলেন। বোলপুরে অনিন্দিতা চক্রবর্তী, মৌমা দাস, অঙ্কিতা দাসকে পরপর হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হলেন আবার। গতবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে চোটের জন্য জাতীয় টিটিতে খেলতে পারেননি। নেমে যান পাঁচ নম্বরে। আবার উঠে এলেন শীর্ষে। ফাইনালে জেতার পরে পৌলমী বলেন, “ভাল লাগছে এক নম্বর জায়গাটা ফিরে পেয়ে।” পৌলমী চ্যাম্পিয়ন হলেও বাংলার ছেলেরা হতাশ করল। শুভজিৎ সাহাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলেন অমলরাজ। যিনি সেমিফাইনালে সৌম্যদীপ রায়কেও হারিয়েছিলেন। এ বার শরদ কমল যাননি। বাংলার ছেলেদের সুযোগ ছিল জেতার। সেটা আর হল না।

চার গোলে জয় ইস্টবেঙ্গলের
টাটা ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সহজ জয় পেল ইস্টবেঙ্গল। রবিবার জামশেদপুরে ৪-১ গোলে জিতল ট্রেভর মর্গ্যানের দল। লাল-হলুদের চার গোলদাতা টোলগে, বলজিৎ, পেন এবং হরমনজোৎ খাবড়া। টিএফএ-র হয়ে একমাত্র গোলটি করেন অ্যালউইন জর্জ। এ দিকে, কলকাতা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই কালীঘাটের কাছে ০-১ গোলে হারল ভবানীপুর। অন্য ম্যাচে পিয়ারলেসের সঙ্গে ১-১ ড্র করল সাদার্ন সমিতি এবং পোট ট্রাস্টের সঙ্গে গোলশূন্য ড্র পুলিশ এসি-র।

দ্রোগবার চোট গুরুতর নয়
নরউইচ গোলকিপারের সঙ্গে সংঘর্ষে মুখে চোট পেলেও দিদিয়ের দ্রোগবার চোট গুরুতর নয় বলে এ দিন জানানো হয়েছে। শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধ চলার সময়ই মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চেলসির স্ট্রাইকারকে। শনিবার দ্রোগবার অবস্থা নিয়ে আশঙ্কা তৈরি হলেও স্ক্যান করে জানা গিয়েছে, তাঁর চোট গুরুতর নয়। স্ক্যানের পর বাড়ি ফিরে এসেছেন দ্রোগবা।

আবার পয়েন্ট সুটিলের
ভারতীয় রেস যত এগিয়ে আসছে ততই উন্নতি করছে ফোর্স ইন্ডিয়া। আজ বেলজিয়ান গ্রাঁ প্রি থেকে আবার ছয় পয়েন্ট তুলে নিল ভারতীয় দল, আদ্রিয়ান সুটিলের হাত ধরে। গ্রিডে পনেরো নম্বর থেকে রেস শুরু করে সপ্তম স্থানে শেষ করলেন সুটিল। একটুর জন্য পয়েন্ট হল না ফোর্স ইন্ডিয়ার অন্য চালক পল ডি রেস্টার, যিনি সেরা দশের বাইরে এগারো নম্বরে রেস শেষ করলেন। রেসে আবার সেরা রেড বুল। রেস জিতলেন সেবাস্তিয়ান ভেটেল, দ্বিতীয় মার্ক ওয়েবার। তৃতীয় হলেন ম্যাকলারেনের জেনসন বাটন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.