খেলার টুকরো খবর


কালনায় জয়ী প্রাক্তন একাদশ
কালনায় মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফুটবলে জয়ী হল প্রাক্তন ভারতীয় একাদশ।
মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে রবিবার বিকেলে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় প্রাক্তন ভারতীয় একাদশ মুখোমুখি হয় স্কুলের প্রাক্তন ছাত্র একাদশের। খেলায় প্রাক্তন ভারতীয় একাদশ ৫-৪ গোলে হারায় ছাত্র একাদশকে। প্রাক্তন ভারতীয় একাদশের হয়ে এ দিন খেলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, সঞ্জয় মাঝি, সুবীর বসু-সহ অতীত দিনের বেশ কিছু নামী ফুটবলাররা।

আন্তঃবিদ্যালয় ফুটবল কাটোয়ায়
কাশীরাম দাস বিদ্যায়তন (কেডিআই) প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় রবিবার জিতল চরপাতাইহাট। এ দিন কেডিআই-র মাঠে তারা সুদপুরকে ৩-০ গোলে হারিয়ে দেয়। শনিবারের খেলায় কেডিআই-কে ১-০ গোলে হারিয়ে দেয় দাঁইহাট উচ্চ বিদ্যালয়। সাতটি স্কুল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে।

স্মৃতি ফুটবল
মেমারি যুব কংগ্রেস আয়োজিত রাজীব গাঁধী স্মৃতি ফুটবলের ফাইনালে রবিবার খাঁড়ো যুবক সঙ্ঘ ৪-০ গোলে হারিয়েছে তালপাতা ফুটবল ক্লাবকে। দু’টি করে গোল করেন খাঁড়োর অশোক ক্ষেত্রপাল ও অনিল ক্ষেত্রপাল। প্রতিযোগিতার সেরা হয়েছেন অশোক। প্রতিযোগিতাটি হয়েছে রসুলপুর বৈদ্যডাঙা মাঠে।

লোকনাথের হার
রবীন্দ্রপল্লির শ্রীসঙ্ঘ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লোকনাথ স্পোটিং ক্লাব ৪-০ গোলে হারিয়েছে মিলকি ইউনাইটেড ক্লাবকে। কালনা গেট বাণীপীঠ ক্লাবের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় সেরা ও ম্যাচের সেরা হয়েছেন যথাক্রমে মুকুল হাঁসদা ও শেখ সঞ্জীব।

ফাইনালে অআকখ ক্লাব
গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত অশোক ঘোষ, চাঁপাপ্রভা দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল ফ্রেন্ডস রেজিমেন্ট ও অআকখ কালচারাল ক্লাব। প্রথম সেমিফাইনালে ফ্রেন্ডস রেজিমেন্ট ২-০ গোলে তানসেন এসিকে হারায়। অন্য দিকে, দ্বিতীয় সেমিফাইনালে অআকখ কালচারাল ক্লাব ১-০ গোলে নবসূয স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবকে হারায়। ফাইনাল হবে ৪ সেপ্টেম্বর।

চ্যাম্পিয়ন বুলেট ক্লাব
মিঠানি ইউনাইটেড ক্লাব আয়েজিত মিঠানি চ্যালেঞ্জ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন হল কালনা বুলেট ক্লাব। মিঠানি মাঠে তারা বর্ধমান সাই ফুটবল অ্যাকাডেমিকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারায়। নির্ধারিত সময়ে দু’টি দলই একটি করে গোল করে। ফাইনালের সেরা হন বিজয়ী দলের রঞ্জিত সরকার।

দৌড় প্রতিযোগিতা
নতুন এগারা যুবক সমিতির উদ্যোগে রবিবার ১১ কিমি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ধর্মেন্দ্র রাজ। দ্বিতীয় স্থান পেয়েছেন নির্মল মাহাতো। তাঁরা যথাক্রমে ৩৮ মিনিট ও ৪১ মিনিটে দৌড় শেষ করেন। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। আয়োজক সংস্থার পক্ষে অশোক হেলা জানান, ৩৫০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দেন।

স্মৃতি ফুটবল
মিলন চক্র ক্লাব আয়োজিত ষড়ানন মুখোপাধ্যায় ও সুনীল আচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আমরা ক’জন বয়েজ ক্লাব। শনিবার ফাইনালে তারা ভলিবল ক্লাবকে ২-০ গোলে হারায়। দু’টি গোলই করেন ইন্দ্রজিৎ রায়। তিনিই প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয়েছেন।

হারল ডিপিএস
মানিক উপাধ্যায় ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবলের রবিবারের খেলায় হেরে গেল ডিপিএস। গৌরান্ডি মাঠে তারা উখড়া ফুটবল অ্যাকাডেমির কাছে ৩-০ গোলে হেরে যায়। দু’টি গোল করে এ দিন খেলার সেরা হন রিতেশ বাল্মীকি। শনিবারের খেলায় দোমহানি একাদশ ২-০ গোলে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নকে হারায়।

চ্যালেঞ্জ ফুটবল
চিঁচুড়িয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত নেতাজি চ্যালেঞ্জ ফুটবলের রবিবারের খেলায় জয়ী হল শীতলপুর ডায়মন্ড ক্লাব। তারা চিঁচুড়িয়া মাঠের খেলায় হরিপুর ঝিঙেধাওড়াকে ৫-০ গোলে হারিয়ে দেয়।

জয়ী শীতলপুর
শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবলের রবিবারের খেলায় জয়ী হল শীতলপুর বিআর অম্বেডকর। চিনাকুড়ি শিল্পী সঙ্ঘ মাঠে তারা এবিএসসি-কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়।

জয়ী বরাকর
যুব তৃণমূল আয়োজিত এক দিনের ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল বরাকর জয় মা তারা ক্লাব। রবিবার তারা বাঁশড়া টালিগঞ্জ ক্লাবকে ৩-০ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.