টুকরো খবর

ফের চালু সানন্দে টাটাদের কারখানা
সপ্তাহ দুয়েক বন্ধ থাকার পরে ফের চালু হল সানন্দে টাটা মোটরস-এর কারখানা। মজুদ ভাণ্ডার খালি করা এবং রক্ষণাবেক্ষণের কাজকর্মের জন্য বন্ধ রাখা হয়েছিল সেটি। সংস্থা জানিয়েছে, শনিবার থেকেই ফের উৎপাদন শুরু হয়েছে কারখানাটিতে। বিভিন্ন কারণে গত মাসে দেশ জুড়ে যাত্রীবাহী গাড়ির বিক্রি কমে গিয়েছিল অনেকটাই। এই বিরূপ প্রভাব থেকে পার পায়নি ন্যানো-ও। বস্তুত, এ বছরের জুলাইতে ন্যানোর বিক্রি এক ধাক্কায় অনেকটা কমে যায়। ফলে গাড়িটির ক্রমশ বাড়তে থাকা মজুদ ভাণ্ডার খালি করা দরকার বলে দাবি তোলেন ডিলাররা। আর কারখানা রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ করার ফাঁকে ধাপে ধাপে সেই ভাণ্ডার খালি করার লক্ষ্যেই গত এক পক্ষকাল ধরে সাময়িক বন্ধ রাখা হয়েছিল সানন্দের কারখানা, জানিয়েছে টাটা মোটরস। তবে সংস্থার দাবি, বিক্রি বাড়াতে তারা যে সমস্ত বিপণন কৌশল নিয়েছে, তা ইতিমধ্যেই ফলতে শুরু করেছে। যার হাত ধরে চলতি মাসে শোরুমগুলিতে বাড়ছে ক্রেতাদের উপস্থিতি।

ভারতে লেনদেন মার্কিন শেয়ারের
এ বার মুম্বইয়ের দালাল স্ট্রিটে বসেই মার্কিন শেয়ারে কেনাবেচার সুযোগ খুলে গেল এ দেশের লগ্নিকারীদের সামনে। কারণ সোমবার থেকেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এন এস ই) শুরু হতে চলেছে অন্যতম প্রধান দুই মার্কিন সূচক, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ও এসঅ্যান্ডপি ৫০০-এর লেনদেন। এ দিন যার সূচনা হবে ওই দুই শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থার শেয়ারগুলির আগাম লেনদেন দিয়েই। এই প্রথম অন্য কোনও দেশের শেয়ার সূচকের লেনদেন চালু হচ্ছে ভারতে। এসঅ্যান্ডপি ৫০০ সূচকটিতে নথিভুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০০টি প্রথম সারির সংস্থা। অন্য দিকে, ডাও জোন্সে নিয়মিত লেনদেন হয় সে দেশের ৩০টি ‘ব্লু-চিপ’ সংস্থার শেয়ার। এই কেনাবেচায় অংশগ্রহণে ভারতীয় লগ্নিকারীদের উৎসাহিত করতে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওই শেয়ারগুলির উপর ‘লেনদেন মূল্য’ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এনএসই। লেনদেন চলবে ‘টাকা’-এ এবং এ দেশের শেয়ার বাজার খোলা ও বন্ধের নির্দিষ্ট সময় মেনেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.